How to Download movies from torrent!

আমরা অনেকেই জানিনা যে, খুব সহজেই আমরা টরেন্ট সাইটগুলো থেকে মুভি বা যেকোন প্রয়োজনীয় ফাইল ডাউনলোড করতে পারি। টরেন্ট সাইটগুলো থেকে  কিছু ডাউনলোড করতে হলে  আপনাকে ২ টি ধাপ অনুসরণ করতে হবে। ০১. সর্বপ্রথম আপনাকে utorrent  এ্যপটি ডাউনলোড করতে হবে। আপনি যদি পিসি ব্যবহার করেন তাহলে নিচের ছবিটিতে ক্লিক করলেই আপনার ডাইনলোড অপশনটি পেয়ে যাবেন। আর আপনি যদি এন্ড্রয়েড চালিত মোবাইল ফোন ব্যবহার করেন তাহলে গুগল প্লে স্টোর থেকেই এ্যপটি ডাউনলোড করে নিতে পারবেন। ০২.এ্যপটি ডাউনলোড হয়ে গেলে আপনি Pirateproxy অথবা Watchsomuch এর মত কোন একটি টরেন্ট সাইটে ব্রাউসার দিয়ে ঢুকবেন। আপনি যদি Pirateproxy  তে ঢুকেন তাহলে নিম্নের ছবির মত একটি পেজ আসবে যেখানে একটি সার্চ বার থাকবে। এবার আপনি আপনার চাহিদা অনুযায়ী সার্চ করুন। সার্চ রেসাল্ট সহ নিম্নের ছবির মত একটি পেজ আসবে। এবার আপনার কাঙ্খিত লিংকটি বেছে নিন। তখন নিম্নের ছবির মত একটি পেজ আসবে। এবার ম্যাগনেট/চুম্বক চিহ্নিত GET THIS TORRENT বাটনে ক্লিক করুন। এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার ডাউনলোড করা টরেন্ট এ্যপসে চলে যাবে এবং সেখানেই আপনি যাবতীয় তথ্য দেখতে পাবেন। কেউ যদি Watchsomuch থেকে মুভি ডাউনলোড করতে চান তাহলে নিম্নের ছবির মত পেজ আসবে। এরপর আপনার কাঙ্খিত মুভিটির উপর ক্লিক করুন। নিম্নের ছবির মত একটি পেজ আসবে এবং ডাউনলোড বাটোনে ক্লিক করার পর কোয়ালিটি দেখাবে। এরপর আপনার কাঙ্খিত কোয়ালিটিটি বাছাই করে ক্লিক করার পর নিম্নের ছবির মত একটি পপ-আপ পেজ আসবে। যেখানে ডাউনলোড বাটনে ক্লিক করার পর ভিন্ন ভিন্ন মেথড দেখাবে। আপনি ম্যাগনেট/চুম্বক চিহ্নিত মেথড ১ এ ক্লিক করার পর স্বয়ংক্রিয়ভাবে  আপনার ডাউনলোড করা টরেন্ট এ্যপসে চলে যাবে এবং সেখানেই আপনি যাবতীয় তথ্য দেখতে পাবেন। ***এছাড়া যারা Iphone  ব্যবহার করেন তাদের হতাশ হবার কিছু নেই। তারা নিচের ভিডিও টি দেখে ন্মিতে পারেন যে কিভাবে Iphone দিয়ে টরেন্ট ফাইল ডাউনলোড করা যায়।
আশা করি তথ্যগুলো আপনার মুভি ডাউনলোড করা ও মুভি দেখায় সাহায্য করবে। এছাড়াও যেকোন প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।