The Motorcycle Diaries (2004) Spanish Blu-Ray – 480P | 720P
সদ্য ডাক্তারি পাশ করা দুজন আর্জেন্টাইন বন্ধু ঠিক করলেন পুরো লাতিন আমেরিকা ঘুরে বেড়াবেন। পেরুর সান লেপারে এক কলোনীতি কুষ্ঠ রোগীদের মাঝে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন এবং ভ্রমনও হবে। তারা ঘুরে বেড়ান চিলি পেরু, ইকুয়েডর,কলম্বিয়া, পানামা,ভিয়েতনামের প্রত্যন্ত গ্রামান্চলে।
এক বন্ধু প্রত্যন্ত অন্চলে কৃষকদের দারিদ্যতায় প্রচন্ড ব্যথিত হন। তিনি দেখেন একচেটিয়া পুজিবাদ, , সাম্রাজ্যবাদ,ঔপনিবেশবাদ লাতিন আমেরিকাকে কব্জা করে রেখেছে। পুজিতান্ত্রিক ব্যবস্থায় অর্থনৈতিক অসাম্য মানুষের আর্তনাদ তাকে নতুন বিশ্ববিক্ষা দেয়। তিনি এ ব্যবস্থার পরিবর্তনের প্রয়োজনীতা অনুভব করেন।
মার্কসবাদী তরুন ডাক্তার হয়ে উঠেন বিপ্লবী।মেক্সিকোতে ফিদেল কাস্ত্রে- রাউল কাস্ত্রোর সাথে পরিচয়ের সুবাদে গেরিলা বাহিনীতে যোগ দেন আমেরিকার পুতুল সরকারকে উৎখাত করে কিউবায় বিপ্লব সফল করেন। সরকারের গুরুত্বপুর্ন দায়িত্বও পালন করেন। কিন্তু বিপ্লব যার আজন্ম সাধনা, কোন ক্ষমতা কি তাকে আটকে রাখতে পারে?
পুরো পৃথীবির নির্যাতিত বন্চিত মানুষের জন্য তিনি অনুভব করেন বিশ্ববিপ্লবের। হাপানী রোগ সাথে নিয়েও বলিভিয়ার জঙ্গলে গেরিলা বাহিনীতে বিপ্লবরত অবস্থায় আমেরিকান সৈন্যদের হাতে অাটক হন। সেখানেই তাকে গুলি করা হয়। গুলি করার আগে মহান এই বিপ্লবী সৈন্যদের উদ্দেশ্যে বলেন….
“কাপুরুষ গুলি করো আমায়
তুমি শুধু একজন মানুষকেই মারতে পারবে
তার আদর্শকে নয়!
তার মৃত্যুর পর তার শৈল্পিক মুখচিত্রটি হয়ে বিশ্ববিপ্লবের সাংস্কৃতিক প্রতীক। সুদুর অামেরিকা কি বাংলার টিএসসি, ভিয়েতনামের কোন ছোট শহরে যুবকের গেন্জিতে, টুপিতে, ব্যাগে একটি মুখ বিপ্লবের প্রতীক হয়ে ঘুরতে থাকে।
তিনি আর্নেষ্তো চে গুয়েভারা। মার্কসবাদী,বিপ্লবী, ডাক্তার, বুদ্ধিজীবি, সমরবিদ, গেরিলা যোদ্ধা, শিক্ষাবিদ এই মানুষের মোটর সাইকেল অভিযান নিয়ে নির্মিত দ্যা মোটর সাইকেল ডায়েরীস সিনেমাটি।
লিখেছেনঃ Abdur Rahman
480P Link
বাংলা সাবটাইটেল
720P ডাউনলোড লিংক নিচে দেওয়া আছে।
অন্যান্য মুভির জন্য ভিজিট করুন এই লিংকে।