Parineeta (2019) Bengali WEB-DL – 480P | 720P
“পরিণীতা” শব্দটার সাথে পরিচয় হয়েছিল মাধ্যমিকে থাকাকালীন। সেসময় স্কুলের বিশেষ দিবসের প্রতিযোগীতায় অংশ নিয়ে কয়েকটা বই পুরষ্কার পেয়েছিলাম । তার মধ্যে একটা ছিল শরৎচন্দ্রের “পরিণীতা”। বইটার সাইজ মোটামুটি ছোট হওয়ায় এক বসায় পড়ে ফেলেছিলাম। আর উঠতি বয়সে সেই বই আমাকে এক অসাধারণ অনুভূতি দিয়েছিল।
বেশকিছুদিন যাবৎ এই নামটা আবার চোখে পড়ছে । গত সেপ্টেম্বরে মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তীর “পরিণীতা” সিনেমাটি। ভাবলাম এত আলোচনা হচ্ছে, সিনেমাটা দেখেই ফেলি। অতঃপর গতকাল সিনেমাটা দেখলাম। আর এখন “পরিণীতা” সিনেমাটি নিয়েই কিছু কথা বলব।
সিনেমার গল্পঃ
উত্তর কলকাতার পাড়ায় বড় হওয়া মেহুল বোস (শুভশ্রী) এবং তার বাবাই(ঋত্বিক) দা। আপাত এই প্রেমের চিত্রনাট্যের বাবাইদার প্রতি অনুভূতি থেকে কোনওদিন বেরোতে পারেনি মেহুল। বলেও উঠতে পারেনি, কেবল অভিমান দেখিয়ে গিয়েছে। বাবাইদার মেহুলের প্রতি স্নেহ, বয়ঃসন্ধির মেয়েটার কাছে অনুরাগ। কিন্তু ডায়েরির পাতায় বাবাইদার লেখার সঙ্গে তাঁর কল্পনা মেলেনি বলে সেই যে রাগ আঁকড়ে তিনটে মাস পার করল মেয়েটা, একবারের জন্যও উত্তর কলকাতার বাবাইদা, তাঁর মা ও বাড়িটার বাইরের ছেলেটার জীবন সম্পর্কে জানা সম্ভব হয়নি। অবশ্য মেহুলের বয়সে সেই পরিণত মানসিকতা আসা বাস্তবও নয়। এই মান-অভিমানের জটের মধ্যেই আত্মহত্যা করে বসে বাবাইদা। কিন্তু কেন?
জানতে হলে দেখতে হবে মুভিটা।
ভাল দিকঃ
- রিমেক ও গদবাধা গল্প থেকে বেরিয়ে এসে রাজ চক্রবর্তী নতুন কিছু করার চেষ্টা করেছেন যা অবশ্যই প্রসংসার দাবিদার।
- ঋত্বিক, শুভশ্রীর অভিনয় খুব ভাল হয়েছে। বিশেষ করে টিনেজ বয়সে শুভশ্রীর অভিনয়।
- মেহুলের না বলতে পারা কষ্টের বহিঃপ্রকাশে জলের দৃশ্যায়নও দৃষ্টি কাড়বে।
- সিনেমার গানগুলো মানানসই, শ্রুতিমধুর। ভাল কাজ হয়েছে এক্ষেত্রে।
- সবশেষে বলা যায়, প্রেমের গল্পের অন্য প্রতিচ্ছবি পরিণীতা।
দূর্বল দিকঃ
- সিনেমার গল্পটা দ্বিতীয়ার্ধে তাল হারিয়েছে। রহস্যের যে জাল ছবির প্রথমার্ধে পরিচালক তৈরি করেছিলেন দ্বিতীয়ার্ধে সেটা ঠিক সেভাবে মজবুত ভাবে ফোটে উঠেনি।
- তিন মাসে ঋত্বিকের জীবনের ঝড়টা এত কাছে থেকেও মেহুল তো দূরে থাক কোন পাড়া প্রতিবেশীও ঠাওর করতে পারেনি। গল্পের এই যায়গাটা খুবই দূর্বল লেগেছে।
- চার বছরে কি পাশ বা কি যোগ্যতায় মেহুল এত ভাল চাকরি পেলো আর এত দায়ভার সামলাতে সক্ষম হলো তা আমার বোধগম্য নয়। সময়টা যৌক্তিক হওয়া উচিৎ ছিল বলে মনে করি।
480P LINK
Parineeta (2019) Bengali WEB-DL – 720P ডাউনলোড লিংক নিচে দেওয়া আছে।
অন্যান্য মুভির জন্য ভিজিট করুন এই লিংকে।