Backstreet Rookie (2020)

Jung Saet Byul is a 22-year-old four-dimensional girl with amazing fighting skills who loves her friends, family, and retro fashion. She has the boys lined up but only has one person who keeps her distracted, Choi Dae Hyun. He became imprinted on her as an unforgettable person after a cigarette errand three years ago. Three years later, Jung Saet Byul meets Choi Dae Hyun again at his convenience store that he now manages and becomes a part-time worker. Here, Saet Byul and Dae Hyun's love story begins as they heal the wounds of the heart, gain love, and become adults dreaming of the future. Their stories unfold into a pleasant comedy within the familiar sensibility of a convenience store.

7.4

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin

Movie

A former troublemaker applies for a job at a convenience store owned by the same man who ran errands for her a few years ago.

Backstreet Rookie : Season 1 Complete WEB-DL HEVC 720p .rar Batch

 

Backstreet Rookie রিভিউ

 

Choi Dae-Hyun (Ji Chang-Wook) একজন নিরীহ গোছের লোক, যার স্বপ্ন একটা ছোটখাটো কনভেনিয়েন্স স্টোর চালানো। সে নরমসরম হওয়ায় আশেপাশের সকলে তার কাছ থেকে বিভিন্ন সুযোগ আদায় করার চেষ্টায় থাকে – এমন কি হাইস্কুল ছাত্রীরাও! হাইস্কুল ছাত্রীদের মধ্যে একজন ছিল আমাদের নায়িকা Jung Saet Byul (Kim Yoo Jung)। সে মুখের ভাষার চেয়ে মারামারিতে বিশ্বাসী, চঞ্চল ডানপিটে ধরণের। সেই স্যেত-বিয়ুল আর তার বান্ধবীরা হঠাৎ একদিন Dae-Hyun কে কায়দামত পেয়ে তাকে ধরলো তাদের জন্য সিগারেট কিনে দিতে। সেখানকার কাহিনী বেশিদূর গড়ালো না অবশ্য।
কিন্তু তিন বছর পর যখন Dae-Hyun তার নিজের স্বপ্নের কনভেনিয়েন্স স্টোর খুলে বসেছে আর সেটার জন্য পার্ট-টাইম একজন কর্মী খুঁজছে তখন তাতে ইন্টারভিউ দেয়ার জন্য এলো সেই Saet-Byul। মূলত হৃদয়ের টানে এসেছে সে, তিন বছর আগের সেই মুখটি কখনো মন থেকে সরে নি তার। কিন্তু Dae-Hyun তাকে চিনতে পারে না। Saet-Byul বদ্ধপরিকর নিজের মনের মানুষকে নিজের করে পাওয়ার জন্য, যদিও সেই পথে রয়েছে অনেক বাঁধা।
সবারই মনে হয় খেয়াল আছে প্রথম এপিসোডের পর কি কন্ট্রোভার্সিটাই না শুরু করেছিলো কে-নেটিজেনরা! ভাবলেই হাসি পায়, অনেক দিক দিয়েই কোরিয়ান নেটিজেনদের বড় একটা অংশ ড্রামার ব্যাপারে হিপোক্রিসি শো করে – এই ড্রামাটা সেই একই জিনিসের শিকার ছিল। আর এই কাণ্ডগুলোর জন্যই সম্ভবত ড্রামাতে কয়েকটা জিনিস মন মতো এক্সিকিউট করা সম্ভব হয় নি, যারা শেষ করেছেন তারা বুঝতে পারবেন কোন ঘটনাগুলোর কথা বলছি।
যা হোক, আমি ব্যক্তিগতভাবে এতো এনজয় করছিলাম এই ড্রামাটা প্রথম এপিসোড থেকেই! Ji Chang-Wook এর স্কুলগার্ল ফ্যানগুলোর রিয়্যাকশন, তার সাথে সেলফি তুলতে চাওয়া দারুণ কিউট লাগছিলো আমার (এমন দোকানদার থাকলে অবশ্য আমরাও আর দোকান ছাড়তাম না)।
মনে আছে এটার দ্বিতীয় এপিসোডে (বিশেষত), পরে আরো বহু জায়গায় এত পরিমাণ হেসেছিলাম, সত্যি বলতে “Laughter In Waikiki” প্রথম চার এপিসোড দেখেও এতো হাসি নাই (নোটঃ ভালো না লাগায় LIW আর কন্টিনিউ করিনি)।
সবচেয়ে বেশি প্রিয় অংশের মধ্যে ছিল দারুণ কিছু রেফারেন্স – “Pulp Fiction” মুভির সেই জগদ্বিখ্যাত ডান্স যেটায় Ji Chang Wook আর Kim Yoo Jung দু’জনেরই লুক হাঁ হয়ে দেখার মতো। আমি হিউজ রকমের “পাল্প ফিকশন” ফ্যান আর নিজের ভালো লাগা ড্রামায় এই রেফারেন্স আসার পর একদম ফিদা হয়ে গেছিলাম। অসম্ভব সারপ্রাইজিং একটা অংশ ছিল কুইন এর গানটা যখন বাজানো হয়। Kudos to the music director
ভালো ড্রামার গুরুত্বপূর্ণ দিক ভালো ক্যারেকটার ডেভেলপমেন্ট। শুধুমাত্র নায়ক-নায়িকা নির্ভর না হয়ে প্রতিটা চরিত্রে আলাদা মনোযোগ দেয়া আর আলাদাভাবে সবার প্রতি দর্শকদের আগ্রহ জাগাতে পারা অনেক বড় কিছু। এই ড্রামায় আমার প্রিয় চরিত্রের অভাব নেই। প্রধান দু’জনের কথা না বললেও চলে – যদিও বা এই ড্রামায় দু’জনেরই লুক অন্য সময়ের চেয়েও অনেক বেশি চমৎকার লেগেছে। স্যেত-বিয়ুল এর বান্ধবীদের দেখে মনে হচ্ছিল জীবনে এমন বন্ধু-বান্ধব থাকলে আর কি লাগে! তার বোনটির উপর প্রথমদিকে মেজাজ খারাপ হলেও শেষে এসে তার ম্যাচুরিটিটা প্রশংসনীয়।
Choi Dae-Hyun এর পরিবারটা.. আমি জানি না মানহোয়ার সাথে ড্রামার পুরোপুরি মিল রাখা হয়েছে কি না, কারণ অনেক কন্ট্রোভার্সি হওয়ায় বদল হয়ে থাকতে পারে অনেক কিছু – কিন্তু এই ড্রামাটাকে শুধু রম-কম ভাবলে ভুল করবেন। কাহিনী মাঝে অনেক বেশি ইনটেন্স হয়েছিল। Choi Dae-hyun ও তার গার্লফ্রেন্ডের সম্পর্ক থেকে শুরু করে তার পারিবারিক সমস্যা সবকিছু নিয়ে মাঝখানে একটা ট্র্যাজিক অবস্থা ছিল – আমি তব্দা খেয়ে ভাবছিলাম হায় হায় এই ড্রামায় এত দুঃখ থাকবে কে জানত। সত্যি বলতে একটা দৃশ্যে কান্নাও করেছি!
সেকেন্ড লীড সিনড্রোম হতে হতেও হয় নি, এটা আরেকটা ভালো দিক এই ড্রামার যে সেকেন্ড লীড ফার্স্ট লীড কাহিনী চিউয়িং গামের মতো বিরক্তিকরভাবে টেনে বেশি ঝামেলা পাকানো হয় নি। শেষ পর্যন্ত সবকিছু খুব সন্তোষজনক আর স্বস্তিদায়ক ছিল। একটা দারুণ সাইড কাপল ছিল, যেটার কথা বলা যাচ্ছে না বড়সড় স্পয়লার হবার ভয়ে!
এতো রামায়ণ মহাভারত লিখে আসলে এটা বলতে চাইলাম যে ড্রামাটা দেখতে না চাইলে দেখবেন না, কিন্তু না দেখে হেইট করবেন না কেউ। Ji Chang Wook কি স্ক্রিপ্ট না পড়েই ড্রামা হাতে নেয় নাকি, এটা কোনো ড্রামা হলো ইত্যাদি ইত্যাদি কিছু কথা শোনা গিয়েছে। একটু কড়াভাবেই বলি – Ji-Chang Wook গতকাল অভিনয় জগতে ঢোকে নি, এবং তার ড্রামার সেন্স অবশ্যই আপনার আমার চেয়ে কমসেকম দশগুণ বেশি, তাই কোনো অভিনেতার দিকে অকারণ বিদ্বেষ না দেখানোই ভালো।
আর ড্রামার ব্যাপারে – ভারী ভারী দুই চারটা এপিসোড বাদ দিয়েই না হয় ধরলাম, হ্যাঁ এটা হালকা ড্রামা। হালকা ড্রামা মানে কিন্তু বাজে ড্রামা নয়। সবসময় ভারী জিনিস দেখার মুড থাকে না সকলের। আমার ব্যক্তিগত পছন্দের জন্রা থ্রিলার, কিন্তু সারাবছর দেখতে দেখতে একসময় ইচ্ছা করে একদম লাইট কিছু দেখি, কোনো রোমাঞ্চ না। তখন এই ড্রামাগুলোই দরকার। অনেকের পছন্দের জন্রা লাইট রমকম, তাদের জন্য অবশ্যই রেকমেন্ডেড। খুবই রিফ্রেশিং একটা ড্রামা ছিল

লিখেছেনঃ Ummey Sharika

 

Backstreet Rookie : Season 1 Complete WEB-DL HEVC 720p .rar Batch ডাউনলোড লিংক নিচে দেওয়া আছে।

অন্যান্য মুভির জন্য ভিজিট করুন এই লিংকে।  

Backstreet Rookie (2020) cinemabaaz.xyz

Country: Korean

Genre: , ,

Director: Myoungwoo Lee

Writter: Son Geun-joo

Actors: Yoo-Jeong Kim, Ji Chang-Wook, Sun Hwa Han

Duration: 1h

العربيةবাংলা简体中文NederlandsEnglishFilipinoFrançaisDeutschहिन्दीItaliano한국어Bahasa MelayuPortuguêsРусскийEspañol