Tangerines (2013) Movie Review

Tangerines (2013)

Share This Post

Tangerines (2013)

ভুপেন হাজারিকার কালজয়ী গানের সেই লাইনটা দিয়েই শুরু করছি, “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।” 

ছোট পরিসর আর স্বল্প অভিনেতা নিয়ে অনেক বেশী শক্তিশালী বার্তা যে সিনেমা দিয়ে দেওয়া যায় তাই প্রমাণ করেছেন এই ছবির পরিচালক Zaza Urushadze। তিনি সহ আরো ৩ জনের ভাবনা থেকে আসে এমন একটি মাস্টারপিস মুভির স্ক্রিপ্ট।
সিনেমায় ফুটিয়ে তোলা হয়েছে ১৯৯২-১৯৯৩ সালের আবখাজিয়া (এস্তোনিয়ার একটি অংশ) ও সদ্য স্বাধীন জর্জিয়ার যুদ্ধ, যুদ্ধের ফলে সাধারণ মানুষের জীবন-জীবিকার উপর প্রভাব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা দেখানো হয়েছে সেটা আমার মতে “মানবতা”। মানুষ আসলে চাইলেই মানুষের জন্য কি করতে পারে সেটা আসলে মানুষ নিজেই জানেনা।

যাইহোক, সিনেমার প্রধান ৪ টি চরিত্র যথাক্রমে ইভো,মার্গোস, আহমেদ, নিকা।

কাহিনী সংক্ষেপঃ
টানজেরিন বা ম্যান্ডারিন অর্থ কমলালেবু বিশেষ। যুদ্ধ চলাকালীন সময়ে অফুরন্ত কমলার ফলন। যেদিকে চোখ যায় শুধু  কমলাময়। সবুজ পাতার সাথে পাল্লা দিয়ে সংখ্যা প্রকাশ করতে চাচ্ছে কমলালেবুরা।


সেই কমলাকে ঘিরেই মালিকের ছোট স্বপ্ন যে কোনমতে বেঁচে পরিবারের সাথে যোগ দেওয়া নিরাপদ শহরে যেখানে পরিবার কে আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে।

ইভো কমলা প্যাকিং ও পরিবহনের জন্য কাঠের ফ্রেম তৈরী করছে, এমন একটি দৃশ্য দিয়ে শুরু হয় মুভিটি। সাথে মন ছুঁইয়ে যাওয়া মিষ্টি মিউজিক।

অন্যদিকে আরেক বন্ধু মার্গোস গাছ থেকে কমলা সংগ্রহ করা নিয়ে ব্যাস্ত।

এদিকে ফলগুলো পেকে নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু তা বাজারজাতকরণ এর কোন পন্থা নেই। বিভিন্ন পথ খুজতে থাকা।
এরই মধ্যে একজন চেচেন ও একজন জর্জিয়ান কে আহত অবস্থায় উদ্ধার করে ইভো ও মার্গোস।
এভাবেই এইগিয়ে যায় মুভির কাহিনি। যেখানে আমি চাইলেও আপনাদের আর বেশী বলতে পারছিনা। তাহলে হতো পরবর্তীতে ১ ঘন্টা ২৭ মিনিটের সিনেমাটি দেখে ততটা আনন্দ অনুভব করা থেকে বঞ্চিত হবেন।

*সিনেমার থিম মিউজিকটা অসাধারণ। অসংখ্য বার শুনেছি আমি। এমন মুভি খুব কম হয়। হাতে গোনা যাবে এসব মুভির সংখ্যা। কমার্শিয়াল সিনেমার ভীড়ে  এসব মাস্টারপিস ঢাকা পড়ে যায়।

না দেখে থাকলে দেখবেন।
আশা করি খুব ভাল লাগবে।

মুভিটির ডাউনলোড লিংক নিচে দেওয়া আছে। চাইলে দেখে নিতে পারেন অসাধারণ Tangerines (2013) মুভিটি।

মুভির জন্য ভিজিট করুন এই লিংকে। 

More To Explore

Kathbirali (2019)-cinemabaaz.xyz

Kathbirali (2019) Bengali Movie

Kathbirali (2019) Bengali Movie বাংলাদেশের ঋতু বৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত মোহনীয়। যদিও কালের বিবর্তনে আর জলবায়ু পরিবর্তনের প্রভাবে এখন আর সেই ষড় ঋতুর বাংলাদেশ

Read More »
Rehana Maryam Noor (2021) cinemabaaz.xyz

Rehana Maryam Noor (2021) Movie review

‘রেহানা মরিয়ম নূর’ আমি ভাবছিলাম, লেখাটি শুরু করবো ঠিক কোন জায়গা থেকে। এই সিনেমার শুরু নেই। এই সিনেমার শেষ নেই। এই সিনেমায় যতগুলো প্রশ্ন করা

Read More »
Shame (2011)-cinemabaaz.xyz

Shame (2011) Movie Review in Bangla

18+ (Alert) Shame (2011) Movie Review in Bangla মুভির নাম Shame বা লজ্জা, আর এই নামটি কেনো রাখা হয়েছে তা আপনারা মুভিটা দেখার পরই বুঝতে

Read More »
Thalaivii (2021) -cinemabaaz.xyz

Thalaivii (2021) Movie Bangla Review

[স্পয়লারবিহীন ] Thalaivii (2021) Movie Bangla Review ১৯৬৫ সালে আবির্ভাব হল তামিলনাড়ুর একজন নতুন নায়িকা জয়ললিতার।আর সেই জনপ্রিয় নায়িকার জীবনি নিয়েই তৈরি হয়েছে “থালাইভি”। ১৯৬৫

Read More »
Stand By Me (1986)-CINEMABAAZ.XYZ

Stand By Me (1986) Movie Bangla Review

Stand By Me (1986) Movie Bangla Review সোজা কথায় এটা একটা ক্ল্যাসিক মাস্টারপিস, এবং মাস্টওয়াচ। আচ্ছা একটা গান কি আপনাদের মনে আছে? ‘ পুরনো সেই

Read More »
Malena (2000)-cinemabaaz.xyz

Malèna (2000) Movie Review in Bangla

“হাম নে মুহাব্বাত কে নাশে মেঁ আ কার উস কো খুদা বান ডালাহোঁশ তাব আয়া জাব উস নে কাহাঁ কে খুদা কিসি এক কা নাহি

Read More »