Gumnaami (2019)
আমাদের ভারতীয় উপমহাদেশে যখনি কোন বড় ঘটনা বা উথান পতন হয় তখনি সেই ঘটনা নিয়ে একাধিক তত্ব চালু হয়। আমাদের ভেতর থেকেই কেউ কেউ “ঘটনার পেছনের ঘটনা” আখ্যা দিয়ে বিভিন্ন তত্ব বা যুক্তি প্রচার করে বেড়ান। বলা বাহুল্য আমাদের উপমহাদেশবাসীর মধ্যে এইসব তত্ত্ব বেশ জনপ্রিয় হয়। তারা এরকম তত্ত্ব নিয়ে যুক্তির কোলাকুলি কিংবা কুযুক্তির গোলাগুলি করতে পছন্দ করেন। ক্ষেত্র বিশেষ “তত্ত্ব” জনমনে এতোটাই প্রভাব ফেলে যে সরকারি ভাবে তদন্ত কমিশন গঠন করে জনরোষ মেটাতে হয়।


কাহিনী সংক্ষেপঃ
ইংরেজ শাসন থেকে মুক্তির অভিপ্রায় প্রকাশ এবং মুক্তির সংগ্রামের অন্যতম প্রাণপুরুষ নেতাজি সুভাষ বোস এর মৃত্যু নিয়ে একাধিক তত্ত্ব চালু আছে। কারণ নেতাজি সুভাষ বসু মারা যাওয়ার পর বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে দাবী করতে থাকেন যে তারা সুভাষ বোস কে দেখেছেন এমনকি কারো সাথে কথাও হয়েছে। সব তথাকথিত গুজবের আগুনে ঘি ঢেলে ভারতে এক সন্যাসীর আগমন ঘটে যিনি “গুমনামি বাবা” নামে পরিচিত হোন। এবং একটা নির্দিষ্ট সময় পর একজন এই সন্যাসীকে চিনতে পেরে যায় যে তিনি আর কেউ নন ছদ্মবেশ ধারণ করা সয়ং সুভাস বোস এই ঘটনা ব্যাপক সাড়া ফেলে এবং বিভিন্ন দাবি উঠে এই সন্যাসীর পরিচয় নিয়ে। সরকার নড়েচড়ে বসে।
তারা সুভাস তত্ত্বের সত্যতা যাচাই করার জন্য বিভিন্ন সময়ে ৩ টি কমিশন গঠন করে। প্রথমত “খোসলা কমিশন ” তারপর “শাহনেওয়াজ কমিশন ” এবং সর্বশেষ “মুখার্জি কমিশন ” এই সিনেমাটা মুখার্জি কমিশন এর রিপোর্ট এর উপর ভিত্তি করে বানানো হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো প্রথম গঠিত দুই কমিশন সন্যাসীকে সুভাস বোস বলে মেনে না নিলেও পরের কমিশন সকল যুক্তি এবং প্রমান পর্যালোচনা করে রায় দেন যে সুভাস বোস প্লেন ক্রাশে মারা যান নি, যা আগের দুই কমিশন বলেছেন যে তিনি প্লেন ক্রাশে মারা গেছেন। তবে তার থেকেও আশ্চর্যের বিষয় হলো তৎকালীন ভারত সরকার মুখার্জি কমিশন এর রায় পুরোপুরি মেনে নেন নি এবং কমিশন এর রিপোর্ট পুর্নাঙ্গভাবে প্রকাশ ও করেনি..


তাহলে কি এই সন্যাসী ই সুভাস বোস ছিলেন.? আর কেনই বা সরকার তাদের মদদপুষ্ট বলে অভিযোগ উঠা আগের দুই কমিশন এর রিপোর্ট গ্রহণ এবং প্রকাশ করলেও পরের কমিশন এর রিপোর্ট প্রকাশ করেন নি..?
অনেক অজানার উত্তর পাবেন এই মুভিতে দেখতে থাকুন শেষ পর্যন্ত।


সকলের অভিনয় ভালো লেগেছে তবে অনির্বাণ এর অভিনয় মাঝেমধ্যে অতিরিক্ত মনে হয়েছে, পেশাদারি সাংবাদিক সাজতে গিয়ে তিনি অতিরিক্ততার আশ্রয় নিয়েছেন এছাড়া বাদ বাকি সবাই ভালোই অভিনয় করেছেন।
হ্যাপি ওয়াচিং
লিখেছেনেঃ মাহমুদ নাবিল
মুভিটির ডাউনলোড লিংক নিচে দেওয়া আছে। চাইলে দেখে নিতে পারেন অসাধারণ মুভিটি।
যেভাবে টরেন্ট ফাইল ডাউনলোড করবেন।
অন্যান্য মুভির জন্য ভিজিট করুন এই লিংকে।