🎬 Axone (Akhuni) (2019)
🔰 IMDB: 7.0
🔰 Genre: Comedy-drama
🔰Actors: Sayani Gupta, Vinay Pathak, Dolly Ahluwalia, Lin Laishram, Adil Hussain.
ভৌগোলিক অবস্থান, জাতিগত ভিন্নতা, ধর্মীয় অনুশাসন, জলবায়ু সহ বেশকিছু কারণে মানুষের জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসে বহুবিধ পার্থক্য পরিলক্ষিত হয়। কোথাও কোথাও এমন সব খাবার খাওয়া হয় যেগুলোর কথা আমরা চিন্তাও করতে পারিনা।
এই যেমন ধরুন আমাদের বাংলাদেশে মুসলিম সমাজে পর্ক খাওয়া নিষিদ্ধ। কেউ খেলে, ধর্মীয় বিধিনিষেধ এর বাইরেও তাকে সামাজিক ভাবেও অনেক কথা শুনতে হয়৷ আবার আমারাই কত মজা ও আনন্দ করে বিফ খাচ্ছি। যার জন্য ভারতে অনেককেই জীবন দিতে হয়েছে!
আবার ধরুন চায়নায় ভিবিন্ন প্রদেশে সাপ,বাদুর, কিংবা কুকুর খাওয়া হচ্ছে আমাদের দেশে মুরগি খাওয়ার মত।
পৃথিবীব্যাপী প্রচলিত এসব খাবারের রেসিপি ও ভিন্ন। অনেক সময় বিভিন্ন উপাদান পঁচিয়ে সেটা দিয়ে খুব সুস্বাদু ডিশ তৈরী হয়। যেমন ধরুন, আমাদের গ্রামে কাজির ভাত ( চাল মাটির হাড়িতে অনেকদিন ভিজিয়ে রাখা হয়), চ্যাপা শুটকি ইত্যাদি৷ এই কাজির ভাত আর সাথে হরেক রকমের ভর্তা গ্রামের মানুষের কাছে খুবই উপভোগ্য ও সুস্বাদু একটি খাবার। কিন্তু কাজির ভাতে একটা পঁচা গন্ধ আছে, আর স্বাদটাও একটু টক টক যার ফলে ঢাকা কিংবা অন্যান্য অনেক অঞ্চলের মানুষ সহ্য করতে পারেনা৷ কিন্তু আমাকে যখন বলবেন আমিতো খুব মজা করেই খাবো, তাইনা!
কারণ জন্মের পর থেকেই আমি এটার সাথে অভ্যস্ত।
যাইহোক, Axone (2019) সিনেমার কথায় আসি এবার। ভারতের নর্থ ইস্টের বেশ কিছু উপজাতিদের একটি অন্যতম স্পেশাল ডিশ হচ্ছে “আখুনি”। যেকোন বড় কিংবা স্পেশাল উৎসবে এটা রান্না করা হয়। তবে সমস্যা হচ্ছে এটা রান্নার সময় একটা গন্ধ আসে যেটা অন্যদের ভাষায় সেপটিক ট্যাংকের গন্ধের মত।
দিল্লির এক বাসায় কয়েকজন উপজাতি তরুণী একটি ফ্লাটে থাকে। তাদের একজনের বিয়ে উপলক্ষে এই ডিশ টি তারা রান্না করতে চায়। আর এ নিয়েই বাধে যত বিপত্তি।
সিনেমাটিতে এই একটি খাবার রান্না কে কেন্দ্র করে স্ক্রিপ্ট রাইটার সুনিপুন ভাবে উপস্থাপন করেছেন কিভাবে জাতি-বর্ণ ভেদে বৈষম্য তৈরি হয়।
আমরা নিজেরাও এসব কাজ প্রতিনিয়তই করি৷
উপজাতিদের বাহ্যিক গড়ন কিংবা অনেক ক্ষেত্রে গায়ের রঙ নিয়ে বাজে মন্তব্য আমাদের কাছে খুবই স্বাভাবিক বিষয়৷
যেটা এই কমেডি-ড্রামার সিনেমার মাধ্যমে দারুণ ভাবে তুলে ধরা হয়েছে।
আমরা কখনো ভাবিনা আমাদের একটা বিরুপ মন্তব্য অন্যের জীবনে কি প্রভাব ফেলতে পারে। কোম ফলাফলের তোয়াক্কা না করেই যা ইচ্ছা বলে ও করে যাই।
সময় হয়েছে এসব বন্ধ করার৷
একটি সুন্দর ও উপভোগ্য সিনেমা তৈরির জন্য যা যা উপাদান থাকা দরকার এর প্রায় সবই উপস্থিত ছিল এই সিনেমায়।
সিনেমার বিজিএম আর উপজাতিয় ভাষায় গানগুলো দারুণ ছিল।
আরোও অনেক কিছু লিখতে ইচ্ছে করছিল। তবে থামতে হলো।
খুব খুব খুবই ভালো একটি সিনেমা Axone (2019) যদি আপনি এর ইনার ম্যাসেজটা বুঝতে পারেন।
আর না বুঝলেও স্বাভাবিকভাবেই এন্টারটেইন হবেন।
হ্যাপি ওয়াচিং ❤️
Download The Movie from