500 Days of Summer (2009) সিনেমা রিভিউ

Share This Post

🎬 500 Days of Summer (2009)
🔰 Genre: Romance, Drama, Comedy
🔰 Director: Marc Webb
🔰 Actors: Joseph Gordon-Levitt, Zooey Deschanel
🔰 Runtime: 1h 35m
🔰 Imdb: 7.7

“বছরের অধিকাংশ দিনই গুরুত্বপূর্ণ নয়। শুধু শুরু হয় আর শেষ হয়, কিন্তু কোন স্মৃতি রেখে যায়না। অধিকাংশ দিনই জীবনের উপর কোন প্রভাব ফেলে যায়না।”
সিনেমার শেষের দিকের কিছু সংলাপ ছিল এমন।

সিনেমার গল্পঃ টম ও সামার নামের এক যুগলের সম্পর্কের ৫০০ দিনের নানা ঘটনা নিয়ে নির্মিত হয়েছে 500 Days Of Summer সিনেমার গল্প। জানুয়ারির ৮ তারিখে বসের নতুন এসিস্ট্যান্ট হিসেবে যোগ দেয় সামার। সেখান থেকেই টমের সাথে পরিচয়৷ টম আর্কিটেকচার বিষয়ে পড়াশোনা করলেও লস এঞ্জেলস এ একটি শুভেচ্ছা কার্ড প্রস্ততকারক কোম্পানিতে কাজ করে। টমের সাথে সামারের পরিচয় থেকে শুরু করে পরবর্তী ৫০০ দিনের বিভিন্ন স্মৃতিবিজড়িত ভাল-মন্দ ঘটনা নিয়েই সিনেমার মূল গল্প৷ যেখানে দেখানো হয়েছে এই যুগলের সম্পর্কের উত্থান/পতন থেকে শুরু করে ছোট ছোট অনেক ঘটনা।

🔴 সিনেমার মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন Joseph Gordon-Levitt, Zooey Deschanel. একদিকে ছেলেমানুষী স্বভাবের টম অন্যদিকে অদ্ভুদ আচরণের সামার। দুজনের অভিনয়ই ছিল খুব উপভোগ্য৷ বিশেষ করে সামার চরিত্রটির অদ্ভুত আচরণকে অনবদ্য ভাবে ফুটিয়ে তুলেছেন Zooey Deschanel.

🔴 সিনেমার সবচেয়ে শক্তিশালী বিষয় হলো এর সংলাপ৷ সংলাপগুলোর গভীরতা সিনেমাটিকে নিয়ে গেছে ভিন্না মাত্রায়। কমেডি সংলাপ গুলো ছিল খুবই সাধারণ। কিন্তু আপনাকে স্বতঃস্ফূর্ত ভাবে হাসাতে সক্ষম।

🔴 এই সিনেমার প্রেজেন্টেশন টা ছিল ভিন্ন রকম। যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। ৫০০ দিনের বিচ্ছিন ঘটনাগুলোকে যেভাবে উপস্থাপন করা হয়েছে সেটা খুব কম সংখ্যক সিনেমাতেই দেখা যায়।

🔴 সিনেমায় সংগীতের উপস্থিতি ছিল বেশ এবং সিচুয়েশন উপযোগী। যার ফলে গল্পের সাথে মিশে যাওয়াটা আরও মিষ্টি হয়েছে।

সবমিলিয়ে দারুণ সময় কেটেছে আমার।
হ্যাপি ওয়াচিং ❤

@সাজ্জাদ সাদমান

More To Explore

Defiance (2008) মুভি রিভিউ

🎬 Defiance (2008)🔰 Genre: War, Drama🔰 Director: Edward Zwick🔰 Actors: Daniel Craig, Liev Schreiber, Alexa Davalos, Jamie Bell🔰 Runtime: 2h 17m🔰 IMDB: 7.2 দ্বিতীয় বিশ্বযুদ্ধ

Read More »
Sahaj Paather Gappo (2016)-cinemabaaz.xyz

এই শ্রেণিবৈষম্য, হাসি-কান্না, ভালোবাসা, দায়িত্ববোধ সহ অসংখ্য বিষয় খুব সহজেই আপনাকে শেখাবে এই “সহজ পাঠের গপ্পো”

আমাদের নেমন্তন্ন করবে তো ঠাকুর? তাইলে তখন কেনো কইলো না! মাটির দেয়ালে মাঝের জানালা দিয়ে আকাশপানে তাকিয়ে ছোটুর জিজ্ঞাসা। শৈশবের গল্প। গ্রামবাংলার গল্প। ভালবাসার গল্প।পার্বণের

Read More »

নিখাঁদ স্বাদের একটি মুভি “খাদ”

🎬 মুভিঃ খাদ (এডভেঞ্চার)⭕ পরিচালকঃ কৌশিক গাঙ্গুলি⭕ অভিনয়েঃ পল্লবী চ্যাটার্জি, অর্ধেন্দু ব্যানার্জী, মিমি চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, সাহেব ভট্টাচার্য, কৌশিক গঙ্গোপাধ্যায়, গার্গী রয় চৌধুরী⭕দৈর্ঘ্যঃ ২ ঘন্টা

Read More »

দি আইরিশম্যানের স্কোরস্যাসির সব ক্লাসিকগুলোর ন্যায় হয়ে যাবে চির-উজ্জ্বল হীরক

সিনেমার নেশা ধরার পর থেকে দু’হাজার সাত এর পরে দু’হাজার উনিশের মতো অনন্যসুলভ একটি বছরের সাক্ষী হতে পেরেছি। উভয় বছরই মাস্টারপিস সব ফিল্মে করেছে টইটুম্বুর।

Read More »

Short Review Of All Quentin Tarantino Films in Bengali

হলিউডের অন্যতম সেরা ও প্রভাবশালী ডিরেক্টর কুয়েন্টিন ট্যারেন্টিনো। চলচ্চিত্র তৈরির অদ্বিতীয় শৈলীর ঐশ্বর্যে তিনি সিনেমা ভক্তদের সহজেই আকৃষ্ট ও বিমোহিত করে আসছেন। ট্যারেন্টিনো মূলত সুপরিচিত

Read More »