Proloy (2013) Bengali WEB-DL – 480P | 720P | 1080P
480P Link
1080P Link
একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে এই মুভির চিত্রনাট্য গড়ে উঠেছে। দুখিয়া নামের একটি গ্রামের কাহিনি এটি। যে গ্রামে মাত্র কয়েকদিনের মধ্যেই ৩০ জন নারী রাজনৈতিক সেল্টারপ্রাপ্ত গুণ্ডাদের দ্বারা গণধর্ষনের শিকার হয়। যে দলের নেতৃত্বে ছিল ভন্ড নেতা অসীম মন্ডলের ছোট ভাই প্রশান্ত মন্ডল। মানুষ সাহায্য পায় না পুলিশের কাছে, চিকিৎসা পায় না হাসপাতালে। সবাই ক্ষমতাশালীদের কেনা গলাম। শিশু থেকে শুরু করে বয়স্কা মহিলা কেউই রেহাই পায় না তাদের নোংরা থাবা থেকে। এর প্রতিবাদে যে সবার প্রথমে এগিয়ে আসে বরুন বিশ্বাস। প্রতিবাদের ভাষা হিসেবে সে সংঘাতকে বেছে নেয় নি, নিয়েছিল মানুষের অন্তর্নিহিত শক্তিকে। মানুষের মুক্তির আকাঙ্খাকে।


প্রথম দিকে সে তেমন সাড়া না পেলেও থেমে যায় নি। তার বিশ্বাস ছিল সে সফলতা পাবেই। তার সেই বিশ্বাস পুর্ণতা পায় তার মৃত্যুর মধ্য দিয়ে। শত্রুর গুলিতে বরুনের মৃত্যু হলেও মৃত্যু হয় নি তার আজন্ম সপ্ন বিপ্লবের। সেই বিপ্লবের মধ্য দিয়েই নব জাগরণ হয় মানুষের। তারাও প্রতিবাদ করতে শেখে, আদায় করে নিতে শেখে নিজেদের অধিকার।
মুভির ডায়ালোগ গুলো শুনলে মন ভরে যাবে। এগুলো যেন শুধু মুখের কথা নয়, যেন এক একটি মেসেজ। একটা মুভি তখনই পরিপুর্ণ সার্থক হয় যখন মানুষ ওই মুভি থেকে কিছু শিখতে পারে। প্রলয় এই দিক থেকেও সফল। অনেক কিছু শেখার আছে এর থেকে। শিখে নেওয়ার দায়িত্ব আমাদের।


ডিরেক্টর রাজ চক্রবর্তী আর বরুন বিশ্বাস চরিত্রে অভিনয় করা পরমব্রতকে নিয়ে বলার কিছু নেই। আর পরান বন্দ্যোপাধায়, শাশ্বত চট্টপাধ্যায়, রুদ্রনীল তো পুরানো সৈনিক। মিমি চক্রবর্তী সহ বাকিরা ভালো অভিনয় করেছেন। সব মিলিয়ে কাস্টিং পারফেক্ট ছিল। সবাই মুভিটা দেখেন ভালো লাগবে। সবচেয়ে বড় কথা মুভিটা দেখে কিছু শিখতে পারবেন। যেটা আমাদের খুব দরকার। আমি সব সময় মনে করি মুভি থেকে কিছু শিখতে পারাই আসল কথা।


এবার বরুন বিশ্বাস সম্পর্কে কিছু জানাই। বরুনের জন্ম ১৯৭২ সালের ১২ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশপরগনার সুতিয়া গ্রামে। তার পূর্বপুরুষের আদি নিবাস ছিল আমাদের বাংলাদেশের ফরিদপুরে। পড়াশোনা শেষে তিনি সমাজ সেবা এবং শিক্ষকতাকে নিজের ধ্যান জ্ঞানে পরিণত করেন। ২০০০ সালে তিনি গণধর্ষনের প্রতিবাদ স্বরুপ প্রতিষ্টা করেন “সুতিয়া গণধর্ষন প্রতিবাদ মঞ্চ”। ২০১২ সালের ৫ জুলাই তিনি আততায়ীর গুলিতে নিহত হন। (সুত্রঃউইকিপিডিয়া)
সব শেষে একটা কথা বলতে চাই। আমাদের দেশে এখন একজন বরুন বিশ্বাসের খুব অভাব। আমাদের এমন কেউ নেই যাকে দেখে মানুষ অনুপ্রাণিত হবে, নুতুন করে বাঁচতে শিখবে। ভবিষ্যতেও তেমন কাউকে পাব কিনা আমার জানা নেই……।
লিখেছেনঃ রজত শুভ্র
মুভিটির ডাউনলোড লিংক নিচে দেওয়া আছে। চাইলে দেখে নিতে পারেন অসাধারণ মুভিটি।
অন্যান্য মুভির জন্য ভিজিট করুন এই লিংকে।