500 Days of Summer (2009) সিনেমা রিভিউ

Share This Post

🎬 500 Days of Summer (2009)
🔰 Genre: Romance, Drama, Comedy
🔰 Director: Marc Webb
🔰 Actors: Joseph Gordon-Levitt, Zooey Deschanel
🔰 Runtime: 1h 35m
🔰 Imdb: 7.7

“বছরের অধিকাংশ দিনই গুরুত্বপূর্ণ নয়। শুধু শুরু হয় আর শেষ হয়, কিন্তু কোন স্মৃতি রেখে যায়না। অধিকাংশ দিনই জীবনের উপর কোন প্রভাব ফেলে যায়না।”
সিনেমার শেষের দিকের কিছু সংলাপ ছিল এমন।

সিনেমার গল্পঃ টম ও সামার নামের এক যুগলের সম্পর্কের ৫০০ দিনের নানা ঘটনা নিয়ে নির্মিত হয়েছে 500 Days Of Summer সিনেমার গল্প। জানুয়ারির ৮ তারিখে বসের নতুন এসিস্ট্যান্ট হিসেবে যোগ দেয় সামার। সেখান থেকেই টমের সাথে পরিচয়৷ টম আর্কিটেকচার বিষয়ে পড়াশোনা করলেও লস এঞ্জেলস এ একটি শুভেচ্ছা কার্ড প্রস্ততকারক কোম্পানিতে কাজ করে। টমের সাথে সামারের পরিচয় থেকে শুরু করে পরবর্তী ৫০০ দিনের বিভিন্ন স্মৃতিবিজড়িত ভাল-মন্দ ঘটনা নিয়েই সিনেমার মূল গল্প৷ যেখানে দেখানো হয়েছে এই যুগলের সম্পর্কের উত্থান/পতন থেকে শুরু করে ছোট ছোট অনেক ঘটনা।

🔴 সিনেমার মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন Joseph Gordon-Levitt, Zooey Deschanel. একদিকে ছেলেমানুষী স্বভাবের টম অন্যদিকে অদ্ভুদ আচরণের সামার। দুজনের অভিনয়ই ছিল খুব উপভোগ্য৷ বিশেষ করে সামার চরিত্রটির অদ্ভুত আচরণকে অনবদ্য ভাবে ফুটিয়ে তুলেছেন Zooey Deschanel.

🔴 সিনেমার সবচেয়ে শক্তিশালী বিষয় হলো এর সংলাপ৷ সংলাপগুলোর গভীরতা সিনেমাটিকে নিয়ে গেছে ভিন্না মাত্রায়। কমেডি সংলাপ গুলো ছিল খুবই সাধারণ। কিন্তু আপনাকে স্বতঃস্ফূর্ত ভাবে হাসাতে সক্ষম।

🔴 এই সিনেমার প্রেজেন্টেশন টা ছিল ভিন্ন রকম। যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। ৫০০ দিনের বিচ্ছিন ঘটনাগুলোকে যেভাবে উপস্থাপন করা হয়েছে সেটা খুব কম সংখ্যক সিনেমাতেই দেখা যায়।

🔴 সিনেমায় সংগীতের উপস্থিতি ছিল বেশ এবং সিচুয়েশন উপযোগী। যার ফলে গল্পের সাথে মিশে যাওয়াটা আরও মিষ্টি হয়েছে।

সবমিলিয়ে দারুণ সময় কেটেছে আমার।
হ্যাপি ওয়াচিং ❤

@সাজ্জাদ সাদমান

More To Explore

The Curious Case Of Benjamin Button (2008)-cinemabaaz.xyz

The Curious Case Of Benjamin Button (2008)

The Curious Case Of Benjamin Button (2008) স্বাভাবিক ভাবে জন্মগ্রহণ করা সৃষ্টিকর্তার অনেক বড় নিয়ামক। একটু ক্ষুদ যদি থাকে তাহলে পেতে হয় আজীবন বেদনা। পেতে

Read More »
Labour of love (2014)-cinemabaaz.xyz

Asha Jaoar Majhe / Labour of love (2014)

যখন নীরবে দূরে, দাঁড়াও এসে, যেখানে পথ বেঁকেছে তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা কে জানে, কি আবেশে দিশাহারা আমিও ছুটে যাই সে গভীরে আমিও ধেয়ে যাই

Read More »
𝗠𝗮𝘆𝗮𝗿 𝗝𝗼𝗻𝗷𝗮𝗹 (2023)-cinemabaaz.xyz

দিনশেষে সবাই মায়ার জঞ্জালে বন্দী-𝗠𝗮𝘆𝗮𝗿 𝗝𝗼𝗻𝗷𝗮𝗹 (2023)

আমরা সবাই মায়ার জঞ্জালে আবদ্য এক সামাজিক প্রাণী। আমরা সবাই কোনো না কোনো মায়ার মোহে মত্য হয়ে আছি। কেউ ভালোবাসার মানুষের মায়ায় আবদ্ধ, কেউ সন্তানের

Read More »
নব্বই দশক নিয়ে আমরা এত স্মৃতিকাতর হয়ে পড়ি কেন-cinemabaaz.xyz

নব্বই দশক নিয়ে আমরা এত স্মৃতিকাতর হয়ে পড়ি কেন?

মারা গেলেন নব্বই দশকের জনপ্রিয় ব্যান্ড চাইমের ভোকাল খালিদ। মাত্র ৫৮ বছর বয়সী এই গায়কের প্রয়াণে মাতম করছে সামাজিক মাধ্যম। শোকে মুহ্যমান মানুষেরা স্মৃতিমেদুর হয়ে

Read More »
Little Women (2019)-cinemabaaz.xyz

আপনি দেখতে বসলে নিমিষেই হারিয়ে যাবেন: Little Women

বছর তিনেক আগে আমাকে একজন ভাই প্রশ্ন করেছিলেন, আপনার কাছে ভালো সিনেমা কাকে বলে? জানিনা সদুত্তর দিতে পেরেছিলাম কিনা! তবে বলেছিলাম, আমার কাছে, অডিয়েন্সকে সিনেমার

Read More »
মারা গেছেন ‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ-cinemabaaz.xyz

মারা গেছেন ‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ

মারা গেছেন ‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ চলে গেলেন চাইম ব্যান্ডের জনপ্রিয় কণ্ঠশিল্পী খালিদ। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর গ্রিন রোডের বাসায় বুকে ব্যথা অনুভব করার

Read More »