রাম প্রসাদ কি তেহরভি সিনেমা রিভিউ: অসাধারণ অভিনয় ও চিত্রনাট্যের সংমিশ্রণে এক টুকরো জীবনের গল্প।

Share This Post

মুভি ইনফোঃ
Name:Ramprasad Ki Tehrvi (2021)

IMDB: 7.8
Rotten Tomatoes: 86%
Genre: Comedy, Drama, Family
Actors: Naseeruddin Shah, Vikrant Massey, Konkona Sen Sharma, Parambrata Chatterjee, Vinay Pathak, Supriya Pathak, Manoj Pahwa, and Vineet Kumar
Director & Screenplay: Seema Pahwa

অসাধারণ অভিনয় ও চিত্রনাট্যের সংমিশ্রণে এক টুকরো জীবনের গল্প।

বর্তমান সময়ে যৌথ পরিবার একদম নেই বললেই চলে৷ পরিবার কিংবা আত্মীয়ের মধ্যে বড় ধরনের কোন উপলক্ষ ছাড়া একে অন্যের দেখা পাওয়াই দুষ্কর।
অথচ এই যখন কোন একটা উপলক্ষকে কেন্দ্র করে সবাই একত্রিত হয় তখন শত সহস্র মূল্যবান মুহূর্ত বন্দী হয়ে রয় স্মৃতির মানসপটে। 
নব্বই দশকের ছেলে-মেয়ারা হয়তো এই ধরনের গেট টু গেদারের কথা স্মরণ করতে পারবে।

সিনেমার গল্পঃ রামপ্রসাদের মৃত্যু দিয়েই সিনেমার গল্পের শুরু হয়। যেখানে তার ৬ সন্তান তাদের সন্তানদের নিয়ে বাবার শেষ্কৃত্যের জন্যে একত্রিত হয় একই ছাদের তলায়।  রামপ্রসাদের “তেরভি” তেরো দিনের অনুষ্ঠান ও এই ১৩ দিনের নানা ঘটনা নিয়েই সিনেমার গল্প।

এটি সীমা পাওভা পরিচালিত প্রথম সিনেমা। সিনেমাটি থিয়েটারে মুক্তি পায় ২০২১ এর ১লা জানুয়ারি।
একঝাক মেধাবী ও গুণী অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে তৈরী করা। 
যেখানে রামপ্রসাদের ৪ ছেলের ভূমিকায় যথাক্রমে অভিনয় করেছেন মনোজ পাওভা, ভিনয় পাঠক, নীনাদ কামাত, পরমব্রত চ্যাটার্জি।  সিনেমাটি আপনাকে দেখাবে মানুষের স্বাভাবিক প্রবৃত্তি।

শোক পালন করতে এসে প্রকাশ পায় প্রত্যেকের ব্যক্তিগত নানা সমস্যা, ইচ্ছা, অভিযোগ আরো কত কি! কে কার আগে মৃতের বাড়িতে এসেছে তা নিয়েও হয় তর্ক। আবার কে ফ্লাইটে,বাসে কিংবা ট্যাক্সি করে এসেছে সেটা নিয়েও বিতন্ডা!

প্রত্যেকের মাঝেই রয়েছে না বলা অসংখ্য অসন্তোষ আর অভিযোগ৷

বাড়ির নিচতলায় যেখানে শেষ কৃত্যের নানা অনুষ্ঠান চলে সেখানে সবাই শোক পালন করে৷ আবার পরক্ষণেই ছাদে গিয়ে মুক্ত বাতাসে বুক ভরে নিঃস্বাস নেয়। যেন এতক্ষণ নিচে বসে থেকে দম বন্ধ হয়ে আসছিল।

সত্যি বলতে বাস্তবেও এমন ঘটে। চাইলেও অনেক অনুষ্ঠানে গিয়ে ইচ্ছে থাকা স্বত্তেও বেড়িয়ে যাওয়া যায়না। আর একবার সে সুযোগ টা পেলে যেনো হাফ ছেড়ে বাঁচা।

এছাড়াও বাড়ির পুরুষেরা যেখানে নানবিধ বিষয় নিয়ে গল্প আড্ডায় মশগুল, সেখানে সকালে ঘুম থেকে উঠার পর থেকে শুরু হয় রান্নাঘরে মহিলাদের রান্নার কাজ আর তার সাথে বিভিন্ন ধরনের কথাবার্তার।

সিনেমায় প্রায় সকল চরিত্রেরই কিছু না কিছু বৈশিষ্ট্য আছে যেটা একটা ফিল্মে এত কম সময়ে ফুটিয়ে তোলা খুবই কষ্টসাধ্য৷ তবে সে কাজটা পরিচালক খুব ভালোই করেছেন।

সিনেমার বিজিএম আর সাউন্ডট্রাকগুলো ও ছিল সময়োপযোগী ও শ্রুতিমধুর। 

খুব ভালো একটি সিনেমা।

হ্যাপি ওয়াচিং

More To Explore

The Curious Case Of Benjamin Button (2008)-cinemabaaz.xyz

The Curious Case Of Benjamin Button (2008)

The Curious Case Of Benjamin Button (2008) স্বাভাবিক ভাবে জন্মগ্রহণ করা সৃষ্টিকর্তার অনেক বড় নিয়ামক। একটু ক্ষুদ যদি থাকে তাহলে পেতে হয় আজীবন বেদনা। পেতে

Read More »
Labour of love (2014)-cinemabaaz.xyz

Asha Jaoar Majhe / Labour of love (2014)

যখন নীরবে দূরে, দাঁড়াও এসে, যেখানে পথ বেঁকেছে তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা কে জানে, কি আবেশে দিশাহারা আমিও ছুটে যাই সে গভীরে আমিও ধেয়ে যাই

Read More »
𝗠𝗮𝘆𝗮𝗿 𝗝𝗼𝗻𝗷𝗮𝗹 (2023)-cinemabaaz.xyz

দিনশেষে সবাই মায়ার জঞ্জালে বন্দী-𝗠𝗮𝘆𝗮𝗿 𝗝𝗼𝗻𝗷𝗮𝗹 (2023)

আমরা সবাই মায়ার জঞ্জালে আবদ্য এক সামাজিক প্রাণী। আমরা সবাই কোনো না কোনো মায়ার মোহে মত্য হয়ে আছি। কেউ ভালোবাসার মানুষের মায়ায় আবদ্ধ, কেউ সন্তানের

Read More »
নব্বই দশক নিয়ে আমরা এত স্মৃতিকাতর হয়ে পড়ি কেন-cinemabaaz.xyz

নব্বই দশক নিয়ে আমরা এত স্মৃতিকাতর হয়ে পড়ি কেন?

মারা গেলেন নব্বই দশকের জনপ্রিয় ব্যান্ড চাইমের ভোকাল খালিদ। মাত্র ৫৮ বছর বয়সী এই গায়কের প্রয়াণে মাতম করছে সামাজিক মাধ্যম। শোকে মুহ্যমান মানুষেরা স্মৃতিমেদুর হয়ে

Read More »
Little Women (2019)-cinemabaaz.xyz

আপনি দেখতে বসলে নিমিষেই হারিয়ে যাবেন: Little Women

বছর তিনেক আগে আমাকে একজন ভাই প্রশ্ন করেছিলেন, আপনার কাছে ভালো সিনেমা কাকে বলে? জানিনা সদুত্তর দিতে পেরেছিলাম কিনা! তবে বলেছিলাম, আমার কাছে, অডিয়েন্সকে সিনেমার

Read More »
মারা গেছেন ‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ-cinemabaaz.xyz

মারা গেছেন ‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ

মারা গেছেন ‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ চলে গেলেন চাইম ব্যান্ডের জনপ্রিয় কণ্ঠশিল্পী খালিদ। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর গ্রিন রোডের বাসায় বুকে ব্যথা অনুভব করার

Read More »