Joker (2019)
এবার অনুষ্ঠিত ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের প্রিমিয়ারে প্রচুর হাততালি পেয়েছে ‘জোকার’। জোয়াকিন ফিনিক্স অভিনীত এই ছবি শেষে প্রায় আট মিনিট দাঁড়িয়ে সম্মান জানায় দর্শকরা।
টড ফিলিপস পরিচালিত ‘জোকার’। -এ ব্যাটম্যান এর প্রধান শত্রুর অরিজিন গল্প তুলে আনা হয়েছে। ছবিটি নিয়ে শুরু থেকে দর্শকদের আগ্রহ ছিল এবং এর ট্রেইলার প্রকাশিত হওয়ার পরে সবার মনে জায়গা করে নেয়। এই সিনেমার মাধ্যমে আসলে ‘জোকারের’ অরিজিন বা জীবনী তুলে আনার চেষ্টা করা হয়েছে।
সিনেমা প্রসঙ্গঃ
বর্তমান পৃথিবীর গুটিকয়েক মানুষের হাতে পুরো বিশ্বের নব্বই শতাংশের ও বেশী সম্পদ বন্দি! আপনি/আমি প্রতিদিন কোনভাবে বেঁচে থাকার লড়াইটা চালিয়ে যাচ্ছি। শত সহস্র কষ্টের মধ্যেও মুখে মিথ্যে হাসি ফুটিয়ে বলার চেষ্টা “ভালো আছি।” বেঁচে থাকার জন্য লড়াই করে যাচ্ছি প্রতিটা মুহূর্ত। আর ক্রমে ক্রমে হেরে গিয়ে ক্লান্ত। তবুও এই সামান্য জীবনটা আপনি/আমি নিশ্চিন্ত নিরাপত্তার সাথে যাপন করতে পারিনা। যেকোন সময় হয়তো উচ্চ মহলের কারো কালো থাবায় বিলীন হয়ে যাবে আপনার/ আমার এই সামান্য জীবনটুকুও।
নাহ! এভাবে আর বেঁচে থাকা নয়। মিথ্যে হাসির মুখোশ টা খুলে ফেলে বুকফাটা আর্তনাদে চিৎকার করে বের করে দিলাম সকল ক্রোধ, যন্ত্রণা আর কষ্টগুলো।
এমনই একটি অসাধারণ গল্প নিয়ে তৈরী সিনেমা “জোকার”।
মুভিটা একটু ধীর গতির। তাই অনেকের কাছে হয়তোবা মুভিটা কিছুটা বোরিং লাগতে পারে প্রথম দিকে। কিন্তু এই গল্পের গভীরতা অনেক। দু’ঘন্টার এ সিনেমায় গোথাম শহরের সবচেয়ে বড় সুপারভিলেনকে নামিয়ে আনা হয়েছে একেবারেই সাধারণ খেটে খাওয়া জীবনযুদ্ধে বারবার হারতে থাকা মানুষদের কাতারে। তবুও এই তার জীবনের এই গল্প প্রতি মুহূর্তে আপনাকে বাধ্য করবে তাকে নিয়ে গভীরভাবে ভাবতে। তার দুঃখ/কষ্ট গুলো ছুঁয়ে যাবে আপনার হৃদয়কেও। কেন এবং কিভাবে একজন সাধারণ খেঁটে খাওয়া মানুষ পরিবর্তিত হয় গোথাম শহরের সবচেয়ে বড় সুপারভিলেনে!
কেন দেখবেন?
- আপনার আমার মত সাধারণ একটি মানুষের নিত্যদিনের সংগ্রামের গল্প।
- সাধারণ মানুষগুলি চাইলেই সমাজের মোড়টা কিভাবে ঘুড়িয়ে দিতে পারে!
- জোয়াকিন ফিনিক্স এর অনবদ্য অভিনয়।
যে বিষয়গুলো মাথা থেকে বাদ দিবেনঃ
- অনেক বেশী একশ্যান আছে এমন ভাবা যাবেনা।
- হিথ লেজারের সাথে জোয়াকিন ফিনিক্স কে মিলাতে যাবেন না।
সবশেষে জোয়াকিন ফিনিক্সের অভিনয় সম্পর্কে বলতে চাই পরিচালক টড ফিলিপস এর একটি উক্তি দিয়ে,
“জোকারের দুনিয়ায় জোয়াকিন ফিনিক্সকে ঢোকানোটা আমাদের লক্ষ্য ছিল না। লক্ষ্যটা ছিল ফিনিক্সের দুনিয়ায় জোকারের অনুপ্রবেশ ঘটানো!”
মুভিটির ডাউনলোড লিংক নিচে দেওয়া আছে। চাইলে দেখে নিতে পারেন অসাধারণ মুভিটি।
যেভাবে টরেন্ট ফাইল ডাউনলোড করবেন।
অন্যান্য মুভির জন্য ভিজিট করুন এই লিংকে।