Tangerines (2013) Movie Review

Tangerines (2013)

Share This Post

Tangerines (2013)

ভুপেন হাজারিকার কালজয়ী গানের সেই লাইনটা দিয়েই শুরু করছি, “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।” 

ছোট পরিসর আর স্বল্প অভিনেতা নিয়ে অনেক বেশী শক্তিশালী বার্তা যে সিনেমা দিয়ে দেওয়া যায় তাই প্রমাণ করেছেন এই ছবির পরিচালক Zaza Urushadze। তিনি সহ আরো ৩ জনের ভাবনা থেকে আসে এমন একটি মাস্টারপিস মুভির স্ক্রিপ্ট।
সিনেমায় ফুটিয়ে তোলা হয়েছে ১৯৯২-১৯৯৩ সালের আবখাজিয়া (এস্তোনিয়ার একটি অংশ) ও সদ্য স্বাধীন জর্জিয়ার যুদ্ধ, যুদ্ধের ফলে সাধারণ মানুষের জীবন-জীবিকার উপর প্রভাব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা দেখানো হয়েছে সেটা আমার মতে “মানবতা”। মানুষ আসলে চাইলেই মানুষের জন্য কি করতে পারে সেটা আসলে মানুষ নিজেই জানেনা।

যাইহোক, সিনেমার প্রধান ৪ টি চরিত্র যথাক্রমে ইভো,মার্গোস, আহমেদ, নিকা।

কাহিনী সংক্ষেপঃ
টানজেরিন বা ম্যান্ডারিন অর্থ কমলালেবু বিশেষ। যুদ্ধ চলাকালীন সময়ে অফুরন্ত কমলার ফলন। যেদিকে চোখ যায় শুধু  কমলাময়। সবুজ পাতার সাথে পাল্লা দিয়ে সংখ্যা প্রকাশ করতে চাচ্ছে কমলালেবুরা।


সেই কমলাকে ঘিরেই মালিকের ছোট স্বপ্ন যে কোনমতে বেঁচে পরিবারের সাথে যোগ দেওয়া নিরাপদ শহরে যেখানে পরিবার কে আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে।

ইভো কমলা প্যাকিং ও পরিবহনের জন্য কাঠের ফ্রেম তৈরী করছে, এমন একটি দৃশ্য দিয়ে শুরু হয় মুভিটি। সাথে মন ছুঁইয়ে যাওয়া মিষ্টি মিউজিক।

অন্যদিকে আরেক বন্ধু মার্গোস গাছ থেকে কমলা সংগ্রহ করা নিয়ে ব্যাস্ত।

এদিকে ফলগুলো পেকে নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু তা বাজারজাতকরণ এর কোন পন্থা নেই। বিভিন্ন পথ খুজতে থাকা।
এরই মধ্যে একজন চেচেন ও একজন জর্জিয়ান কে আহত অবস্থায় উদ্ধার করে ইভো ও মার্গোস।
এভাবেই এইগিয়ে যায় মুভির কাহিনি। যেখানে আমি চাইলেও আপনাদের আর বেশী বলতে পারছিনা। তাহলে হতো পরবর্তীতে ১ ঘন্টা ২৭ মিনিটের সিনেমাটি দেখে ততটা আনন্দ অনুভব করা থেকে বঞ্চিত হবেন।

*সিনেমার থিম মিউজিকটা অসাধারণ। অসংখ্য বার শুনেছি আমি। এমন মুভি খুব কম হয়। হাতে গোনা যাবে এসব মুভির সংখ্যা। কমার্শিয়াল সিনেমার ভীড়ে  এসব মাস্টারপিস ঢাকা পড়ে যায়।

না দেখে থাকলে দেখবেন।
আশা করি খুব ভাল লাগবে।

মুভিটির ডাউনলোড লিংক নিচে দেওয়া আছে। চাইলে দেখে নিতে পারেন অসাধারণ Tangerines (2013) মুভিটি।

মুভির জন্য ভিজিট করুন এই লিংকে। 

More To Explore

Cinema Paradiso (1988) সিনেমা রিভিউ

🎬 Movie ⭕ Cinema Paradiso (1988) ইতালির সিসিলি অঞ্চলে ছোট্ট একটি শহর জিয়ানসালদো। শহরের বাসিন্দাদের মাঝে আনন্দের খোরাক একমাত্র সিনেমা হল৷ যেটির প্রজেকশনিস্ট হিসেবে কাজ

Read More »

The Godfather : Part 2,3 সিনেমা রিভিউ

🎬 Movie ⭕ The Godfather : Part 2,3 গড ফাদার ট্রিলজিকে বলা যায় ক্রাইম ড্রামার অগ্রপথিক এবং সফল কাণ্ডারী। Goodfellas এর মত সারা জাগানো সিনেমা

Read More »