সিনেমাঃ খোঁজ (২০১৭)
🔰 ধরণঃ থ্রিলার, ক্রাইম, মিস্ট্রি
🔰 চিত্রনাট্য ও পরিচালনাঃ অর্ক গাঙ্গুলি
🔰 অভিনয়েঃ Bikram Chatterjee, Shataf Figar, Zara Khan
🔰 দৈর্ঘ্যঃ ১ ঘন্টা ৫৬ মিনিট
🔰 আইএমডিবিঃ ৬.৮
কলকাতার সিনেমায় মাঝে মাঝেই খুব ভাল মানের কিছু থ্রিলার দেখা যায়। এই মুভিটা নিয়ে অবশ্য খুব বেশী প্রত্যাশা ছিল না। মুভির নাম আর পোস্টার টা দেখে আগ্রহ জন্মেছিল। আর অনেকদিন হলো বাংলা মুভি দেখা হয়না। তাই ভাবলাম দেখে ফেলি।
🎥 কাহিনি সংক্ষেপঃ হিল টাউনের রিমতিক থানার পুলিশ অফিসার সায়ন বোস। তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয় একটা রহস্যজনক মামলার। এক বাসা থেকে মাঝে মাঝে এক মহিলার চিৎকার শোনা যায়। বাসাটি একজন ডাক্তারের। সে কখনো কাওকে বাসায় প্রবেশ করতে দেয়না। চিৎকারের ব্যাপারে জানতে চাইলে বলে এটা তার স্ত্রীকে ইনজেকশন দেওয়ার সময় ব্যাথায় সে চিৎকার করে।
কিন্তু সন্দেহ ও রহস্য আরো তীব্র হয় যখন পুলিশ প্রতিবেশীদের কাছে জানতে পারে তারা কখনো ডাক্তারের স্ত্রীকে দেখেনি। শুধু মাঝে মাঝে চিৎকার শুনেছে।
পরদিন ডাক্তার নিজেই থানায় গিয়ে তার স্ত্রী মিসিং হয়েছেন বলে মামলা করেন।
এখান থেকেই মূল ঘটনার সূত্রপাত।
✅ অপ্রয়োজনীয় কোন গান না থাকায় দৈর্ঘ্য অনেক কম। এবং মনযোগ ধরে রাখতে সক্ষম।
✅বেশীরভাগ অভিনেতা অভিনেত্রী নতুন/অপরিচিত তাই কোন চরিত্রকে এক্সট্রা হাইলাইট করে দেখানো হয়নি। ফলে রহস্য টা জমেছে।
✅ পাহাড়ি এলাকা হওয়াতে সিনেমাটোগ্রাফি বেশ ভালো ছিল।
✅ সব মিলিয়ে মোটামুটি ভাল একটা মুভি। মন্দ লাগবে না বলেই আশা করি।
লিংক নিয়ে চিন্তার কিছু নেই৷ ইউটিউবে পেয়ে যাবেন সহজেই। নিচে ইউটিউব লিংক দিয়ে দেওয়া হলো।
হ্যাপি ওয়াচিং 🙂
Trailer