Dahan (2018)
বাংলাদেশের প্রেক্ষাপটে এর চাইতে ভাল কন্টেন্ট হয়না, এই সকল রাজনৈতিক ঝামেলার কারণে কত মানুষের প্রানহানী ঘটেছে তার হিসেব নেই। আমাদের দেশের এই ভয়ংকর সত্যিটা হয়তো এর চাইতে ভাল ভাবে ফুটিয়ে তোলা যেতো না।আসলে যারা নেতাদের ইশারায় এইসকল কাজ করে তারা কতটা বুঝে করে? কতটা তারা ভেবে করে? জানতে হলে দেখতে হবে সিনেমা এবং সব চাইতে ভাল লেগেছে, বাসে পেট্রোল বোমা হামলার পরে প্রত্যেকটি মৃত মানুষের পরিবারের অবস্থা দেখানো হয় যা আমাকে খুব টাচ করছে, একটা পরিবারের সদস্যের কাছে কতটা চাওয়া পাওয়া আকাঙ্খা আমাদের থাকে সবটাই বুঝতে পারা যাবে।
সিয়াম আহমেদ এই অভিনয় আমি বলবো অসাধারণ ছিল পুজা চেরিও যথাসাধ্য চেষ্টা করেছেন। সব মিলিয়ে যদি বলতে হয় এদেশীয় মানসম্মত সিনেমা বলবো আমি এটিকে।


কাহিনী সংক্ষেপঃ
রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতিবিদেরা কত কিছুই না করে থাকেন। তাঁদের ইশারায় রাজপথে আতঙ্ক ছড়াতে কাজ করে ভাড়াটে সন্ত্রাসীরা। দেওয়া হয় গাড়িতে, বাসে, ট্রাকে, ট্রেনে আগুন। এই কাজে ঢাল হিসেবে ব্যবহার করা হয় পথশিশু, টোকাই থেকে শুরু করে নেশাগ্রস্ত তরুণদের। সিয়াম একজন নেশাগ্রস্ত যুবক এবং পূজা চেরি গার্মেন্টস কর্মী। তাদের মাঝে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক। কিন্তু ভয়াল রাজনিতীর থাবা একদিন তাদেরকেই ধ্বংস করে দেয়। তারই শিকার হয় কারও ভাই, বোন, মা কিংবা বাবা। এমনই গল্প নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র দহন।
লিখেছেনঃ Sukazekite Sudotukachi
ডাউনলোড লিংক নিচে দেওয়া আছে।
অন্যান্য মুভির জন্য ভিজিট করুন এই লিংকে।