The Suspect (2013)
The Suspect (2013) : সত্যি বলতে আমি এ্যাকশান লাভার নই।আমার প্রিয় জনরা হলো থ্রিলার।তারপর রোমান্স।কিন্তু কোরিয়ান মুভির প্রেমে পরাতে হঠাৎ করেই সামনে পরে পোষ্টারটা আকর্ষন করে।তাই শুরু করলাম আর ১নাম্বার করার টাইমটুকু পেলাম নাহ শেষ না হওয়া অবধি।এ্যাকশানের প্রতি আবার ভালোলাগা শুরু হয়ে গেলো নাতো!
নর্থ কোরিয়ার টপ স্পেশাল ফোর্সের এজেন্ট Ji Dong-Cheol.কিছু পলিটিকাল পরিবর্তনের জন্য তাকে সে ফোর্স থেকে বাদ দেওয়া হয়।শুরু হয় গোপন ঘাতকের এক চক্রান্ত।অত:পর সে তার বউ এবং মেয়ের খোঁজে চায়নাতে যায় যেখানে তাদেরকে কাজের লোক হিসেবে বিক্রি করা হয়েছিলো তৃতীয় পক্ষ দ্ধারা।ততক্ষনে তাদের মেরে ফেলা হয়েছে এবং তার মনে হয় তাদের খুনের পিছনে তার পরিচিতি কোনো পরশীর হাত আছে।অত:পর প্রতিশোধ নিতে সে তার/তাদের খোঁজে সাউথ কোরিয়ায় আসে একজন বিখ্যাত বিজনেসম্যান এর ট্যাক্সিচালক হিসেবে।হঠাৎ ই একদিন সেই বিজনেসম্যান খুন হয় তৃতীয় পক্ষ দ্ধারা তখন Ji Dong-Cheol কে তার ব্যবহৃত চশমাটি দিয়ে যায়।শুরু হয় চশমাকে কেন্দ্র করে সিক্রেট এক যুদ্ধ…গল্পের শুরু মাত্র।প্রচুর উত্তেজনায়,এ্যাকশানে গল্প এগুতে থাকে।ক্ষনে ক্ষনে তা ভিন্ন দিকে মোড় ও নেয়।বাকিটা আপনার হাতে,,যদি একটা ভালো এ্যাকশান মুভি মিস করতে না চান।


মুভিটিতে প্রথমে লিড রোলে কাষ্ট করবার কথা ভাবা হয় Behind the cloud খ্যাত তারকা Yong Kye-Sang কে।এবং তার সহযোগি আর্টিস্ট হিসেবে Oldboy ক্ষ্যাত তারকা Choi Min-Sik কে।কিন্তু Choi Min-Sik সেটাতে কাজ করতে অসম্মতি জানান যার দরুন Yong Kye-Sang ও সড়ে/বাদ পরেন।পরে কাষ্ট করা হয় Gong Yoo-কে।বেচারা ৩মাস Diet কন্ট্রোল করে পারফেক্ট ফিগারের রোলের জন্য।শুধু তাই নয় রাশিয়ান মার্শাল আর্ট সিষ্টেম,ফাইট সিষ্টেম,কার চেসেস,রক ক্লাম্বিং,স্কাই ডাইবিং এর জন্য নিজেকে প্রস্তুত করেন তার আগ্রহ এবং কঠোর পরিশ্রম দ্ধারা।
মুভির প্রতিটা সিন আপনাকে ভালো লাগাবে।বিশেষ করে ফাইটিং,কার চেসেস,এবং স্কাই ডাইবিং গুলো।আপনি যে জনরা লাভার ই হোন না কেনো আপনার ভালো লাগতে বাধ্য!


ক্রিটিক্স টপ ১০মুভি এবং এক্সিলেন্স এক্টর হিসেবে মুভিটি ২টি নমিনেশান এবং ২টি পুরস্কার তার সংগ্রহে নেয়।বাজেট ৯.৫ইউএস ডলারের বিপরীতে টোটাল বক্সঅফিস কালেকশান ২১.৬মিলিয়ন ইউ এস ডলার আয় করে এটি একটি ব্লকবাষ্টার মুভি হিসেবে হিট করে।
লিখেছেনঃ Hossain Delowa
ডাউনলোড লিংক নিচে দেওয়া আছে।
অন্যান্য মুভির জন্য ভিজিট করুন এই লিংকে।