Bulbbul (2020) সিনেমা রিভিউ

Bulbbul (2020)-cinemabaaz.xyz

Share This Post

🎬 Bulbbul (2020)
🔰 Genre: Horror
🔰 Writer & Director: Anvita Dutt Guptan
🔰 Actors: Tripti Dimri, Avinash Tiwary, Paoli Dam, Rahul Bose, Parambrata Chattopadhy
🔰 Runtime: 1h 34m
🔰 IMDB: 6.7

“তুমি যখন বড় হবে তখন একজন স্বামী ও দেবরের মধ্যে পার্থক্যটা বুঝতে পারবে।”
-বাসর ঘরে বসে শিশু কনে বুলবুল ভুল করে তার স্বামীকে ভাসুর ভেবে সমবয়সী দেবর (যাকে সে তার স্বামী ভেবেছিল) সত্যেয়া/সত্য কোথায় সেটা জানতে চাওয়ার পর স্বামীর উত্তর ছিল এমনই।

বুলবুল সিনেমা কিংবা ইতিহাসের পাতা উল্টোলেই দেখা যায় বয়স্ক পুরুষরা ৮-১০ বছরের শিশু কন্যদের বিয়ে করতো। অসংখ্য বিখ্যাত ব্যক্তিদের ইতিহাস ঘাটলেও একই দৃশ্য দেখা যায়।
এখন ২০২০ সালে এসেও এই মানসিকতার  খুব একটা পরিবর্তন হয়েছে কি!
উত্তর টা হচ্ছে, “না”। এখনো ঢাকঢোল পিটিয়ে অপ্রাপ্তবয়স্ক কন্যা শিশুদের তুলে দেওয়া হচ্ছে বিয়ের পিড়িতে। কাধে চাপিয়ে দেওয়া হচ্ছে সংসার নামক অত্যাচারের বোঝা।
শারীরিক ও মানসিক বিকাশের পূর্বেই তাদের ইচ্ছের কোন তোয়াক্কা না করেই গর্ভধারণের মত ঝুঁকিপূর্ণ বিষয়ে তাদের জড়িয়ে দেওয়া হচ্ছে৷ এই অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে মৃত্যুহার ও নেহাৎ কম নয়।
এছাড়াও  ইভটিজিং,  ধর্ষণ,  খুন নিত্যদিনের ব্যাপার।
সমাজ ও সমাজের পুরুষেরা কি এখনো সচেতন কিংবা দায়িত্ববান হতে পেরেছেন? আমার তা মনে হয়না।
প্রাচীনকাল  থেকে শুরু করে আজকের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায়  নারীদের দেখা হয় ভোগ্যপণ্য হিসেবে কিংবা সন্তান উৎপাদনের যন্ত্র হিসেবে৷
এছাড়া নানা অযুহাতে নারীদের প্রতি সহিংসতা, নির্যাতন এমনকি হত্যা চলছে হরহামেশাই। 
এর শেষ কোথায়!

 সিনেমার গল্পঃ দীর্ঘ পাঁচ বছর পর লন্ডন থেকে পড়াশোনা করে নিজের গ্রামে ফিরে আসে সত্য। যেখানে রেখে  গিয়েছিল তার বড় ভাইয়ের শিশু স্ত্রী (ইতিমধ্যে প্রাপ্তবয়স্কা) বুলবুলকে। দীর্ঘদিন কোন যোগাযোগ নেই৷
এদিকে গ্রামে ফেরার সময় সে জানতে পারে গ্রামে রহস্যজনক মৃত্যু বেড়ে গিয়েছে। আর এগুলো নাকি এক পেত্নী/ ভূতের কাজ।
গ্রামে ফিরে  এই মৃত্যু রহস্যের খোঁজে বেড়িয়ে পরে সত্য।

⭕ চিত্রনাট্য ও পরিচালনাঃ খুব জটিল কোন চিত্রনাট্য না হলেও আমার কাছে মন্দ লাগেনি।  তবে  নারীর প্রতি সহিংসতা ও এর সাথের আনুষাঙ্গিক বিষিয়গুলোর উপস্থাপন ভালই লেগেছে। পাশাপাশি এই গল্পকে সুন্দরভাবে উপস্থাপন করাটাও জরুরি ছিল। যেটা পরিচালক ভালই পেরেছেন বলে আমার মত৷

⭕ অভিনয়ঃ অভিনয়ের দিক থেকে দুটি প্রধান নারী চরিত্রই এগিয়ে। তৃপ্তি ও পাওলি। তারা দুজন ই ছিলেন সিনেমার মূল কী ফ্যাক্টর। বুলবুল চরিত্রে তৃপ্তির অভিনয় ছিল যেমনি মায়াবী আর দুর্দান্ত তেমনি বিনোদিনি চরিত্রটিকে চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন পাওলি দাম।
এছাড়া সত্য চরিত্রে অভিনাষ ও ডাক্তার চরিত্রে পরমব্রত ও ছিল ভালই।

⭕ আবহ সংগীতঃ হরর ফিল্ম হিসেবে ততটা হরর ফিল আমি পাইনি আবহ সংগীতে৷ যতটা পেয়েছি বিষাদের/বেদনার হিসেবে। চিত্রনাট্যের সাথে আবহ সংগীত ভাল লাগলেও হরর ফিল্ম হিসেবে কমতি ছিল বলেই আমার মত।

⭕ কালার ও সিনেমাটোগ্রাফিঃ রাতের দৃশ্যের লালচে রঙ টা অতিরিক্ত লেগেছে। এভাবে না হয়ে আরেকটু কম হলে বেশী ভালো লাগতো। তবে দিনের বেলার দৃশ্যায়ন গুলো ছিল চমৎকার। 

সবমিলিয়ে ভালো মুভি।
সবশেষে বলতে চাই, আসুন নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ করি ও প্রতিরোধ গড়ে তুলি।
নিজে সচেতন হই, অন্যকেও সচেতন হতে উদ্বুদ্ধ করি।

ধন্যবাদ।
হ্যাপি ওয়াচিং 🙂

© Sazzad Sadman

ট্রেইলারঃ

More To Explore

The Curious Case Of Benjamin Button (2008)-cinemabaaz.xyz

The Curious Case Of Benjamin Button (2008)

The Curious Case Of Benjamin Button (2008) স্বাভাবিক ভাবে জন্মগ্রহণ করা সৃষ্টিকর্তার অনেক বড় নিয়ামক। একটু ক্ষুদ যদি থাকে তাহলে পেতে হয় আজীবন বেদনা। পেতে

Read More »
Labour of love (2014)-cinemabaaz.xyz

Asha Jaoar Majhe / Labour of love (2014)

যখন নীরবে দূরে, দাঁড়াও এসে, যেখানে পথ বেঁকেছে তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা কে জানে, কি আবেশে দিশাহারা আমিও ছুটে যাই সে গভীরে আমিও ধেয়ে যাই

Read More »
𝗠𝗮𝘆𝗮𝗿 𝗝𝗼𝗻𝗷𝗮𝗹 (2023)-cinemabaaz.xyz

দিনশেষে সবাই মায়ার জঞ্জালে বন্দী-𝗠𝗮𝘆𝗮𝗿 𝗝𝗼𝗻𝗷𝗮𝗹 (2023)

আমরা সবাই মায়ার জঞ্জালে আবদ্য এক সামাজিক প্রাণী। আমরা সবাই কোনো না কোনো মায়ার মোহে মত্য হয়ে আছি। কেউ ভালোবাসার মানুষের মায়ায় আবদ্ধ, কেউ সন্তানের

Read More »
নব্বই দশক নিয়ে আমরা এত স্মৃতিকাতর হয়ে পড়ি কেন-cinemabaaz.xyz

নব্বই দশক নিয়ে আমরা এত স্মৃতিকাতর হয়ে পড়ি কেন?

মারা গেলেন নব্বই দশকের জনপ্রিয় ব্যান্ড চাইমের ভোকাল খালিদ। মাত্র ৫৮ বছর বয়সী এই গায়কের প্রয়াণে মাতম করছে সামাজিক মাধ্যম। শোকে মুহ্যমান মানুষেরা স্মৃতিমেদুর হয়ে

Read More »
Little Women (2019)-cinemabaaz.xyz

আপনি দেখতে বসলে নিমিষেই হারিয়ে যাবেন: Little Women

বছর তিনেক আগে আমাকে একজন ভাই প্রশ্ন করেছিলেন, আপনার কাছে ভালো সিনেমা কাকে বলে? জানিনা সদুত্তর দিতে পেরেছিলাম কিনা! তবে বলেছিলাম, আমার কাছে, অডিয়েন্সকে সিনেমার

Read More »
মারা গেছেন ‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ-cinemabaaz.xyz

মারা গেছেন ‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ

মারা গেছেন ‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ চলে গেলেন চাইম ব্যান্ডের জনপ্রিয় কণ্ঠশিল্পী খালিদ। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর গ্রিন রোডের বাসায় বুকে ব্যথা অনুভব করার

Read More »