Bard of Blood
৭ পর্বের Bard Of Blood এর প্রথম সিজন। ব্যক্তিগত ভাবে হাশমি সাহেব বলিউডের অন্যতম পছন্দের অভিনেতা হওয়ায় আগ্রহ ছিল খুব। তাই আজই দেখে ফেললাম।
কাহিনি সংক্ষেপঃ কবির আনন্দ( ইমরান হাশমি) একজন RAW এজেন্ট। যাকে বেলুচিস্তানে একটি খুনের তদন্তের জন্য পাঠানো হয়। সাথে থাকে তার ভাইয়ের মত প্রিয় বন্ধু বিক্রম।
কিন্তু ট্রাপে পরে বন্ধুকে হারায় সে।
এরপর কেটে যায় প্রায় ৫ বছর। হঠাৎ একদিন বেলুচিস্তানে ভারতীয় কিছু এজেন্ট সাইবার ক্যাফের মাধ্যমে একটা ফাইল পাঠাতে গিয়ে আটক হয় ৪ এজেন্ট৷
বেলুচিস্তানে বন্দী হওয়া চার RAW এজেন্টকে উদ্ধার করতে বিশ্লেষক ঈশা ও আরেক স্লিপার এজেন্ট বীর সিংহের সাথে এক্সকোমুনিক্যাডো RAW এজেন্ট কবির আনন্দ ফিরে আসে বেলুচিস্তান৷
এখান থেকেই শুরু হয় আসল গল্প।
জানতে হলে বাকিটা দেখুন।
প্রায় সব কিছুই ভাল ছিল।
তবে কেন জানি কিছু যায়গায় একটু খাপছাড়া লেগেছে আমার কাছে। একটা সিরজ দেখলে যেমন টানটান উত্তেজনা থাকার কথা ঠিক ততটা লাগেনি। বাকি সব ঠিকই ছিল।
সময় নষ্ট হবেনা এটা বলা যায়।
তবুও সবার পছন্দ তো এক নয়!
যারা দেখার অপেক্ষায় ছিলেন দেখে নিতে পারেন।
শেষের টুইস্ট টা দারুন ছিল।
আশা করি ২য় সিজন আসবে। কেননা মামলা শেষ হয়নি! 😁
হ্যাপি ওয়াচিং ☺☺☺
ডাউনলোড লিংক নিচে দেওয়া আছে।
অন্যান্য মুভির জন্য ভিজিট করুন এই লিংকে।