Defiance (2008) মুভি রিভিউ

Share This Post

🎬 Defiance (2008)
🔰 Genre: War, Drama
🔰 Director: Edward Zwick
🔰 Actors: Daniel Craig, Liev Schreiber, Alexa Davalos, Jamie Bell
🔰 Runtime: 2h 17m
🔰 IMDB: 7.2

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ইহুদিদের উপর হিটলারের নাৎসি বাহিনীর নারকীয়তা সম্পর্কে কম বেশী সকলেরই জানা আছে। আবার অনেকেই আছে এই বিষয়টা না জেনেই ইহুদি হত্যা করার জন্য হিটলারকে সমর্থন করেন৷ অনেককে হিটলারকে সমর্থন করে একটা কমন বাক্য বলতে দেখা যায়। সেটা হলো, “পৃথিবীর মানুষ একদিন বুঝবে আমি কেন ইহুদিদের হত্যা করেছি।”
আসলে এটা অনেকেই পজিটিভ ভাবে নিয়ে হিটলারের ইহুদি হত্যার সিদ্ধান্তের প্রতি সমর্থন জানায়। কেননা নিকট অতীতে ইহুদিদের বর্তমান আবাসস্থল ইসরায়েল ফিলিস্তিনের উপর যে হামলা চালিয়েছে সেটির জন্য।
তবে ফিলিস্তিনের উপর ইসরায়েলের আক্রমণ যতটা ঘৃণ্য ও নারকীয়, ঠিক ততটাই (ক্ষেত্রবিশেষে এর চেয়ে বেশী) ঘৃণ্য ছিল হিটলার কর্তৃক ইহুদি নিধনের নারকীয় কর্মকাণ্ড। 
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমাটি তার একটি প্রকৃষ্ট উদাহরণ। 

 সিনেমার গল্পঃ 1941 সালে, নাৎসি সৈন্যরা বেলারুশ দখলের পর পূর্ব ইউরোপীয় ইহুদিদের নৃশংস ভাবে হত্যা করছে।  তিন ভাই টুভিয়া (ড্যানিয়েল ক্রেইগ), জুস (লাইভ শ্রেইবার) এবং আসায়েল (জেমি বেল) বাল্যকালে তারা যে বনে খেলা করেছিল সেখানে পালিয়ে গিয়ে আশ্রয় নেয়।  পরবর্তীতে একে একে অন্য অনেকেই সেখানে আশ্রয় নেয়৷ তারা সেখানে একটি ক্যাম্প গড়ে তুলে। নানা প্রতিকূলতা ও বেশ কিছু যুদ্ধের মাধ্যমে তাড়া লড়াই চালিয়ে যায় প্রায় দীর্ঘ ৩ বছর।
অবশেষে তারা কতজনকে বাঁচাতে পেরেছিল এবং কিভাবে তা জানতে হলে মুভিটি দেখুন।

⭕ পরিচালনাঃ পরিচালনায় ছিলেন The Blood Diamond ও The Last Samurai এর পরিচালক Edward Zwick. তার মেধা ও পরিচালনা নিয়ে কারো প্রশ্ন থাকার কথা নয়৷ অন্য সিনেমাগুলোর মতই এই সিনেমাটিতেও তার কাজের ছাপ স্পষ্ট। 

⭕ অভিনয়ঃ প্রধান চরিত্রে ছিলেন জেমস বন্ড খ্যাত অভিনেতা Daniel Craig. তার প্লে করা টুভিয়া চরিত্রটি ছিল দারুণ।  এছাড়াও অন্যান্য চরিত্রগুলোতে অসাধারণ অভিনয় করেছেন Liev Schreiber, Alexa Davalos, Jamie Bell.

⭕ সিনেমাটোগ্রাফিঃ যুদ্ধ ও ঐতিহাসিক সিনেমাগুলোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সিনেমাটোগ্রাফি৷ এই সিনেমার সিংহভাগই চিত্রায়ণ করা হয়েছে বনের ভেতর৷ এছাড়া শীতকালের বরফ আচ্ছাদিত বন কিংবা গ্রীষ্মের প্রতিচ্ছবি খুব সুন্দর ভাবে পর্দায় উপস্থাপন করা হয়েছে।

সব মিলিয়ে দারুণ একটি সিনেমা। নিঃসন্দেহে ভাল লাগবে৷

হ্যাপি ওয়াচিং 🙂

More To Explore

Westworld-cinemabaaz.xyz

আপনি যে স্বীধান্ত নিচ্ছেন তা আপনার নিজস্ব সীদ্ধান্ত নয় বরঞ্চ আপনি এখন যা কিছু করছেন সব পূর্বনির্ধারিত!

যদি আপনার মনে হয় আপনি এখন যে জীবনটা উপোভোগ করছেন সেটা আপনার আসল জীবন নয়, আপনি যে স্বীধান্ত নিচ্ছেন তা আপনার নিজস্ব সীদ্ধান্ত নয় বরঞ্চ

Read More »

চোখের অন্তরালে অদৃশ্য ছায়ার উপস্থিতি

❝চোখের অন্তরালে অদৃশ্য ছায়ার উপস্থিতি❞আমাদের খালি চোখে দেখা দুনিয়ার সবটা দৃশ্য মানসপটে ভেসে উঠে না।তাঁর বাইরে ও আছে এক অদৃশ্য জগৎ। যে জগতে রয়েছে সঙ্গাহীন

Read More »

অকল্পনীয় লোভ আর পবিত্র ভালোবাসার মেলবন্ধন

১।জ্ঞান ফিরে নিজেকে যখন হাসপাতালের বেডে আবিষ্কার করে বসবেন আশেপাশের কাউকেই চিনতে পারছেন না তখন কেমন অনুভূতি হবে?২। ধরুন আপনি হঠাৎই কোন ঘটনা চোখের সামনে

Read More »
Axone (2019) cinemabaaz.xyz

একটি সুন্দর ও উপভোগ্য সিনেমা তৈরির জন্য যা যা উপাদান থাকা দরকার এর প্রায় সবই উপস্থিত ছিল এই সিনেমায়।

🎬 Axone (Akhuni) (2019) 🔰 IMDB: 7.0 🔰 Genre: Comedy-drama 🔰Actors: Sayani Gupta, Vinay Pathak, Dolly Ahluwalia, Lin Laishram, Adil Hussain. ভৌগোলিক অবস্থান, জাতিগত ভিন্নতা,

Read More »