Nagarkirtan (2017) Bengali WEB-DL – 480P | 720P
‘Nagarkirtan (2017)‘ ছবিতে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় সমাজের প্রান্তিক মানুষের কথাটা যেন বড্ড প্রান্তিকভাবেই ফুটিয়ে তুলতে পেরেছেন। তথাকথিত সমাজে যে সব মানুষদের আমরা ‘মেয়েলি’ নামে দেগে দিই, সমাজের চোখরাঙানিতে তাদের পরিণতিটা ঠিক কী হয় তা তুলে ধরেছেন পরিচালক Nagarkirtan (2017) সিনেমায়।
🔴 কাহিনী সংক্ষেপঃ Nagarkirtan (2017) সিনেমার গল্প মূলত দুটি প্রধান চরিত্র কেন্দ্রিক। মধু (ঋত্বিক চক্রবর্তী) ও পুঁটি (ঋদ্ধি সেন)।
মধু একটি চাইনিজ রেস্তোরাঁর খাবার ডেলিভারির কাজ করে। অন্যদিকে পুঁটি যে কিনা পুরুষ হয়েও পুরুষ নয়৷ বরং সে নিজেকে মনে প্রাণে ভাবে একজন নারী স্বত্তা৷
ঘটক্রমে দু’জনের পরিচয়। পরিচয় গড়ায় প্রণয়ে।
কিন্তু এর পরিণতি কি?
⭕ পরিচালনাঃ পরিচালনা+নির্মাতা হিসেবে কৌশিক গাঙ্গুলির তুলনা হয়না।
বর্তমান সময়ে বাংলা সিনেমার যেকজন গুণী চলচিত্র নির্মাতা আছেন তাদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য কৌশিক গাঙ্গুলি। ব্যাক্তিগত ভাবে আমার খুবই পছন্দের নির্মাতা৷ উনার প্রতিটা সিনেমাই আমি খুব উপভোগ করি৷ Nagarkirtan (2017) ও তার ব্যাতিক্রম নয়।
⭕ অভিনয়ঃ ঋত্বিক চক্রবর্তীর অভিনয় দক্ষতা নিয়ে কারো প্রশ্ন থাকার কথা নয়৷ ইতিমধ্যেই তিনি নিজেকে প্রমাণ করেছেন বারংবার৷ মধু চরিত্রে তার সাবলীল অভিনয় মুগ্ধ করবে প্রতি মুহূর্তে৷
তবে এই সিনেমার মূল আকর্ষণ ছিলেন ঋদ্ধি সেন।
মেকআপ, সাজপোশাকের পাশাপাশি একজন ‘মেয়েলি’ পুরুষ থেকে ‘মহিলা’ হয়ে উঠতে যা কিছু প্রয়োজন- হাত পা নাড়া বা হাঁটাচলা থেকে শুরু করে কথাবার্তা বা মুখভঙ্গি, এমনকি মানসিক যন্ত্রণা- সমস্ত সূক্ষ্ম বিষয়গুলো নিখুঁতভাবে রপ্ত করে পর্দায় ফুটিয়ে তুলেছেন ঋদ্ধি সেন। জাতীয় পুরস্কার দিয়ে তাঁর অভিনয় এ ছবিতে অন্তত মাপা সম্ভব নয়।
⭕ আবহ সংগীতঃ Nagarkirtan (2017) সিনেমার আরোও একটি আকর্ষণীয় দিক হচ্ছে এর আবহ সংগীত। ঢোলের তালে কিংবা বাশির সুরের মোহনায় হারিয়ে যেতে চাইবে মন বারংবার।
যখন ঋতুপর্ণ ঘোষ কে নিয়ে সমপ্রেমের ছবি ‘আরেক একটি প্রেমের গল্প’ করেন কৌশিক গাঙ্গুলী তখন দর্শকের একাংশ টোন টিটকিরি কাটত। কিন্তু আজ দশ বছর পর দর্শক মহল বদলে গেছে ছবির শেষে তাদের চোখেও জল আসে। সেটাই জয়। এই মানুষ গুলোর ভালোবাসার জয়। অভিনয়ে ঋদ্ধি সেন সেরা। এত ছোটো বয়সে জাতীয় পুরস্কার সেরা অভিনেতার ঋদ্ধি সেন প্রথম। ঋদ্ধি কে প্রথম দেখি তারা মিউজিকে ‘ সঙ্গে ইন্দ্রাণী’ অনুষ্ঠানে ইন্দ্রাণী হালদার সূত্রধর ছিলেন সেলেব ইন্টারভিউতে, কৌশিক সেন চিত্রা সেনের সঙ্গে এসেছিল ছোট্ট ঋদ্ধি। তখনই তার হলিউড সব ছবি দেখা, নাটক করত শিশুর ভূমিকায় স্বপ্নসন্ধানীতে। সেই ছোট্ট ঋদ্ধি আজ জাতীয় পুরস্কার বিজেতা। যা বাঙালী দের গর্ব করার মতো। শুধু তাই নয় এই পুঁটি চরিত্র করে জাতীয় পুরস্কার যা শুধু ঋদ্ধির স্বীকৃতি নয় সব প্রান্তিক মানুষের স্বীকৃতি সব সমপ্রেমের জয়।
শ্রীকৃষ্ণ চরণে যেমন রাধাভাবে চৈতণ্যদেব নিজেকে সঁপে দেন। ঠিক তেমনি মধুও পুঁটি র জীবনে অবগাহন করে তাঁর ভালোবাসা ভালো থাকার পুঁটি কে নিয়েই বেঁচে রইল। এই ছবি তো এখানেই মিলনাত্মক। ছবির শেষ দৃশ্য কিন্তু থমকে দেবে।
এবার বাকি টুকু অনুভব ….
হ্যাপি ওয়াচিং Nagarkirtan (2017)
লিখেছেনঃ হিমাদ্রি সাদ
480P LINK
720P ডাউনলোড লিংক নিচে দেওয়া আছে।
অন্যান্য মুভির জন্য ভিজিট করুন এই লিংকে।