Perfume: The Story of a Murderer (2006)
পারফিউম পছন্দ করেনা এমন লোক হয়ত পাওয়া যাবেনা ।
“পারফিউম” নামটি শুনলেই আমাদের অনেকেরই অবধারিতভাবে নামকরা ভাল সুগন্ধির নাম এক এক করে মনে পড়ে যায়।ঠিক তেমনি মনকাড়া সুগন্ধি আবিষ্কারের নেশায় পেয়ে বসে ছবির কেন্দ্রীয় চরিত্র Jean-Baptiste Grenouille এর । আর এর জন্যে একের পর এক সে লোমহর্ষক ঘটনার অবতারণা করতে থাকে । এন্ডরিওবারকিন এর লেখা এবং পরিচালক টম টাইকিয়ার এর পরিচালিত অসম্ভব ভাল লাগা “পারফিউম” এই ছবিটি মুক্তি পায় ২০০৭ সালে ।Ben Whishaw, Dustin Hoffman,Alan Rickman সহ আরও অনেকে এই ছবিতে অভিনয় করেছেন | আর দর্শক জনপ্রিয়তার কারণে ছবিটি আইএমডিবি রেটিং – ৭.৫ অর্জন করেছে ।
আঠারো শতকে ফ্রান্সে এক নোংরা পরিবেশে জন্মগ্রহন করে Jean-Baptiste Grenouille এবং জন্মের সাথে সাথেই তার মা মারা যায় । আস্তে আস্তে এতিম Jean-Baptiste Grenouille বড় হতে থাকে , অনাদর- অবহেলায় তার বেড়ে ওঠা হয় এবং একসময় সে এক সুগন্ধির দোকানে কাজ নেয় । আর এরপর তার চিন্তা-ভাবনায় আমুল পরিবর্তন আসে । সে স্বপ্ন দেখতে শুরু করে সে পৃথিবীর সবচেয়ে সুন্দর সুগন্ধি আবিষ্কার করবে । সুন্দর সুগন্ধি আবিষ্কারের নেশা তাকে পেয়ে বসে । একটার পর একটা চেষ্টা সে করে যেতে থাকে সে কিন্তু তার মনঃপুত হয়না কোন সুগন্ধি । একসময় সে আবিষ্কার করে নারীর দেহ থেকে এক অসম্ভব ভালো লাগা ঘ্রাণ পাওয়া যায় । আর সেটাই তার চিন্তা-ভাবনাকে অনেকটুকু বদলে দেয় । সে চেষ্টা করতে থাকে কিভাবে ঘ্রাণটাকে সুগন্ধির কাজে ব্যবহার করা যায় । প্রথমে একজনের অনুমুতিক্রমে সে সুগন্ধি তৈরি করার চিন্তা করে কিন্তু সেই নারী রাজি না হলে সে তাকে হত্যা করে । এভাবে সুগন্ধি আবিষ্কারের নেশায় শহরে একের পর এক কুমারী নারীকে হত্যা করতে শুরু করে । শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে , যারই ঘরে কুমারী মেয়ে আছে তার মাঝেই কোনপ্রকার স্বস্তি নেই । একের পর এক হত্যা , অনেকভাবে চেষ্টা করছে সবাই । শহরের প্রধানও আতঙ্কে আছে তার কুমারী মেয়েকে নিয়ে। কিন্তু হত্যাকারীর কোন সন্ধান কেউ পায়না । আর সুগন্ধি তৈরির এমনি এক রহস্যঘেরা কাহিনী নিয়ে নির্মিত এই “পারফিউম” ছবিটি ।
মুভিটির ডাউনলোড লিংক নিচে দেওয়া আছে। চাইলে দেখে নিতে পারেন অসাধারণ মুভিটি।
যেভাবে টরেন্ট ফাইল ডাউনলোড করবেন।
অন্যান্য মুভির জন্য ভিজিট করুন এই লিংকে।