Manmadhudu 2 (2019)
🔰 Manmadhudu 2 (2019) : বুইড়া মানুষের প্রেম রোগ।
-> ভালোবাসা দিয়ে একটা পরিবার হয়। মা বাবার কর্তব্য হলো সন্তানের দেখা শুনা করা। বয়স হলে বিয়ে দিয়ে দেওয়া এটাও মা বাবার কর্তব্য। সেই কর্তব্য আদায়ে অনেকই সফল হয় নানা কাহিনীর ভিতর দিয়ে। তেমনি একটা কাহিনী নিয়ে তৈরি Manmadhudu 2।


⭕ ব্যাক্তিগত অভিমত ⭕
একবার দেখার মতন একটা সিনেমা। এরচেয়ে বেশি কিছু না। ফ্যামিলি ড্রামা হলেও পুরোপুরি ফুটিয়ে তুলতে পারেনি পরিচালক রাহুল রবীন্দ্র। অনেক দিন পর নাগার্জুন এর মুভি দেখলাম। কিন্তু ভালো লাগছে না তার অভিনয়। এই বয়সে তার এই ধরনের অভিনয় মানান সই লাগছে না। চরম লেভেলের ফালতু অভিনয় ছিলো। আরেকটা ফালতু অভিনয় ছিলো রাকুল এর। বলিউডে গিয়ে রাকুল একদম গেছে। প্রথম প্রথম যাই হোক ভালো লাগতো এখন একটুও লাগে না। ভেন্নেলা কিশোরের কমেডি উপভোগ্য ছিলো।
হঠাৎ করেই নাগার্জুনের ছেলের বউ সামান্থা কে দেখলাম তখন ভালো লাগছে। আগেই শুনছি সে আর কীর্তি সুরেশ ক্যামিও থাকবে। তাদের পেয়েছি। ২ মিনিট করে অভিনয় করার সময় দেখতে অনেক কিউট লাগছিলো। হঠাৎ করে লিজেন্ডারি কমেডিয়ান ব্রাক্ষ্মানান্দাম কে স্ক্রিনে দেখে অবাক হয়ছিলাম। খুব খুশিও হয়ছি। কারণ তাকে অনেক দিন ধরে মুভিতে দেখি নি। যদিও আলা বৈকুন্ঠপুরামলো তে ‘রামুলো রামুলা’ গানের একটা দৃশ্যে তাকে দেখা গেছে। বিজিএম এর পুরো বাজে ব্যবহার করছে। সঠিক জায়গায় সঠিক ভাবে বিজিএম প্রয়োগ করতে পারেনি। সব মিলিয়ে টাইম পাস করার মত মুভি।


★ প্লট ★
প্রথম জীবনে ক্রাশ ‘সোমা’ কে পরিবারের সাথে দেখা করাই সাম্বা সিভা রাও ওরফে স্যাম (নাগার্জুন)। পরিবারের পক্ষ থেকে রিজেক্ট হওয়া সোমা’র সাথে ব্র্যাকআপ হয় স্যামের। তারপর থেকে বিয়ে না করার সিদ্ধান্ত নিলো স্যাম। স্যামের পার্সোনাল এসিস্ট্যান্ট কিশোর কে সাথে নিয়েই জীবন কাঁটছে তার। কিন্তু মা আর বোনের চাপে স্যাম সিদ্ধান্ত নিলো অন্য কোন উপায়ে তাদের কে বুঝ দিবে। স্যাম অভন্তিকা (রাকুল) কে ভাড়া করে তার পরিবার কে সান্তনা দেয়। কাহিনী এভাবেই এগিয়ে চলে দেখতে পারেন।


লিখেছেনঃ Rafsan Ahmed Rafi
ডাউনলোড লিংক নিচে দেওয়া আছে।
অন্যান্য মুভির জন্য ভিজিট করুন এই লিংকে।