The Unknown Soldier (2017)
Tuntematon Sotilas/The Unknown Soldier(2017) মুভি রিভিউ>
দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে প্রচুর প্রশংসিত ও আলোচিত মুভি নির্মিত হয়েছে। আজকের গল্পটিও ঠিক সে সময়ের প্রেক্ষাপটে ফিনল্যান্ডে ঘটে যাওয়া যুদ্ধকে ঘিরে আবর্তিত হয়েছে।
সিনেমাটি ১৯৫৪ সালের তুমুল আলোচিত ও প্রশংসিত The Unknown Soldier উপন্যাস অবলম্বনে নির্মাণ করা হয়েছে।


গল্পের লক্ষ্যপাত করলে দেখা যায়, ১৯৪১ সালের দিক করে ফিনল্যান্ডের যুদ্ধের যে ভয়াবহতার রূপ নেয়, তার প্রতিকী আলোচিত সিনেমাটির আলোকে রূপায়িত হতে দেখতে পাবেন। যেথায় সৈন্যদের নিজ পরিবারের মায়া ছেড়ে যুদ্ধে অবতীর্ণ হতে হয়, জীবনকে বাজি রেখে। যুদ্ধের মর্মান্তিক রিক্ততায় প্রয়োজনে ছেড়ে আসতে হয়েছে অতি প্রিয় সাথী সৈনিককেও। সদ্য বিবাহিত সৈনিকই হোক কিংবা পরিবারের পরিজন নিয়ে সুখী কর্তাই হোক প্রত্যেকে মিলিত হয়েছে এই রণক্ষেত্রে। যেখানে যুদ্ধের অমানিশার ছায়া কেড়ে নিতে রয়েছে একের পর এক সঙ্গীদের। বন্ধী হয়েছে অনেকে। দাসত্বের দরুণ বহন করতে হয়েছে বর্ণানাতীত পাপের বোঝা। তবুও প্রত্যাশার শেষ অবলম্বন মনে লালিত করে সৈনিকেরা নুইয়ে পড়া মাথা নিয়েও লড়ে যেতে রয়েছে।


অনেকদিন পর আমোদ নিয়ে যুদ্ধভিত্তিক সিনেমা উপভোগ করলাম। সিনেমার দীর্ঘায়ন বেমালুম ভুলে গেলাম, অসাধারণ মুগ্ধতার হাতছানিতে। গল্পের গভীরে যেন নিজেও জড়িয়ে গিয়েছিলাম। এখনো চোখ মেললেই যেন ফিনল্যান্ডের সে দুর্বিষহ পরিস্থিতিতে নিজেকে খুঁজে পাচ্ছি। আদর্শ সিনেমার সার্থকতা এখানেই।


সিনেমার কারিগরি কাজ নিখুঁত। বেশকিছু সিনেমার অনবদ্য শটগুলো এখনো চোখে লেগে আছে। প্রত্যেকটি শট যেন গল্পের অর্থবহতা বহন করে চলছে। প্রত্যেকটি সৈনিকের মুখোছবি এখনো চোখে ভাসছে।
অবশ্যই মাস্টওয়াচ দূর্দান্ত লেভেলের সিনেমা। সময় বের করে লুফে নিন অভূতপূর্ব সিনেমাটির স্বাদ।
লিখেছেনঃ Rakibul Hasan Rakib
ডাউনলোড লিংক নিচে দেওয়া আছে।
অন্যান্য মুভির জন্য ভিজিট করুন এই লিংকে।