Defiance (2008) মুভি রিভিউ

Share This Post

🎬 Defiance (2008)
🔰 Genre: War, Drama
🔰 Director: Edward Zwick
🔰 Actors: Daniel Craig, Liev Schreiber, Alexa Davalos, Jamie Bell
🔰 Runtime: 2h 17m
🔰 IMDB: 7.2

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ইহুদিদের উপর হিটলারের নাৎসি বাহিনীর নারকীয়তা সম্পর্কে কম বেশী সকলেরই জানা আছে। আবার অনেকেই আছে এই বিষয়টা না জেনেই ইহুদি হত্যা করার জন্য হিটলারকে সমর্থন করেন৷ অনেককে হিটলারকে সমর্থন করে একটা কমন বাক্য বলতে দেখা যায়। সেটা হলো, “পৃথিবীর মানুষ একদিন বুঝবে আমি কেন ইহুদিদের হত্যা করেছি।”
আসলে এটা অনেকেই পজিটিভ ভাবে নিয়ে হিটলারের ইহুদি হত্যার সিদ্ধান্তের প্রতি সমর্থন জানায়। কেননা নিকট অতীতে ইহুদিদের বর্তমান আবাসস্থল ইসরায়েল ফিলিস্তিনের উপর যে হামলা চালিয়েছে সেটির জন্য।
তবে ফিলিস্তিনের উপর ইসরায়েলের আক্রমণ যতটা ঘৃণ্য ও নারকীয়, ঠিক ততটাই (ক্ষেত্রবিশেষে এর চেয়ে বেশী) ঘৃণ্য ছিল হিটলার কর্তৃক ইহুদি নিধনের নারকীয় কর্মকাণ্ড। 
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমাটি তার একটি প্রকৃষ্ট উদাহরণ। 

 সিনেমার গল্পঃ 1941 সালে, নাৎসি সৈন্যরা বেলারুশ দখলের পর পূর্ব ইউরোপীয় ইহুদিদের নৃশংস ভাবে হত্যা করছে।  তিন ভাই টুভিয়া (ড্যানিয়েল ক্রেইগ), জুস (লাইভ শ্রেইবার) এবং আসায়েল (জেমি বেল) বাল্যকালে তারা যে বনে খেলা করেছিল সেখানে পালিয়ে গিয়ে আশ্রয় নেয়।  পরবর্তীতে একে একে অন্য অনেকেই সেখানে আশ্রয় নেয়৷ তারা সেখানে একটি ক্যাম্প গড়ে তুলে। নানা প্রতিকূলতা ও বেশ কিছু যুদ্ধের মাধ্যমে তাড়া লড়াই চালিয়ে যায় প্রায় দীর্ঘ ৩ বছর।
অবশেষে তারা কতজনকে বাঁচাতে পেরেছিল এবং কিভাবে তা জানতে হলে মুভিটি দেখুন।

⭕ পরিচালনাঃ পরিচালনায় ছিলেন The Blood Diamond ও The Last Samurai এর পরিচালক Edward Zwick. তার মেধা ও পরিচালনা নিয়ে কারো প্রশ্ন থাকার কথা নয়৷ অন্য সিনেমাগুলোর মতই এই সিনেমাটিতেও তার কাজের ছাপ স্পষ্ট। 

⭕ অভিনয়ঃ প্রধান চরিত্রে ছিলেন জেমস বন্ড খ্যাত অভিনেতা Daniel Craig. তার প্লে করা টুভিয়া চরিত্রটি ছিল দারুণ।  এছাড়াও অন্যান্য চরিত্রগুলোতে অসাধারণ অভিনয় করেছেন Liev Schreiber, Alexa Davalos, Jamie Bell.

⭕ সিনেমাটোগ্রাফিঃ যুদ্ধ ও ঐতিহাসিক সিনেমাগুলোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সিনেমাটোগ্রাফি৷ এই সিনেমার সিংহভাগই চিত্রায়ণ করা হয়েছে বনের ভেতর৷ এছাড়া শীতকালের বরফ আচ্ছাদিত বন কিংবা গ্রীষ্মের প্রতিচ্ছবি খুব সুন্দর ভাবে পর্দায় উপস্থাপন করা হয়েছে।

সব মিলিয়ে দারুণ একটি সিনেমা। নিঃসন্দেহে ভাল লাগবে৷

হ্যাপি ওয়াচিং 🙂

More To Explore

The Curious Case Of Benjamin Button (2008)-cinemabaaz.xyz

The Curious Case Of Benjamin Button (2008)

The Curious Case Of Benjamin Button (2008) স্বাভাবিক ভাবে জন্মগ্রহণ করা সৃষ্টিকর্তার অনেক বড় নিয়ামক। একটু ক্ষুদ যদি থাকে তাহলে পেতে হয় আজীবন বেদনা। পেতে

Read More »
Labour of love (2014)-cinemabaaz.xyz

Asha Jaoar Majhe / Labour of love (2014)

যখন নীরবে দূরে, দাঁড়াও এসে, যেখানে পথ বেঁকেছে তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা কে জানে, কি আবেশে দিশাহারা আমিও ছুটে যাই সে গভীরে আমিও ধেয়ে যাই

Read More »
𝗠𝗮𝘆𝗮𝗿 𝗝𝗼𝗻𝗷𝗮𝗹 (2023)-cinemabaaz.xyz

দিনশেষে সবাই মায়ার জঞ্জালে বন্দী-𝗠𝗮𝘆𝗮𝗿 𝗝𝗼𝗻𝗷𝗮𝗹 (2023)

আমরা সবাই মায়ার জঞ্জালে আবদ্য এক সামাজিক প্রাণী। আমরা সবাই কোনো না কোনো মায়ার মোহে মত্য হয়ে আছি। কেউ ভালোবাসার মানুষের মায়ায় আবদ্ধ, কেউ সন্তানের

Read More »
নব্বই দশক নিয়ে আমরা এত স্মৃতিকাতর হয়ে পড়ি কেন-cinemabaaz.xyz

নব্বই দশক নিয়ে আমরা এত স্মৃতিকাতর হয়ে পড়ি কেন?

মারা গেলেন নব্বই দশকের জনপ্রিয় ব্যান্ড চাইমের ভোকাল খালিদ। মাত্র ৫৮ বছর বয়সী এই গায়কের প্রয়াণে মাতম করছে সামাজিক মাধ্যম। শোকে মুহ্যমান মানুষেরা স্মৃতিমেদুর হয়ে

Read More »
Little Women (2019)-cinemabaaz.xyz

আপনি দেখতে বসলে নিমিষেই হারিয়ে যাবেন: Little Women

বছর তিনেক আগে আমাকে একজন ভাই প্রশ্ন করেছিলেন, আপনার কাছে ভালো সিনেমা কাকে বলে? জানিনা সদুত্তর দিতে পেরেছিলাম কিনা! তবে বলেছিলাম, আমার কাছে, অডিয়েন্সকে সিনেমার

Read More »
মারা গেছেন ‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ-cinemabaaz.xyz

মারা গেছেন ‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ

মারা গেছেন ‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ চলে গেলেন চাইম ব্যান্ডের জনপ্রিয় কণ্ঠশিল্পী খালিদ। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর গ্রিন রোডের বাসায় বুকে ব্যথা অনুভব করার

Read More »