1917 (2019)
আসলে যুদ্ধ নিয়ে অনেক মুভি দেখা হয়েছে। এদের মধ্যে ২য় বিশ্ব যুদ্ধ নিয়ে দেখা মুভির সংখ্যাই বেশি। এর মাঝে ভালোলাগার মুভির নাম বলতে শুরু করলে এখন শেষ হবে না। তবে ১ম বিশ্ব যুদ্ধ নিয়ে মুভি তেমন একটা দেখা হয়নি। তাই অনেক দিন পর দেখলাম একটা মুভি। এক কথায় অনবদ্য ছিলো।


আমার ভালোলাগার মুভিগুলোর নামের তালিকাতে আরোও একটি মুভি যুক্ত হলো।
কাহিনী নিয়ে যদি একটু বলি, খুবই সিম্পল একটা কাহিনী। এত সিম্পল একটা কাহিনীকে এত সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব!! জার্মানরা চাচ্ছে নির্দিষ্ট একটা জায়গাতে আমেরিকানরা আক্রমণ করুক। আসলে ওটা ছিলো একটা ট্রেপ। যদি আমেরিকানরা আক্রমণ করে তাহলে ১৬০০ আমেরিকান সৈন্য একবারে মারা যাবে। এখন তারা যেনো আক্রমণ না করে এই সংবাদটুকু নিয়ে যেতে হবে সেই ক্যাম্পে। সেই জন্যে দুইজনকে সিলেক্ট করা হয়।


কিন্তু কথা হলো এই দুইজনকে যেতে হবে শত্রুর সীমানার উপর দিয়ে। নিশ্চয়ই ব্যাপারটা এত সহজ নয়। তারপর এদের দুজনকে ঘিরেই আবর্তিত হয়েছে পুরো কাহিনী। তাহলে কি হতে যাচ্ছে? তারা কি পারবে খবর বয়ে নিয়ে যেতে? পারবে ১৬০০ আমেরিকান সৈন্যর প্রাণ বাঁচাতে?
এসবের উত্তর জানতে হলে আপনাকে দেখতে হবে মুভিটি। শুধু এতটুকু বলবো পুরো সময়টা জুড়ে আপনি মনযোগ ফেরাতে পারবেন না।
লিখেছেনেঃ Anik Chandra Mondal
মুভিটির ডাউনলোড লিংক নিচে দেওয়া আছে। চাইলে দেখে নিতে পারেন অসাধারণ মুভিটি।
অন্যান্য মুভির জন্য ভিজিট করুন এই লিংকে।