Tangerines (2013) Movie Review

Tangerines (2013)

Share This Post

Tangerines (2013)

ভুপেন হাজারিকার কালজয়ী গানের সেই লাইনটা দিয়েই শুরু করছি, “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।” 

ছোট পরিসর আর স্বল্প অভিনেতা নিয়ে অনেক বেশী শক্তিশালী বার্তা যে সিনেমা দিয়ে দেওয়া যায় তাই প্রমাণ করেছেন এই ছবির পরিচালক Zaza Urushadze। তিনি সহ আরো ৩ জনের ভাবনা থেকে আসে এমন একটি মাস্টারপিস মুভির স্ক্রিপ্ট।
সিনেমায় ফুটিয়ে তোলা হয়েছে ১৯৯২-১৯৯৩ সালের আবখাজিয়া (এস্তোনিয়ার একটি অংশ) ও সদ্য স্বাধীন জর্জিয়ার যুদ্ধ, যুদ্ধের ফলে সাধারণ মানুষের জীবন-জীবিকার উপর প্রভাব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা দেখানো হয়েছে সেটা আমার মতে “মানবতা”। মানুষ আসলে চাইলেই মানুষের জন্য কি করতে পারে সেটা আসলে মানুষ নিজেই জানেনা।

যাইহোক, সিনেমার প্রধান ৪ টি চরিত্র যথাক্রমে ইভো,মার্গোস, আহমেদ, নিকা।

কাহিনী সংক্ষেপঃ
টানজেরিন বা ম্যান্ডারিন অর্থ কমলালেবু বিশেষ। যুদ্ধ চলাকালীন সময়ে অফুরন্ত কমলার ফলন। যেদিকে চোখ যায় শুধু  কমলাময়। সবুজ পাতার সাথে পাল্লা দিয়ে সংখ্যা প্রকাশ করতে চাচ্ছে কমলালেবুরা।


সেই কমলাকে ঘিরেই মালিকের ছোট স্বপ্ন যে কোনমতে বেঁচে পরিবারের সাথে যোগ দেওয়া নিরাপদ শহরে যেখানে পরিবার কে আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে।

ইভো কমলা প্যাকিং ও পরিবহনের জন্য কাঠের ফ্রেম তৈরী করছে, এমন একটি দৃশ্য দিয়ে শুরু হয় মুভিটি। সাথে মন ছুঁইয়ে যাওয়া মিষ্টি মিউজিক।

অন্যদিকে আরেক বন্ধু মার্গোস গাছ থেকে কমলা সংগ্রহ করা নিয়ে ব্যাস্ত।

এদিকে ফলগুলো পেকে নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু তা বাজারজাতকরণ এর কোন পন্থা নেই। বিভিন্ন পথ খুজতে থাকা।
এরই মধ্যে একজন চেচেন ও একজন জর্জিয়ান কে আহত অবস্থায় উদ্ধার করে ইভো ও মার্গোস।
এভাবেই এইগিয়ে যায় মুভির কাহিনি। যেখানে আমি চাইলেও আপনাদের আর বেশী বলতে পারছিনা। তাহলে হতো পরবর্তীতে ১ ঘন্টা ২৭ মিনিটের সিনেমাটি দেখে ততটা আনন্দ অনুভব করা থেকে বঞ্চিত হবেন।

*সিনেমার থিম মিউজিকটা অসাধারণ। অসংখ্য বার শুনেছি আমি। এমন মুভি খুব কম হয়। হাতে গোনা যাবে এসব মুভির সংখ্যা। কমার্শিয়াল সিনেমার ভীড়ে  এসব মাস্টারপিস ঢাকা পড়ে যায়।

না দেখে থাকলে দেখবেন।
আশা করি খুব ভাল লাগবে।

মুভিটির ডাউনলোড লিংক নিচে দেওয়া আছে। চাইলে দেখে নিতে পারেন অসাধারণ Tangerines (2013) মুভিটি।

মুভির জন্য ভিজিট করুন এই লিংকে। 

More To Explore

Carnival Row (2019) -cinemabaaz.xyz

Carnival Row (2019) Series Bangla Review

Carnival Row (2019) Series Bangla Review ফ্যে (পরী) দের আবাসস্থল টির্নানক ছিলো ধনসম্পদে পরিপূর্ণ এক জায়গা।এত ধনসম্পদ দেখে স্বভাবতই তা হাতিয়ে নেবার চেষ্টা করবে এটাই

Read More »
Oldboy (2003)-cinemabaaz.xyz

Oldboy (2003) Movie Bangla Review

Movie: Oldboy (2003) Genre: Thriller/Korean / 18+ Warning Google rating:90% IMDb:8.4/10 PR:9/10 Little Spoiler Warning Oldboy (2003) Movie Bangla Review আমি আজকে আপনাদের সাথে শেয়ার

Read More »
The Innocent (2021)-cinemabaaz.xyz

𝗧𝗵𝗲 𝗜𝗻𝗻𝗼𝗰𝗲𝗻𝘁 -(𝟮𝟬𝟮𝟭) Movie Review in Bangla

রিভেঞ্জ থ্রিলার গল্প যাদের ভালো লাগে তাদের এই সিরিজ টা অনেক ভালো লাগবে । প্রতিশোধের নেশা মাথায় চেপে বসলে তা কোথায় গিয়ে দাঁড়ায় এই সিরিজ

Read More »
Tokyo Trial (2016)-cinemabaaz.xyz

Tokyo trial (2016) Series Bangla Review

আপনি কি কোনদিন দক্ষিণাঞ্চলের বরিশাল/ভোলাতে গেছেন? যদি গিয়ে থাকেন তাহলে সম্ভবত অনেক জায়গায় লঞ্চ টার্মিনালে সম্ভবত এমন লেখা দেখছেন এই লঞ্চ টার্মিনালটা জাপান সরকারের সহায়তায়

Read More »
Salman Shah-cinemabaaz.xyz

চিত্রনায়ক সালমান শাহ মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা

চিত্রনায়ক সালমান শাহ মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জন্ম: ১৯ সেপ্টেম্বর ১৯৭১ মৃত্যু: ৬ সেপ্টেম্বর ১৯৯৬ অভিনেতা ও মডেল তার প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। টেলিভিশন

Read More »