Defiance (2008) মুভি রিভিউ

Share This Post

🎬 Defiance (2008)
🔰 Genre: War, Drama
🔰 Director: Edward Zwick
🔰 Actors: Daniel Craig, Liev Schreiber, Alexa Davalos, Jamie Bell
🔰 Runtime: 2h 17m
🔰 IMDB: 7.2

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ইহুদিদের উপর হিটলারের নাৎসি বাহিনীর নারকীয়তা সম্পর্কে কম বেশী সকলেরই জানা আছে। আবার অনেকেই আছে এই বিষয়টা না জেনেই ইহুদি হত্যা করার জন্য হিটলারকে সমর্থন করেন৷ অনেককে হিটলারকে সমর্থন করে একটা কমন বাক্য বলতে দেখা যায়। সেটা হলো, “পৃথিবীর মানুষ একদিন বুঝবে আমি কেন ইহুদিদের হত্যা করেছি।”
আসলে এটা অনেকেই পজিটিভ ভাবে নিয়ে হিটলারের ইহুদি হত্যার সিদ্ধান্তের প্রতি সমর্থন জানায়। কেননা নিকট অতীতে ইহুদিদের বর্তমান আবাসস্থল ইসরায়েল ফিলিস্তিনের উপর যে হামলা চালিয়েছে সেটির জন্য।
তবে ফিলিস্তিনের উপর ইসরায়েলের আক্রমণ যতটা ঘৃণ্য ও নারকীয়, ঠিক ততটাই (ক্ষেত্রবিশেষে এর চেয়ে বেশী) ঘৃণ্য ছিল হিটলার কর্তৃক ইহুদি নিধনের নারকীয় কর্মকাণ্ড। 
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমাটি তার একটি প্রকৃষ্ট উদাহরণ। 

 সিনেমার গল্পঃ 1941 সালে, নাৎসি সৈন্যরা বেলারুশ দখলের পর পূর্ব ইউরোপীয় ইহুদিদের নৃশংস ভাবে হত্যা করছে।  তিন ভাই টুভিয়া (ড্যানিয়েল ক্রেইগ), জুস (লাইভ শ্রেইবার) এবং আসায়েল (জেমি বেল) বাল্যকালে তারা যে বনে খেলা করেছিল সেখানে পালিয়ে গিয়ে আশ্রয় নেয়।  পরবর্তীতে একে একে অন্য অনেকেই সেখানে আশ্রয় নেয়৷ তারা সেখানে একটি ক্যাম্প গড়ে তুলে। নানা প্রতিকূলতা ও বেশ কিছু যুদ্ধের মাধ্যমে তাড়া লড়াই চালিয়ে যায় প্রায় দীর্ঘ ৩ বছর।
অবশেষে তারা কতজনকে বাঁচাতে পেরেছিল এবং কিভাবে তা জানতে হলে মুভিটি দেখুন।

⭕ পরিচালনাঃ পরিচালনায় ছিলেন The Blood Diamond ও The Last Samurai এর পরিচালক Edward Zwick. তার মেধা ও পরিচালনা নিয়ে কারো প্রশ্ন থাকার কথা নয়৷ অন্য সিনেমাগুলোর মতই এই সিনেমাটিতেও তার কাজের ছাপ স্পষ্ট। 

⭕ অভিনয়ঃ প্রধান চরিত্রে ছিলেন জেমস বন্ড খ্যাত অভিনেতা Daniel Craig. তার প্লে করা টুভিয়া চরিত্রটি ছিল দারুণ।  এছাড়াও অন্যান্য চরিত্রগুলোতে অসাধারণ অভিনয় করেছেন Liev Schreiber, Alexa Davalos, Jamie Bell.

⭕ সিনেমাটোগ্রাফিঃ যুদ্ধ ও ঐতিহাসিক সিনেমাগুলোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সিনেমাটোগ্রাফি৷ এই সিনেমার সিংহভাগই চিত্রায়ণ করা হয়েছে বনের ভেতর৷ এছাড়া শীতকালের বরফ আচ্ছাদিত বন কিংবা গ্রীষ্মের প্রতিচ্ছবি খুব সুন্দর ভাবে পর্দায় উপস্থাপন করা হয়েছে।

সব মিলিয়ে দারুণ একটি সিনেমা। নিঃসন্দেহে ভাল লাগবে৷

হ্যাপি ওয়াচিং 🙂

More To Explore

Kumbalangi Nights (2019)-cinemabaaz.xyz

Kumbalangi Nights (2019) Movie Review

🎬 Movie – Kumbalangi Nights (2019)🔰 Drama – Drama/Romance🔰 Runtime – 2hours 15 Minutes🔰 Cast – Fahadh Fassil, Shane Nigam, Soubin Shahir, Sreenath Bhasi, Mathew Thomas🔰 Director – Madhu C.

Read More »
Khoj (2017)-cinemabaaz.xyz

খোঁজ (২০১৭) মুভি রিভিউ

সিনেমাঃ খোঁজ (২০১৭)🔰 ধরণঃ থ্রিলার, ক্রাইম, মিস্ট্রি🔰 চিত্রনাট্য ও পরিচালনাঃ অর্ক গাঙ্গুলি🔰 অভিনয়েঃ Bikram Chatterjee, Shataf Figar, Zara Khan🔰 দৈর্ঘ্যঃ ১ ঘন্টা ৫৬ মিনিট🔰 আইএমডিবিঃ

Read More »
Ramdhanu The Rainbow (2014)-cinemabaaz.xyz

রামধনু (২০১৪) মুভি রিভিউ

মা, আমি পারলাম না, তোমাকে খুশি করতে পারলাম না। একটি সুইসাইড নোট* এইতো কদিন আগেই এস এস সি পরীক্ষার ফল প্রকাশ হলো৷ তার পরবর্তী ২/৩

Read More »
Khaad (2014)

খাদ মুভি রিভিউ

🎬 মুভিঃ খাদ (এডভেঞ্চার)⭕ পরিচালকঃ কৌশিক গাঙ্গুলি⭕ অভিনয়েঃ পল্লবী চ্যাটার্জি, অর্ধেন্দু ব্যানার্জী, মিমি চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, সাহেব ভট্টাচার্য, কৌশিক গঙ্গোপাধ্যায়, গার্গী রয় চৌধুরী⭕দৈর্ঘ্যঃ ২ ঘন্টা

Read More »