Mard Ko Dard Nahi Hota (2019)
“মারদ কো দারদ নেহি হোতা” অর্থাৎ পুরুষ মানুষ ব্যাথা পায়না! বলিউডের Action, Comedy জনরা কে একদম ভিন্নভাবে দেখানো হয়েছে Mard Ko Dard Nahi Hota (2019) মুভিটিতে। যেখানে আমরা লজিকবিহীন ফাইট দৃশ্য ও বাতাসে ভেসে থাকা গাড়ী দেখে অভ্যস্ত। আর এইসব সিনেমা শত কোটি কামিয়ে নেয় খুব সহজেই।কিন্তু এই সিনেমাটি ভিন্ন স্বাদের Action, Comedy দিয়ে তৈরী যা দেখে আপনারও ভাল লাগবে নিশ্চিত।


কাহিনী সংক্ষেপঃ
“মারদ কো দারদ নেহি হোতা” একটি সম্পূর্ণ নতুন কাহিনী। যেখানে আমরা সুরিয়া নামের এক যুবকের গল্প দেখতে পাই। যে কিনা একটি বিরল রোগে আক্রান্ত । যার ফলে সে কোন প্রকার ব্যাথা অনুভব করেনা। সুরিয়ার পরিবার তাকে সবসময় একপ্রকার গৃহবন্দী করে রাখে। আর বাসায় বসে সে সত্তর ও আশির দশকের Action ফিল্ম দেখতে দেখতে ভাবতে শুরু করে যে বাইরের দুনিয়াও এমনই হবে। সুরিয়া যখন বড় হয় তখন এমন কিছু পরিস্থিতিতে পরে যায় যেখানে তার ব্যাথা অনুভব না হওয়াটা পজিটিভ ভাবে কাজে দেয়।
সুরিয়ার গল্পকে কেন্দ্র করেই মূলত মুভির গল্প এগিয়ে যায়।
বিশেষ কিছু দিকঃ
- সিনেমার Action ও Comedy ২ বিভাগেই চমৎকার কাজ করেছেন চিত্রনাটকার, পরিচালক সহ পুরো টীম। কিছু কিছু Action দৃশ্য এমনভাবে সাজানো হয়েছে যে না দেখলে বিশ্বাসই হবেনা!
- সিনেমাটোগ্রাফিও ছিল চমৎকার। স্লো মোশনের মাত্রা কিছুটা বেশী থাকলেও আপনি বিরক্ত হবেন না এক মুহূর্তের জন্যেও।
- সিনেমায় সুরিয়ার ভুমিকায় অভিনয় করেছেন Abhimanyu Dasani যেটা তার ১ম সিনেমা। তবে প্রথম সিনেমা হলেও তার অভিনয় প্রশংসার দাবিদার।


- এই সিনেমায় ডাবল চরিত্রে দেখা যায় অভিনেতা Gulshan Devaiah কে। যেখানে মুভির অন্যতম শক্তিশালী দুটি চরিত্র তিনি একাই প্লে করেছেন। তার জন্য একটু বিশেষ করে বলতেই হয়। একদিকে কারাতে ম্যন “মানি” অন্যদিকে সাইকোটিক ভিলেন “জিমি”। দুটি চরিত্রেই গুলশান ছিলেন অসাধারণ। বিশেষ করে সাইকোটিক ভিলেন জিমির ডায়লগ, এক্সপ্রেশন আপনাকে হাসতে বাধ্য করবেই।
Gulshan Devaiah in Mard Ko Dard Nahin Hota (2019) - এই সিনেমায় Radhika Madan কে দেখা যায় একদম ভিন্নভাবে। যারা রাধিকার প্রথম সিনেমা “পটাকা” দেখেছেন তাদের জন্য বিষয়টা বুঝতে একটু সুবিধা হবে। রাধিকার Action দৃশ্যে সাবলীল অভিনয় তার সাথে মোহনীয় রূপ আপনাকে মুগ্ধ করবেই।
Radhika Madan in Mard Ko Dard Nahin Hota (2019) - সবশেষে বলব বলিউডে ২০১৯ সালের অন্যতম আন্ডাররেটেড একটি মুভি ছিল এটা। এই সিনেমাটা মুক্তি পেয়েছিল “Kesari” মুভিটির সাথে। তাই বক্স অফিসে মুখ থুবরে পরে সিনেমাটি। কিন্তু নিঃসন্দেহে ২০১৯ এর বলিউডের সেরাদের একটি ছিল।
মুভিটির ডাউনলোড লিংক নিচে দেওয়া আছে। চাইলে দেখে নিতে পারেন অসাধারণ মুভিটি।
অন্যান্য মুভির জন্য ভিজিট করুন এই লিংকে।