Movie: Sweater (2019)
Country: India
Genre: Bengali, Drama
Director: Shiladitya Moulik
Writter: Shiladitya Moulik
Actors: Imtiaj Haque, June Malia, Sreelekha Mitra
Duration: 1h 58min
‘Sweater (2019)’ নাম শুনে আপনার মনে হবে এটা কোন সিনেমার নাম হলো, ধ্যাত। কিন্তু নামে কি এসে যায়? পুরো মুভি দেখার পর মনে হবে সোয়েটার একটা মেয়ের উজ্জীবনের গল্প।
কাহিনী সংক্ষেপঃ
টুকু(ইশা সাহা) যার কোন গুণ নেই, রান্নাবান্না থেকে শুরু কোন কাজই করতে পারে না আর তাই তার যত সম্বন্ধ আসে সব ভেস্তে যায়। কিন্তু একবার এক বড় পরিবার এসে জানায় মেয়ে উল বুনতে জানলে আর সোয়েটার বুনতে পারলে তবেই হবে টুকুর বিয়ে। টুকু কি পারবে এই অসম্ভবকে জয় করতে?
বিশেষ কিছু দিকঃ
দুর্দান্ত একটা গল্প। সর্বশেষ কঙ্গনার ‘কুইন’ সিনেমা দেখে এমন অনুভূতি হয়েছিল। ‘কুইন’ যেমন এক মেয়ের বেঁচে থাকা আর আত্মবিশ্বাসের গল্প ঠিক সোয়েটার মুভিও তাই।সিনেমার অনেক দৃশ্যে আপনার চোখে জল আসবে। অনেক মেয়ের না বলা গল্প শোনাবে ‘সোয়েটার’।
রূপের পাশাপাশি মেয়েদের সব কাজ জানতে হয়, তা না হলে সেই মেয়ের বিয়ে দেয়া কঠিন হয়ে পড়ে। কিন্তু সমাজের এই একপেশে ধারণা বদলানো প্রয়োজন। ইশা সাহা পুরো মুভিতে মুগ্ধ করেছে আর হৃদয় ছুঁয়েছে।
পাশাপাশি খরাজ মুখার্জী, সৌরভ দাস, শ্রীলেখা মিত্র ও ফারহান ইমরোজ প্রত্যেকেই সিনেমার স্বাদটা কয়ধাপ বাড়িয়ে দিয়েছে।
দার্জিলিং-এর পাহাড়ি মনোরম পরিবেশে সিনেমার শ্যুটিং হয়েছে যাতে চোখ জুড়িয়ে যায়।
সিনেমার প্রত্যেকটি গান শ্রুতিমধুর আর হৃদয়ছোঁয়া। ‘প্রেমে পড়া বারণ’, ‘আজ আমার আকাশ জুড়ে’, ‘এরা সুখের লাগি’, ‘আদুরে দিন’ প্রত্যেকটা গান শুনলে বাঙ্গালি নস্টালজিক হতে বাধ্য। আমার নিজের সবচেয়ে প্রিয় গান রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আর সুরে ‘এরা সুখের লাগি’, যে গানটা সিনেমায় গেয়ছেন ইমন চক্রবর্তী। লগ্নাজিতার গাওয়া ‘প্রেমে পড়া বারণ’ নিয়ে আলাদা করে কিছু বলার নেই। এই রকম গান বছরে এক-দুটো আসে।
সবমিলিয়ে আপনি দু ঘন্টা মন্ত্রমুগ্ধের মত উপভোগ করতে পারবেন ‘সোয়েটার’। শেষ মুহূর্তে সিনেমার রেশ রয়ে যাবে আপনার মনে আর বারবার গেয়ে যাবেন ‘আজ আমার আকাশে জুড়ে সন্ধ্যে নামে, ট্রেন স্টেশনে পৌঁছানোর আগেই থামে’।
পৃথিবীর সব মেয়েরা আত্মবিশ্বাস নিয়ে বড় হোক আর আকাশ জুড়ে হাজার তারার স্বপ্ন বুনুক আর সেই স্বপ্ন আলো হয়ে ধরা দিক তার অলিন্দে।
লিখেছেনঃ Jubair Hasan Niloy
লিখেছেন: Reef Reef
Facebook page: Cinemabaaz
অন্যান্য মুভি ডাউনলোড ও ব্লগের জন্য ভিজিট করুনঃ Blog