Your Name (2016) সিনেমা রিভিউ

Share This Post

✪ Your Name ✪
.
➤ Original Title: Kimi No Na Wa
➤ Release : 2016
➤ Gener: Animation, Drama, Romance, Fantasy
➤ Country: Japan
➤ Director: Makoto Shinkai
➤ Studio: Comix Wave
➤ Box Office: 359.9 Million (Worldwide)
➤ Rotten Tomatoes: 98%

➤ IMDB Rating: 8.4/10

.
প্লটঃ- জাপানের ইতোমরি নামের একটা ছোট শহরে মিতসুহা নামে এক হাইস্কুল পড়ুয়া কিশোরি বাস করে। সে তার জীবন নিয়ে অখুশি। বড়ই একঘেয়ে লাগে এই শহরের জীবন। টোকিও শহরটাকে সে খুব পছন্দ করে। মাঝে মাঝে সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে পরের জন্মে যেন সে টোকিও শহরে জন্ম গ্রহন করে। এদিকে টোকিও শহরেও তাকি নামে একজন হাইস্কুল পড়ুয়া কিশোর বাস করে। সেও তার জীবন নিয়ে খুশি নয়। এখন হঠাৎ একদিন দেখা যায় মিতসুহার আত্না চলে গেছে টোকিও শহরের তাকির শরীরে এবং তাকির আত্না চলে গেছে ইতোমরি শহরের মিতসুহার শরীরে। কিন্তু তাদের মধ্যে কখনও কোন যোগাযোগ ছিলো না এবং তারা একে অপরকে চিনতোও না। তাহলে এমন হলো কেন?…প্রথমে তাদের কাছে ব্যাপারটা ভৌতিক, বিস্ময়কর লাগলেও ধীরে ধীরে তারা মানিয়ে নেয় এ পরিস্থিতিতে। একসময়ে তারা একে অপরকে ভালোবেসে ফেলে। কিন্তু এ সময়েই হঠাৎ এই আত্না বদল হওয়া থেমে যায়। তখন তাকি মিতসুহাকে খোজার জন্য বেরিয়ে পড়ে এবং খুজতে গিয়ে বেরিয়ে আসে অবাক করে দেয়ার মতো সব তথ্য। এভাবে কাহিনি এগোতে থাকে এবং বাকিটা জানার জন্য পুরো মুভি দেখতে হবে।
.
পরিচালক মাকোতো শিনকাই এর আগে ‘Voice Of A Distance Star’, ‘5 Centimeter Per Second’, ‘The Garden Of Words’, ‘The Place Promised In Our Early Days’ ইত্যাদি এনিমে মুভি বানিয়ে মোটামুটি আলোচনা সৃষ্টি করেছিলেন। এরপর ২০১৬ সালে তিনি Your Name/Kimi No Na Wa উপন্যাসটি লেখেন। উপন্যাসটা প্রকাশিত হবার পর বেশ আলোড়ন সৃষ্টি করে। এরপর তিনি এই উপন্যাসের উপর ভিত্তি করেই Your Name মুভিটা বানান। প্রথমত রোমান্স আর ফ্যান্টাসির মিশেলে এই অদ্ভুদ সুন্দর গল্পটির জন্য মাকোতো শিনকাইকে সাধুবাদ জানাই। রোমান্স মূল লক্ষ্য হলেও ফ্যান্টাসি বিষয়টা পুরো মুভিজুড়ে তাকে আগলে রেখেছে। সাথে জাপানের প্রাচীন কিছু সংস্কৃতিকে আলোকপাত করা হয়েছে যেটা মূলত ফ্যান্টাসি বিষয়গুলোর মূল পয়েন্ট হিসেবে কাজ করেছে। স্ক্রিনপ্লে অত্যন্ত ভালো, রোমান্স, কমেডি, ফ্যান্টাসি, ইমোশন সবকিছু সুন্দরভাবে একসাথে ব্লেন্ড করা হয়েছে। তবে ফ্যান্টাসি বিষয়গুলোর জন্য স্ক্রিনপ্লে একটু জটিল হয়ে গেছে। এজন্য মনযোগ দিয়ে দেখতে হবে। কমিক্সওয়েভ স্টুডিওর এখন পর্যন্ত সেরা টেকনিকাল কাজ এ মুভিতে দেখতে পাওয়া যায়। 2D এনিমেশন কোয়ালিটি হলেও সুন্দর আর্টওয়ার্ক, অসাধারণ ভিজুয়াল ইফেক্ট এ মুভির সৌন্দর্যকে হাজারগুন বৃদ্ধি করেছে। আর ফ্যান্টাসি জনরা হলেও মুভিটাকে যথেষ্ট রিয়েলিস্টিক রাখা হয়েছে। এ মুভির সবথেকে বড় প্লাস পয়েন্ট হলো গান এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা এ মুভিকে প্রাণবন্ত করে তুলেছে। Radwimps রক ব্যান্ডের এই কাজ আজীবন মনে রাখার মতো। একটা দৃশ্যকে আবেগ ও পূর্নতা দান করার জন্য এবং সেখানের চরিত্রদের নিজেদের সাথে জুড়ে দেয়ার জন্য যথাযথ ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন এবং এখানেই Radwimps তাদের যাদু দেখিয়েছে। অত্যন্ত রিফ্রেশিং ও হার্টওয়ার্মিং তাদের মিউজিক এবং গানগুলাও চমৎকার, বারবার শোনার মতো। মুভির সংলাপগুলোও দারুন এবং বেশ গভীর যেটা আপনার মনকে ভাবতে সাহায্য করবে। মুভির চরিত্রগুলোতে যারা ভয়েজ দিয়েছেন তাদের কাজও প্রশংসনীয়।
.
জাপানিজরা বরাবরই তাদের ক্রিয়েটিভ কাজগুলার জন্য সবার কাছে পরিচিত। বিশেষ করে তাদের লাইভ একশন মুভির থেকে এনিমে মুভিতেই বেশি ট্যালেন্ট দেখতে পাওয়া যায়। এনিমে মুভিগুলোর আরোও বিশেষত্ব হচ্ছে এটা শুধু বাচ্চাদের দেখার জন্য বানানো হয়না বরং বাচ্চা থেকে বুড়ো সবার দেখার উপযোগী করে বানানো হয় এবং এসব মুভির চরিত্রগুলির সাথে নিজেদের খুব সহজেই জুড়ে দেয়া যায়। এসব দিক দিয়ে Your Name ও ব্যতিক্রম নয়। মুভিটা মুক্তির পরই সারা বিশ্বে তোলপাড় শুরু করে দেয়। সমালোচক, দর্শক সবাই এ মুভির ভূয়সী প্রশংসা করে। বক্সঅফিসে হায়েস্ট গ্রোসিং এনিমে মুভির লিস্টে দীর্ঘদিন ধরে ১ নম্বরে থাকা ‘Spirited Away’ এর রেকর্ড ভেঙ্গে Your Name চলে আসে ১ নম্বরে এবং বর্তমানে এটিই এনিমে মুভির ইতিহাসে সবথেকে বেশি আয়কারী মুভি (ওয়ার্ল্ডওয়াইড)। এছাড়া এ মুভি অর্জন করেছে অসংখ্য পুরস্কার। এ মুভির মাধ্যমে পরিচালক মাকোতো শিনকাই সারা বিশ্বে পরিচিতি লাভ করেন এবং তার খ্যাতি সবজায়গায় ছড়িয়ে পড়ে। সামনে হলিউডে এ মুভির লাইভ একশন রিমেক বানানো হবে।
.
মানুষের জীবনে এমন একটা সময় আসে যে সময়ে সবকিছু পেলেও সে অখুশি থাকে। কি যেন একটা খুজতে থাকে। এমন সময় হয়ত সে কাউকে ভালোবেসে ফেলে এবং সেই ভালোবাসার মানুষটা তার জীবন হাসি খুশিতে ভরিয়ে দিয়ে আবার হঠাৎ করে চলে যায়। সেই ভালোবাসার মানুষটাকে খুজতে, তার জন্য সে কতদূর যেতে পারে এবং কতোটুকু করতে পারে এমনই এক বক্তব্য বহন করে Your Name মুভিটি। মুভিটা আপনাকে হাসাবে কিনা জানি না, কাঁদাবে কিনা জানি না কিন্তু আপনি বার বার এর সৌন্দর্যে মুগ্ধ হবেন এবং অপলক দৃষ্টিতে চেয়ে থাকবেন এটা হলফ করে বলতে পারি। মুভির মেইন দুই চরিত্র তাকি আর মিতসুহার জার্নিটা আপনাকে পুরোটা সময়জুড়ে স্ক্রিনের সামনে বসিয়ে রাখবে। পরিচালক মাকোতো শিনকাইয়ের সৌন্দর্যপূর্ণ লাইফটাইম বেস্ট কাজ এবং অদ্ভুদ আবেগঘন অনুভূতি নেয়ার জন্য এই মাস্টারপিস অবশ্যই সবার দেখা উচিত।

© R.Z Rayshad

More To Explore

Kumbalangi Nights (2019)-cinemabaaz.xyz

Kumbalangi Nights (2019) Movie Review

🎬 Movie – Kumbalangi Nights (2019)🔰 Drama – Drama/Romance🔰 Runtime – 2hours 15 Minutes🔰 Cast – Fahadh Fassil, Shane Nigam, Soubin Shahir, Sreenath Bhasi, Mathew Thomas🔰 Director – Madhu C.

Read More »
Khoj (2017)-cinemabaaz.xyz

খোঁজ (২০১৭) মুভি রিভিউ

সিনেমাঃ খোঁজ (২০১৭)🔰 ধরণঃ থ্রিলার, ক্রাইম, মিস্ট্রি🔰 চিত্রনাট্য ও পরিচালনাঃ অর্ক গাঙ্গুলি🔰 অভিনয়েঃ Bikram Chatterjee, Shataf Figar, Zara Khan🔰 দৈর্ঘ্যঃ ১ ঘন্টা ৫৬ মিনিট🔰 আইএমডিবিঃ

Read More »
Ramdhanu The Rainbow (2014)-cinemabaaz.xyz

রামধনু (২০১৪) মুভি রিভিউ

মা, আমি পারলাম না, তোমাকে খুশি করতে পারলাম না। একটি সুইসাইড নোট* এইতো কদিন আগেই এস এস সি পরীক্ষার ফল প্রকাশ হলো৷ তার পরবর্তী ২/৩

Read More »
Khaad (2014)

খাদ মুভি রিভিউ

🎬 মুভিঃ খাদ (এডভেঞ্চার)⭕ পরিচালকঃ কৌশিক গাঙ্গুলি⭕ অভিনয়েঃ পল্লবী চ্যাটার্জি, অর্ধেন্দু ব্যানার্জী, মিমি চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, সাহেব ভট্টাচার্য, কৌশিক গঙ্গোপাধ্যায়, গার্গী রয় চৌধুরী⭕দৈর্ঘ্যঃ ২ ঘন্টা

Read More »