Review of the Tumbbad (2018)

Tumbbad (2018)

Share This Post

মুভিটি বানাতে প্রায় ছয় বছর লেগে যায়। এর আগে সম্পুর্ণ গল্প লেখতে চার বছর লেগেছিল। ৭টি প্রোডাকশন হাউজ মুভিটির কাজ হাতে নিয়েও ফিরে যায়। বলছিলাম ‘Tumbbad (2018)’ মুভিটির কথা।

Tumbbad (2018)

Genre – Mythological, Horror

Filmed By – Rahi Anil Barve, Anand Gandhi

IMDb – 8.3

Rotten Tomatoes – 85%

মানতে কষ্ট হলেও এটাই সত্যি, এত সময় ব্যয় করে এত পরিশ্রম করে মুভিটি বানিয়ে রিলিজ দিলেও বক্স অফিসে বাজেভাবে মুখ থুবরে পড়ে।

[Tumbbad (2018) Review স্পয়লার এলার্ট]

তখন ভারতে ব্রিটিশ শাসণ চলমান। তৎকালীন মহারাষ্ট্রের তুম্বাড গ্রামে গুপ্ত সম্পদের কথা মুভিতে তুলে ধরা হয়েছে। যেখানে একটা মন্দিরে হাস্তারের পূজো করা হতো। হাস্তার দেব-দেবীদের দ্বারা অভিশপ্ত ছিল। হাস্তার আর গ্রামের গুপ্তসম্পদের সম্পর্ক কি তা জানতে দেখতে বসে পড়ুন মুভিটি মেকিংঃ মুভির কনসেপ্ট ছিল টপ নচ। এমন কনসেপ্ট সচরাচর তেমন ইন্ডিয়ায় পাওয়া যায়না। চার বছরের লেখার ফল এই তুম্বাড। রাইটিং নিয়ে কিছু বলার নেই। কতটা ধৈর্য্য আর আত্মবিশ্বাস থাকায় দমে থাকেননি। মুভির ডিরেকশন দুর্দান্ত ছিল। লোকেশন, ব্যাকগ্রাউন্ড স্কোর, সাউন্ড ডিজাইনিং মুগ্ধ করার মতো। মুভির সিনেমাটোগ্রাফী আর কালার গ্রেডিং ছিল নজরকাড়া। সেই সাথে স্ক্রিনপ্লে খুব ভালো লেগেছে। মুভিতে বৃষ্টির সিনগুলো আসল ছিল। এমন লোকেশন খুজে বের করতে অনেক পরিশ্রম লেগেছে। রিয়েলিস্টিক ফিলি দেয়ার জন্য পারফেক্ট। মুভিতে প্রস্থেটিক মেক-আপের কাজ ও ছিল দেখার মতো। তাছাড়া বাজেট অনুযায়ী ভিএফএক্স খুব ভালো হয়েছে। মুভির প্রোডাকশন ডিজাইন জাস্ট অস্থির। অভিনয়ঃ অভিনয় নিয়ে বলতে গেলে সোহম শাহ্’র নাম সবার আগে আসবে। ওনার অভিনয় মুভিটিকে আরো জীবন্ত করে তুলেছে। একেকটা এক্সপ্রেশন দেখার মতো ছিল। শিশু শিল্পী মোহাম্মদ সামাদের অভিনয় ও ছিল নজরকাড়া। রঞ্জিনী চক্রবর্তী ও ওনার জায়গায় ঠিকই ছিলেন। সাপোর্টিং কাস্টে সবাই ভালো ছিল। ওভারঅল, তুম্বাড না দেখে থাকলে অনেক কিছুই মিস করেছেন। হতাশ তো দূর, এই মুভি আমায় বোর হতেই দেয়নি। বেশ ইঞ্জয়েবল লেগেছে।

Tumbbad (2018) Must Watch Movie

My Rating – 9/10

লিখেছেনঃ Nirob Ahmed

অন্যান্য ব্লগ পড়তে ক্লিক করুন

More To Explore

Sahaj Paather Gappo (2016)-cinemabaaz.xyz

এই শ্রেণিবৈষম্য, হাসি-কান্না, ভালোবাসা, দায়িত্ববোধ সহ অসংখ্য বিষয় খুব সহজেই আপনাকে শেখাবে এই “সহজ পাঠের গপ্পো”

আমাদের নেমন্তন্ন করবে তো ঠাকুর? তাইলে তখন কেনো কইলো না! মাটির দেয়ালে মাঝের জানালা দিয়ে আকাশপানে তাকিয়ে ছোটুর জিজ্ঞাসা। শৈশবের গল্প। গ্রামবাংলার গল্প। ভালবাসার গল্প।পার্বণের

Read More »

নিখাঁদ স্বাদের একটি মুভি “খাদ”

🎬 মুভিঃ খাদ (এডভেঞ্চার)⭕ পরিচালকঃ কৌশিক গাঙ্গুলি⭕ অভিনয়েঃ পল্লবী চ্যাটার্জি, অর্ধেন্দু ব্যানার্জী, মিমি চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, সাহেব ভট্টাচার্য, কৌশিক গঙ্গোপাধ্যায়, গার্গী রয় চৌধুরী⭕দৈর্ঘ্যঃ ২ ঘন্টা

Read More »

দি আইরিশম্যানের স্কোরস্যাসির সব ক্লাসিকগুলোর ন্যায় হয়ে যাবে চির-উজ্জ্বল হীরক

সিনেমার নেশা ধরার পর থেকে দু’হাজার সাত এর পরে দু’হাজার উনিশের মতো অনন্যসুলভ একটি বছরের সাক্ষী হতে পেরেছি। উভয় বছরই মাস্টারপিস সব ফিল্মে করেছে টইটুম্বুর।

Read More »

Short Review Of All Quentin Tarantino Films in Bengali

হলিউডের অন্যতম সেরা ও প্রভাবশালী ডিরেক্টর কুয়েন্টিন ট্যারেন্টিনো। চলচ্চিত্র তৈরির অদ্বিতীয় শৈলীর ঐশ্বর্যে তিনি সিনেমা ভক্তদের সহজেই আকৃষ্ট ও বিমোহিত করে আসছেন। ট্যারেন্টিনো মূলত সুপরিচিত

Read More »
Tangerines (2013)

Tangerines (2013) Movie Review

Tangerines (2013) ভুপেন হাজারিকার কালজয়ী গানের সেই লাইনটা দিয়েই শুরু করছি, “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।”  ছোট পরিসর আর স্বল্প অভিনেতা নিয়ে অনেক বেশী

Read More »