A bittersweet life (2005)
One late autumn night…The disciple woke up and crying. so the master asked did you have a nightmare?
The disciple replied No, I have a sweet dream!
Master again asked then why you crying so sadly? The disciple replied because the dream I had can’t come true!
’আমি যখন কর্ম দক্ষতার জন্য একটা ট্রেনিং সেন্টারে ছাত্র হিসেবে ছিলাম।আমার শিক্ষক আমার স্বভাবের দরুন প্রায়ই আমাকে বলতেন,’দক্ষতা অর্জনের পর যখন কর্মস্থলে যাবা তখন তোমার উর্ধতন যাকে ফলো করবা সে যদি একটা ভুলকে সঠিক হিসেবে তোমাকে মানতে বলে তুমি ঠিক সেটাই ফলো করবা।অর্থাৎ সঠিক হলে সঠিক,ভুল হলেও তা সঠিক।আর যদি সেটা না করো তবে তোমাকে পঁচতাতে হবে!
’আমি শুধু কানেই নিতাম সেটা আমার স্বভাবে তা গ্রহনযোগ্য কখনোই ছিলো না।অর্থাৎ সত্য যা তার পক্ষে সব সময়।বিগত ৫ বছর এই স্বভাবের জন্য আমাকে বহু সমস্যা ফেস করতে হয়েছে।কেনো বল্লাম আমার কাহিনী,যা মুভির প্লটকেই লীড করে!
আমরা নিজেদের জীবনের গল্প নিজেরাই লিখি। আমাদের লেখার মানের উপর ডিপেন্ড করবে আমাদের গ্রহনযোগ্যতা বা পরিচয়ের স্কোর।মাঝে মাঝে বুঝে উঠার আগেই সাজানো স্ক্রিপ্টে নেমে আসে আঁধার।যার ক্লো তো দূরে থাক সুযোগ মিলে না তা নিয়ে ভেবে দেখবার।ঘটনার তীব্রতায় এমন হয় জীবন সেখানেই থামিয়ে দেবার।আর সে অবস্থায় যদি মনে হয় মনে ভালোলাগা এসেছিলো ক্ষনিকের জন্য…
‘Once fine spring day. A disciple looked at some branches blowing into the wind. He asked his master, are the branches moving or it’s wind? Not even glancing to where his pupil was pointing!
Master laughed and replied,that which moves is neither the branches nor the wind.its your heart and mind!
’Truth is stranger than fiction.আপনি ভাবার আগেই অদ্ভুদ যত কর্মকান্ড তা আপনার সাথে ঘটতেই থাকবে আবার হতে পারে তা একতরফা শুনায় বা বুঝায়।A bittersweet life মুভিটা আপনাকে ভাবার সময় দিবেনা আসলে কেনো,দরকার ছিলো?মুভি লাভারদের অবশ্যই দেখার মতো একটি মুভি।উপভোগ্য হবে সিউর।
লীড রুলে Lee byung যথেষ্ঠ ভালো অভিনয় করেছে তারপরেও আমার নজর শুধু Hwang Jung হিয়ুনের উপর বেশী ছিলো যখন সে স্ক্রিনে এসেছিলো।মূলত হিয়ুনের নেগেটিভ রুল যথেষ্ট স্ট্রং প্লে করে যা আপনাকে মুভি লাভার হিসেবে পোষায়া দিবে।কোরিয়ান এক্টরদের মধ্যে টপ এর কাতারে প্রিয় একজন।
Movie:- A bittersweet life (2005)
Genre:-Crime, Drama
Director:-Kim Jee-woon
Cast:-Hwang Jung-min, Lee byung-Hun, Shin Min-ah
IMDb:-7.6/10
Personal:-8/10
লিখেছেনঃ Hossain Delowar