Mere Pyare Prime Minister (2019)
ভারতে ৩০০ মিলিয়নের অধিক মহিলাদের জন্য টয়লেট ব্যবহারের সুবিধা নেই। শতকরা প্রায় ৫০ শতাংশ ধর্ষণ সংঘটিত হয় মহিলারা যখন বাইরে টয়লেটের জন্য যায়। এদের মধ্যে ১০ বছরের নিচের শিশু বাচ্চাও রয়েছে। Mere Pyare Prime Minister (2019) সিনেমাটি এমনই একটি গল্প নিয়ে নির্মিত।


কাহিনী সংক্ষেপঃ
এই সিনেমায় কানু নামের এক বাচ্চার গল্প দেখানো হয়েছে। যেখানে বাচ্চাটির মা ধর্ষণের শিকার হয়। ঘটনাটি ঘটে কানুর মা যখন টয়লেট করার জন্য বাইরে যায় তখন। ঘটনার পর কানুর কাছে মনে হয় যে, ঘটনাটি এই জন্য ঘটেছে যে তাদের বাসায় কোন টয়লেট নেই তাই। যদি বাসায় টয়লেট থাকতো তাহলে এমনটা হতো না।
আর তাই কানু তার বন্ধুদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি নিয়ে যায়, যেখানে সে তার মায়ের জন্য তাদের বাসায় একটি টয়লেট তৈরী করে দেওয়ার অনুরোধ জানায়।


বিশেষ ভালো লাগাঃ
- প্রথমত সিনেমাটি ডিরেক্ট করেছেন রাকেশ ওম প্রকাশ মেহরা যিনি এর আগে রাং দে বাসন্তি, দিল্লি সিক্স, ভাগ মিলখা ভাগ এর মত সিনেমা তৈরী করেছেন।
- সিনেমাটি একটি বাচ্চাকে কেন্দ্র করে নির্মিত ও তার মাধ্যমেই গল্পটা তুলে ধরা হলেও এই সিনেমাটি কঠিনভাবে প্রাপ্তবয়স্ক ও সিস্টেম কে টার্গেট করে।
- কানুর চরিত্রটির মাধ্যমে এমন অনেক বাস্তব চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে যারা হরহামেশাই এই ধরণের নানাবিধ সমস্যা মোকাবিলা করে, কিন্তু কেউ সামনাসামনি কথা বলেনা।
- বাচ্চাগুলির অভিনয় দূর্দান্ত ছিল। বিষেশ করে রিংটোন চরিত্রে অভিনয় করা বাচ্চাটার অভিনয় খুবই উপভোগ্য ছিল।
Lead Actors of Mere Pyare Prime Minister!
মুভিটির ডাউনলোড লিংক নিচে দেওয়া আছে। চাইলে দেখে নিতে পারেন অসাধারণ মুভিটি।
অন্যান্য মুভির জন্য ভিজিট করুন এই লিংকে।