Colonia (2015)
চিলির গোপন কোথাও Colonia Dignidadad নামে একটি গোপন কলোনি যেখানে কেউ একবার প্রবেশ করলে আর বের হতে পারেনা৷ এই কলোনির ভেতরে কারা থাকে, কি করা হয় সেই সম্পর্কে বাইরের জগতের কেউই জানেনা। সেই অজানা রহস্যময় কলোনি নিয়েই সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা Colonia (2015)
কাহিনি সংক্ষেপঃ
লীনা (এমা ওয়াটসন) একজন এয়ারহোস্টেজ। তার বয়ফ্রেন্ড ড্যানিয়েল (ড্যানিয়েল) চিলিতে সরকার বিরোধী আন্দোলন করার অপরাধে গ্রেফতারের পর গুম হয়ে যায়।
অনেক খুঁজাখুঁজি করেও যখন কোনভাবেই কোন হদিস পাচ্ছেনা লীনা, তখন সে জানতে ড্যানিয়েল কে “কলোনিয়া ডিগনিদাদ” এ রাখা হয়েছে! লীনা সেই কুখ্যাত “কলোনিয়া ডিগনিদাদ” সম্পর্কে তথ্য সংগ্রহ করে।
নিশ্চিত মৃত্যুঝুঁকি জেনেও লীনা তার বয়ফ্রেন্ড কে উদ্ধার করতে নিজের জীবন বাজি রেখে রওনা হয় “কলোনিয়া ডিগনিদাদ” এর উদ্দেশ্যে।
পারবে কি সে সেখানে পৌঁছাতে?
নাকি ড্যানিয়েলের সাথে তার আর দেখা হবেনা!
এমন অসংখ্য প্রশ্নের উত্তির জানতে এখুনি দেখে ফেলুন সিনেমাটি।
বিশেষ কিছু দিকঃ
*অভিনয়ের দিক থেকে সকলেই খুব ভাল করেছেন। প্রত্যেকের অভিনয় মুগ্ধ করবে নিঃসন্দেহে৷
*এমার অভিনীত যতগুলো মুভি আমি দেখেছি তার মধ্যে এই সিনেমার অভিনয়ে আমি সর্বোচ্চ মুগ্ধ।
* কলোনিয়া ডিগনিদাদ এর রহস্যময় সব তথ্য জানার পর চমকে উঠা বাধ্যতামূলক।
*মুভিটির সিনেমাটোগ্রাফি আর ব্যাকগ্রাউন্ড স্কোর আমার কাছে খুবই ভালো লেগেছে।


সব মিলিয়ে টান টান উত্তেজনাপূর্ণ একটা সিনেমা।
না দেখে থাকলে দেখে ফেলুন। কথা দিচ্ছি, সময় বৃথা যাবেনা।
হ্যাপি ওয়াচিং
মুভিটির ডাউনলোড লিংক নিচে দেওয়া আছে। চাইলে দেখে নিতে পারেন অসাধারণ মুভিটি।
অন্যান্য মুভির জন্য ভিজিট করুন এই লিংকে।