Malena (2000) Italian UNCUT Blu-Ray – 480P | 720P
মুভিটি এর আগেও আমি দেখেছি। আজকে আবার দেখলাম। তাই ভাবলাম একটা রিভিউ লিখে ফেলি। তবে আমার ধারনা অধিকাংশ মানুষেরই মুভিটা দেখা। স্পেশালি টিনেজ বয়স থেকে যারা ইংলিজ মুভি দেখছেন তারা নিজেদের অনেককিছুই এই মুভির সাথে রিলেট করতে পারবেন বলে আমার বিশ্বাস। তাছাড়া যেখানে নায়িকা মনিকা বেলুচ্চির মতো কেউ সেখানে এই মুভি না দেখাটা মোটামুটি অপরাধের মধ্যে পড়ে যায়।


এবার মুভিতে আসা যাক। “মালেনা” মূলত একটা টিনেজ ছেলের তারই শহরে থাকা মালেনা নামের এক আকর্ষনীয়, টেম্পটিং নারীর প্রতি জন্মানো প্রথম আবেগ, মোহ বা আকর্ষনের গল্প। শুধু সেই ছেলেটিরই নয়, মালেনা থাকে সেই ছোট সিসিলিয়ান শহরটির প্রায় প্রতিটা পুরুষের কামনা, বাসনার বস্তু। মালেনার স্বামী তখন আফ্রিকার ফোর্সে, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করছে। তাই তাকে সেই মুহূর্তে একাই তার জীবন অতিবাহিত করতে হচ্ছিল। আমাদের দেশে কোন নারীর ম্যারিটিয়াল স্টেট “জামাই বিদেশ” হলে পুরুষরা তাকে যেভাবে দেখে সেই শহরের প্রায় প্রতিটা পুরুষ মালেনাকে সেই নজরে দেখত। তাদের কাম এবং লোলুপ দৃষ্টি সারাক্ষন তার শরীরের আনাচে কানাচে ঘোরাফেরা করত যা শহরের অন্যান্য মহিলাদের কাছে ঘোরতর ঈর্ষার কারন হয়ে দাঁড়িয়েছিল। অথচ মালেনা থাকত সবসময় অবনত, নিশ্চুপ, কুন্ঠিত। পুরো ছবিটিতে মনিকা খুব প্রয়োজন ছাড়া হাতে গোনা কয়েকবার কথা বলেছেন।


অন্যদিকে সেই ছোট ছেলেটি যে প্রথম দেখায় মালেনার প্রতি চরম মাত্রার আকর্ষন অনুভব করে দিন পার করছিল, সেই রেনাটো মালেনার প্রতি পুরোপুরি অবসেসড হয়ে ওঠে। সে সারাক্ষন তার ঘরে স্পাইয়ের মতো লেগে থাকে, কখনো গাছ হয়ে দেয়াল বেয়ে জানালায় চলে গিয়ে মালেনার কর্মকান্ড দেখে বা কখনো মালেনার অন্তর্বাস চুরি করে পালিয়ে নিজের কামনা মেটায়। রেনাটোরই কল্পনায় মালেনাকে নিয়ে তৈরী প্রচুর এডাল্ট সিন এবং কনসেপ্ট নিয়ে এভাবেই বিভিন্ন ঘটনার মাধ্যমে এগোতে থাকে মালেনার গল্প। তারই মধ্যে হঠাৎ একদিন খবর আসে মালেনার স্বামী শত্রুপক্ষের হাতে নিহত হয়েছেন। তারপর থেকেই নানা উত্থান পতন শুরু হয় গল্পে, নতুন মোড়, টুইস্ট, আবেগ, অসহায়ত্ব, ঈর্ষা, মনুষত্য ইত্যাদি নানার শব্দের জেড় হয়েই তারপর মালেনা আগাতে থাকে।
২০০০ সালে রিলিজ হওয়া এই মুভি যারা এখনো দেখেননি তারা দেখে ফেলতে পারেন। আমার কাছে চমৎকার লেগেছে। কিছু কিছু সিন এতো বেশি ভাল লেগেছে যে চোখে গেঁথে গেছে। স্পেশালি মনিকা বেলুচ্চিকে ফার্স্ট যখন দেখায় মুভিটাতে তখন তার এক্সপ্রেশন, মুভমেন্ট, ঠান্ডা যে প্রবৃত্তিটা চোখে মুখে ভাসে তা নজর কাড়ার মতো। আর একটা হলো বাড়ির বাইরের বারান্দার মতো উঠোন টুকুতে চেয়ার পেতে আধশোয়া অবস্থায় চুল ঝুলিয়ে পা এলিয়ে রুমাল মুখে, বুকে ছোঁয়ানোর দৃশ্যটা। আমি মনিকার মতো একট্রেস খুব কম দেখেছি। আমার ফেভরিট লিস্টে খুব সহজেই তিনি জায়গা করে নিতে পেরেছেন এই মুভি দিয়েই। তার ফেইশিয়াল এক্সপ্রেশন, মুভমেন্ট, বডি ল্যাংগুয়েজ, ভোল্ড ক্যারেক্টার এভ্রিথিং ওয়াজ মোর দ্যান পার্ফেক্ট এন্ড অসাম। রেনাটো মানে জুসেপেও তার চরিত্রে দারুন অভিনয় করেছে, কখন কোন জায়গায় কিভাবে এক্সপ্রেশন এবং কি দেখাতে হবে তা সে পেরেছে। ওর সবচেয়ে ভাল লেগেছে লাস্ট বলা কথাটা,
“Time has passed and I’ve loved many women. And as they’ve held me close and asked if I will remember them. I’ve said, “Yes, I’ll remember you.” But the one I’ve never forgotten is the one who never asked… ”
লিখেছেনেঃ Zannatul Keya Biswas
480P Google Drive Link
720p মুভিটির ডাউনলোড লিংক নিচে দেওয়া আছে। চাইলে দেখে নিতে পারেন অসাধারণ মুভিটি।
অন্যান্য মুভির জন্য ভিজিট করুন এই লিংকে।