Defiance (2008) মুভি রিভিউ

Share This Post

🎬 Defiance (2008)
🔰 Genre: War, Drama
🔰 Director: Edward Zwick
🔰 Actors: Daniel Craig, Liev Schreiber, Alexa Davalos, Jamie Bell
🔰 Runtime: 2h 17m
🔰 IMDB: 7.2




দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ইহুদিদের উপর হিটলারের নাৎসি বাহিনীর নারকীয়তা সম্পর্কে কম বেশী সকলেরই জানা আছে। আবার অনেকেই আছে এই বিষয়টা না জেনেই ইহুদি হত্যা করার জন্য হিটলারকে সমর্থন করেন৷ অনেককে হিটলারকে সমর্থন করে একটা কমন বাক্য বলতে দেখা যায়। সেটা হলো, “পৃথিবীর মানুষ একদিন বুঝবে আমি কেন ইহুদিদের হত্যা করেছি।”
আসলে এটা অনেকেই পজিটিভ ভাবে নিয়ে হিটলারের ইহুদি হত্যার সিদ্ধান্তের প্রতি সমর্থন জানায়। কেননা নিকট অতীতে ইহুদিদের বর্তমান আবাসস্থল ইসরায়েল ফিলিস্তিনের উপর যে হামলা চালিয়েছে সেটির জন্য।
তবে ফিলিস্তিনের উপর ইসরায়েলের আক্রমণ যতটা ঘৃণ্য ও নারকীয়, ঠিক ততটাই (ক্ষেত্রবিশেষে এর চেয়ে বেশী) ঘৃণ্য ছিল হিটলার কর্তৃক ইহুদি নিধনের নারকীয় কর্মকাণ্ড।
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত Defiance (2008) সিনেমাটি তার একটি প্রকৃষ্ট উদাহরণ।



🔴 Defiance (2008) সিনেমার গল্পঃ 1941 সালে, নাৎসি সৈন্যরা বেলারুশ দখলের পর পূর্ব ইউরোপীয় ইহুদিদের নৃশংস ভাবে হত্যা করছে। তিন ভাই টুভিয়া (ড্যানিয়েল ক্রেইগ), জুস (লাইভ শ্রেইবার) এবং আসায়েল (জেমি বেল) বাল্যকালে তারা যে বনে খেলা করেছিল সেখানে পালিয়ে গিয়ে আশ্রয় নেয়। পরবর্তীতে একে একে অন্য অনেকেই সেখানে আশ্রয় নেয়৷ তারা সেখানে একটি ক্যাম্প গড়ে তুলে। নানা প্রতিকূলতা ও বেশ কিছু যুদ্ধের মাধ্যমে তাড়া লড়াই চালিয়ে যায় প্রায় দীর্ঘ ৩ বছর।
অবশেষে তারা কতজনকে বাঁচাতে পেরেছিল এবং কিভাবে তা জানতে হলে মুভিটি দেখুন।

⭕ পরিচালনাঃ পরিচালনায় ছিলেন The Blood Diamond ও The Last Samurai এর পরিচালক Edward Zwick. তার মেধা ও পরিচালনা নিয়ে কারো প্রশ্ন থাকার কথা নয়৷ অন্য সিনেমাগুলোর মতই Defiance (2008) সিনেমাটিতেও তার কাজের ছাপ স্পষ্ট।

⭕ অভিনয়ঃ প্রধান চরিত্রে ছিলেন জেমস বন্ড খ্যাত অভিনেতা Daniel Craig. তার প্লে করা টুভিয়া চরিত্রটি ছিল দারুণ। এছাড়াও অন্যান্য চরিত্রগুলোতে অসাধারণ অভিনয় করেছেন Liev Schreiber, Alexa Davalos, Jamie Bell.

⭕ সিনেমাটোগ্রাফিঃ যুদ্ধ ও ঐতিহাসিক সিনেমাগুলোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সিনেমাটোগ্রাফি৷ Defiance (2008) সিনেমার সিংহভাগই চিত্রায়ণ করা হয়েছে বনের ভেতর৷ এছাড়া শীতকালের বরফ আচ্ছাদিত বন কিংবা গ্রীষ্মের প্রতিচ্ছবি খুব সুন্দর ভাবে পর্দায় উপস্থাপন করা হয়েছে।



সব মিলিয়ে দারুণ একটি সিনেমা। নিঃসন্দেহে ভাল লাগবে৷

হ্যাপি ওয়াচিং 🙂

লিখেছেনঃ সাজ্জাদ সাদমান 

DOWNLOAD LINK

More To Explore

রাম প্রসাদ কি তেহরভি সিনেমা রিভিউ: অসাধারণ অভিনয় ও চিত্রনাট্যের সংমিশ্রণে এক টুকরো জীবনের গল্প।

মুভি ইনফোঃ Name:Ramprasad Ki Tehrvi (2021) IMDB: 7.8Rotten Tomatoes: 86%Genre: Comedy, Drama, FamilyActors: Naseeruddin Shah, Vikrant Massey, Konkona Sen Sharma, Parambrata Chatterjee, Vinay Pathak, Supriya

Read More »

ফেদেরিকোর এই অসাধারণ চলচ্চিত্র নামক কল্পনা জগৎ চোখের সামনে দিয়ে বহে যায় কোনো ইন্দ্রজালের মতো, তারই মাঝে সুযোগ দেয় ঢের বাহবা দেওয়ার।

Movie Info: Film’s Name: 8½ (Otto e mezzo)Directed By: Fedrico FelliniCountry: Italy Release Year: 1963Genre: Surreal, Drama, Comedy Rotten Tomatoes: 98% মুভিটিতে দেখা মিলে সফলতার

Read More »

ব্রেকিং ব্যাড এমন একটি সিরিজ যার প্রতিটি পরতে পরতে আপনি নিজেকে এবং আপনার পারিপার্শ্বিক অবস্থা অনুভব করতে পারবেন

🎬 Breaking Bad TV Series (2008–2013)🔰 Country: USA🔰 Creator: Vince Gilligan🔰 Genre: Crime, Drama, Family, Thriller🔰 Actors: Bryan Cranston, Aaron Paul, Anna Gunn🔰 Award: Golden

Read More »