3:10 to Yuma (2007)
কিছু মুভি আছে যেগুলো দেখার পর আপনি হতভম্ভ হয়ে থাকবেন। যেখানে আপনি ভাল/মন্দ চরিত্রগুলো খুঁজতে যাবেন না। শুধু ভাববেন মুভিটা কি ছিল! ❤❤❤ তেমনি একটি মুভি 3:10 to Yuma (2007)
আর এমন মুভিতে যদি রাসেল ক্রো আর ক্রিশ্চিয়ান বেল একসাথে থাকে তাহলে তো কথাই নেই।
এমনি একটি অসাধারণ মুভি 3:10 to Yuma.
এটি একটি মডার্ণ ওয়েস্টার্ন মুভি৷
যেখানে গল্পটা শুরু হয় ড্যানের (ক্রিশ্চিয়ান বেল) ছোট্ট বাড়ি থেকে। যেখানে তার পাওনাদাররা তার ঘোড়ার আস্তাবলে আগুন লাগিয়ে দেয়। কেননা এই মুহূর্তে তার কাছে পরিশোধ করার মত অর্থ নেই।
অন্যদিকে দস্যু দলপতি বেন ওয়েড(রাসেল ক্রো)। সাধারণ ভাবেই তার কাজ ধনরাশি লুট ও হত্যা করা।
২ টি প্রধান চরিত্র সম্পূর্ণ ভিন্ন।
একদিকে গরীব, সৎ, রক্ষণশীল ড্যান। অন্যদিকে সাহসী, শিল্পী, আত্মবিশ্বাসী বেন।
একসময় বেন কাউন্টি শেরিফের হাতে ধরা পরে। তাকে পাঠানো হবে Yuma র একটি জেলে। যেটা ছাড়বে ৩ঃ১০ মিনিটে।
তাকে জেলে পোঁছানোর জন্য স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দেয় ড্যান৷ কেননা এর জন্য সে বেশ মোটা অংকের অর্থ পাবে।
বাকিটা জানার জন্য অবশ্যই মুভিটি দেখুন।
অসাধারণ চিত্রনাট্য, সিনেমাটোগ্রাফি, ডায়লগ ইত্যাদি। মন ভরে যায় এমন মুভি দেখলে। ❤❤❤
যারা দেখেননি জলদি দেখে ফেলুন।
হ্যাপি ওয়াচিং ☺☺☺
মুভিটির ডাউনলোড লিংক নিচে দেওয়া আছে। চাইলে দেখে নিতে পারেন অসাধারণ মুভিটি।
অন্যান্য মুভির জন্য ভিজিট করুন এই লিংকে।