আমরা সবাই মায়ার জঞ্জালে আবদ্য এক সামাজিক প্রাণী। আমরা সবাই কোনো না কোনো মায়ার মোহে মত্য হয়ে আছি। কেউ ভালোবাসার মানুষের মায়ায় আবদ্ধ, কেউ সন্তানের মায়ায় কেউ বা আবার টাকার মায়াতে আবদ্ধ। দিনশেষে সবাই মায়ার জঞ্জালে বন্দী। এমনই মায়ার জঞ্জালে আবদ্য গল্প উঠে এসেছে ইন্দ্রনীল রায়চৌধুরীর ‘𝗠𝗮𝘆𝗮𝗿 𝗝𝗼𝗻𝗷𝗮𝗹 (2023)’ সিনেমায়।
‘𝗠𝗮𝘆𝗮𝗿 𝗝𝗼𝗻𝗷𝗮𝗹 (2023)’ সালে রিলিজ হওয়া ড্রামা-রোমান্টিক জনরার বাংলাদেশ-পশ্চিমবঙ্গ যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা। ভিউস অ্যান্ড ভিশন এবং ফ্লিপবুকের ব্যানারে নির্মিত সিনেমাটি নির্মাণ করেছেন ‘ইন্দ্রনীল রায়চৌধুরী’।
মানিক বন্দ্যোপাধ্যায়ের বিষাক্ত প্রেম এবং সুবলা নামের দুটো ছোট গল্পের উপর ভিত্তি করে নির্মিত এই সিনেমাটি। চিত্রনাট্য করেছেন নির্মাতা ইন্দ্রনীল এবং সুগতা সিনহা।
চলচ্চিত্রের গল্প আবর্তিত হয়েছে দুটো সম্পর্ক এবং ভালোবাসার গল্প নিয়ে। এক সন্ত্রাসী ছোকরা এবং তার পতিতা প্রেমিকা। যাকে বাংলাদেশ থেকে ভারতে এনে পতিতালয়ে বিক্রি করে দিয়েছিলো তার স্বামী। অন্যদিকে এক ফ্যাক্টরি কর্মী যে কখনো এক চাকরিতে স্থায়ী হতে পারে না৷ কখনো ফ্যাক্টরি ওয়ার্কার, আবার কখনো সিকিউরিটি গার্ড কিংবা কোরিয়ার বয়৷ যেকারণে তার স্ত্রী পরিবারের হাল ধরার জন্য শহরের এক বাড়িতে ঝি এর কাজ নেয়।
তো এই সম্পর্কগুলো কিভাবে টিকে থাকে, সম্পর্কের অতীত এবং বর্তমান কি ; তা নিয়েই সিনেমার গল্প।
মূলত দুটো গল্পকে ফোকাস করা হলেও সিনেমায় দুটো গল্পের ভিতরেই আরও অনেক গল্প বলা হয়েছে। চিত্রনাট্য খুব সুন্দর এবং গোছানো। শুরু থেকে শেষ পর্যন্ত দারুণ এক মায়া কাজ করে সিনেমায়। বিশেষ করে ঋত্বিক চক্রবর্তী, অপি করিম, চন্দ্রায়ী ঘোষ, সোহেল মন্ডল এবং পরাণ বন্দ্যোপাধ্যায় অসাধারণ অভিনয় করেছে। অভিনয় এবং চিত্রনাট্য হচ্ছে এই সিনেমার প্রাণ। সত্যি বলছি শুরু থেকে শেষ পর্যন্ত আমি ডুবে ছিলাম সিনেমার চিত্রনাট্যে। এত দারুণভাবে গুছিয়ে লিখেছে চিত্রনাট্য, অসাধারণ। প্রত্যেকের অভিনয় তো আরও সুন্দর।
ইন্দ্রনীল মুখার্জীর চিত্রগ্রহণ দেখতে সুন্দর। কৌশিক দাসের প্রোডাকশন ডিজাইন ভালো। ব্যাকগ্রাউন্ড মিউজিকও ভালোই ছিলো তারসঙ্গে সাউন্ড ডিজাইন পারফেক্ট।
ফড়িং, ভালোবাসার শহর ; ইন্দ্রনীল রায়চৌধুরীর দুটো পছন্দের কাজ আমার। ‘মায়ার জঞ্জাল’ও আমার পছন্দের সিনেমা হয়ে থাকবে।
সিনেমাটা নিয়ে খুব একটা কথা হয়নি কেন বুঝিনি। যদিও পশ্চিমবঙ্গে সিনেমাটা ভালো চললেও আমাদের দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটা অতটা সাফল্য লাভ করেনি। এই সিনেমাটা আরও সাফল্য পাওয়ার উচিত ছিলো। বর্তমান সময়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আঁতলামো মার্কা সিনেমার মধ্যে এক রত্ন হচ্ছে ‘𝗠𝗮𝘆𝗮𝗿 𝗝𝗼𝗻𝗷𝗮𝗹 (2023)’। সিনেমাটা আমি সবাইকে সাজেস্ট করবো দেখার জন্য। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার এক পিউর সিনেমা
🎬 Movie ⭕ Cinema Paradiso (1988) ইতালির সিসিলি অঞ্চলে ছোট্ট একটি শহর জিয়ানসালদো। শহরের বাসিন্দাদের মাঝে আনন্দের খোরাক একমাত্র সিনেমা হল৷ যেটির প্রজেকশনিস্ট হিসেবে কাজ
🎬 500 Days of Summer (2009)🔰 Genre: Romance, Drama, Comedy🔰 Director: Marc Webb🔰 Actors: Joseph Gordon-Levitt, Zooey Deschanel🔰 Runtime: 1h 35m🔰 Imdb: 7.7 “বছরের অধিকাংশ
✪ Your Name ✪.➤ Original Title: Kimi No Na Wa➤ Release : 2016➤ Gener: Animation, Drama, Romance, Fantasy➤ Country: Japan➤ Director: Makoto Shinkai➤ Studio: Comix