রাম প্রসাদ কি তেহরভি সিনেমা রিভিউ: অসাধারণ অভিনয় ও চিত্রনাট্যের সংমিশ্রণে এক টুকরো জীবনের গল্প।

Share This Post

মুভি ইনফোঃ
Name:Ramprasad Ki Tehrvi (2021)

IMDB: 7.8
Rotten Tomatoes: 86%
Genre: Comedy, Drama, Family
Actors: Naseeruddin Shah, Vikrant Massey, Konkona Sen Sharma, Parambrata Chatterjee, Vinay Pathak, Supriya Pathak, Manoj Pahwa, and Vineet Kumar
Director & Screenplay: Seema Pahwa

অসাধারণ অভিনয় ও চিত্রনাট্যের সংমিশ্রণে এক টুকরো জীবনের গল্প।

বর্তমান সময়ে যৌথ পরিবার একদম নেই বললেই চলে৷ পরিবার কিংবা আত্মীয়ের মধ্যে বড় ধরনের কোন উপলক্ষ ছাড়া একে অন্যের দেখা পাওয়াই দুষ্কর।
অথচ এই যখন কোন একটা উপলক্ষকে কেন্দ্র করে সবাই একত্রিত হয় তখন শত সহস্র মূল্যবান মুহূর্ত বন্দী হয়ে রয় স্মৃতির মানসপটে। 
নব্বই দশকের ছেলে-মেয়ারা হয়তো এই ধরনের গেট টু গেদারের কথা স্মরণ করতে পারবে।

সিনেমার গল্পঃ রামপ্রসাদের মৃত্যু দিয়েই সিনেমার গল্পের শুরু হয়। যেখানে তার ৬ সন্তান তাদের সন্তানদের নিয়ে বাবার শেষ্কৃত্যের জন্যে একত্রিত হয় একই ছাদের তলায়।  রামপ্রসাদের “তেরভি” তেরো দিনের অনুষ্ঠান ও এই ১৩ দিনের নানা ঘটনা নিয়েই সিনেমার গল্প।

এটি সীমা পাওভা পরিচালিত প্রথম সিনেমা। সিনেমাটি থিয়েটারে মুক্তি পায় ২০২১ এর ১লা জানুয়ারি।
একঝাক মেধাবী ও গুণী অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে তৈরী করা। 
যেখানে রামপ্রসাদের ৪ ছেলের ভূমিকায় যথাক্রমে অভিনয় করেছেন মনোজ পাওভা, ভিনয় পাঠক, নীনাদ কামাত, পরমব্রত চ্যাটার্জি।  সিনেমাটি আপনাকে দেখাবে মানুষের স্বাভাবিক প্রবৃত্তি।

শোক পালন করতে এসে প্রকাশ পায় প্রত্যেকের ব্যক্তিগত নানা সমস্যা, ইচ্ছা, অভিযোগ আরো কত কি! কে কার আগে মৃতের বাড়িতে এসেছে তা নিয়েও হয় তর্ক। আবার কে ফ্লাইটে,বাসে কিংবা ট্যাক্সি করে এসেছে সেটা নিয়েও বিতন্ডা!

প্রত্যেকের মাঝেই রয়েছে না বলা অসংখ্য অসন্তোষ আর অভিযোগ৷

বাড়ির নিচতলায় যেখানে শেষ কৃত্যের নানা অনুষ্ঠান চলে সেখানে সবাই শোক পালন করে৷ আবার পরক্ষণেই ছাদে গিয়ে মুক্ত বাতাসে বুক ভরে নিঃস্বাস নেয়। যেন এতক্ষণ নিচে বসে থেকে দম বন্ধ হয়ে আসছিল।

সত্যি বলতে বাস্তবেও এমন ঘটে। চাইলেও অনেক অনুষ্ঠানে গিয়ে ইচ্ছে থাকা স্বত্তেও বেড়িয়ে যাওয়া যায়না। আর একবার সে সুযোগ টা পেলে যেনো হাফ ছেড়ে বাঁচা।

এছাড়াও বাড়ির পুরুষেরা যেখানে নানবিধ বিষয় নিয়ে গল্প আড্ডায় মশগুল, সেখানে সকালে ঘুম থেকে উঠার পর থেকে শুরু হয় রান্নাঘরে মহিলাদের রান্নার কাজ আর তার সাথে বিভিন্ন ধরনের কথাবার্তার।

সিনেমায় প্রায় সকল চরিত্রেরই কিছু না কিছু বৈশিষ্ট্য আছে যেটা একটা ফিল্মে এত কম সময়ে ফুটিয়ে তোলা খুবই কষ্টসাধ্য৷ তবে সে কাজটা পরিচালক খুব ভালোই করেছেন।

সিনেমার বিজিএম আর সাউন্ডট্রাকগুলো ও ছিল সময়োপযোগী ও শ্রুতিমধুর। 

খুব ভালো একটি সিনেমা।

হ্যাপি ওয়াচিং

More To Explore

Cinema Paradiso (1988) সিনেমা রিভিউ

🎬 Movie ⭕ Cinema Paradiso (1988) ইতালির সিসিলি অঞ্চলে ছোট্ট একটি শহর জিয়ানসালদো। শহরের বাসিন্দাদের মাঝে আনন্দের খোরাক একমাত্র সিনেমা হল৷ যেটির প্রজেকশনিস্ট হিসেবে কাজ

Read More »

The Godfather : Part 2,3 সিনেমা রিভিউ

🎬 Movie ⭕ The Godfather : Part 2,3 গড ফাদার ট্রিলজিকে বলা যায় ক্রাইম ড্রামার অগ্রপথিক এবং সফল কাণ্ডারী। Goodfellas এর মত সারা জাগানো সিনেমা

Read More »