আপনি দেখতে বসলে নিমিষেই হারিয়ে যাবেন: Little Women

Little Women (2019)-cinemabaaz.xyz

Share This Post

বছর তিনেক আগে আমাকে একজন ভাই প্রশ্ন করেছিলেন, আপনার কাছে ভালো সিনেমা কাকে বলে? জানিনা সদুত্তর দিতে পেরেছিলাম কিনা! তবে বলেছিলাম, আমার কাছে, অডিয়েন্সকে সিনেমার ক্যারেক্টারগুলোর সাথে কানেক্টেড করে ফেলতে পারা সিনেমাটাই হচ্ছে আসল অর্থে ভালো সিনেমা। উঁহু ভুল বুঝবেন না। এর মানে এটা নয় যে স্টোরি অডিয়েন্সের লাইফের সাথে কানেক্টেড টাইপ পিরিয়ড ড্রামা, বা ফ্যামেলি ড্রামা হতে হবে। আমার ব্যখ্যার ভালো সিনেমা যেকোনো জনরার যেকোনো স্টোরির হতে পারে। এমন সিনেমা যেটার ক্যারেক্টারগুলোর হাসি কান্নায় অডিয়েন্সকেও হাসায় কাঁদায়। এমন নির্মাণ, যেটার ভিতরে দর্শককে টেনে নিয়ে নেয়। দর্শক নিজেই মুভিটার অংশ হয়ে যায়। ঠিক তেমন একটা সিনেমা Little Women. যখন আমাকে প্রশ্নটা করা হয়েছিলো তখন মুভিটি ছিলোনা। যদি মুভিটা থাকতো তাহলে সংগার বিশদতায় না গিয়ে ছোট্ট করে বলে দিতাম, ভালো সিনেমা মানে হচ্ছে Like Little Women Movie.
এক কথায় অসাধারণ একটা মুভি। মুভিটি নির্মাণ হয়েছে লুইজা মে এলকটের লেখা বিখ্যাত বই “লিটল ওম্যান” এর ছায়াবলম্বনে। বইটির বঙ্গানুবাদ আমাদের দেশে অহরহ রয়েছে। এই গল্পে অ্যানিমেশন থেকে শুরু করে শর্টফিল্ম ফিল্ম বহুবার হয়েছে। তবে লাস্ট ২০১৯সনে নির্মাণ করেছেন গ্রেটা গারউইগ। উপন্যাসের কাহিনী আবহকাল আমেরিকান সিভিল ওয়ারের পরবর্তী সময়ের হলেও মুভিটার শৈল্পিক নির্মাণশৈলীতা আপনাকে পিরিয়ড ড্রামা ধারণা করে বোর হওয়ার একটুও সুযোগ দিবেনা। মুভিটা শুরু করলেই বুঝবেন পরিচালক গ্রেটা গারউইগ চিট্যনাট্যকে অসম্ভব মাধুর্য্য দিয়ে সাজিয়ে নির্মাণে নেমেছেন। যাতে অডিয়েন্সকে কখনোই এটাকে পিরিয়ড ড্রামায় অর্ন্তভুক্ত করে বোর হতে না হয়। মুভিটি একাধিক অ্যাওয়ার্ড ইভেন্টে শৈল্পিকতার সাক্ষ্যর রেখেছে। মাত্র ৪০মিলিয়ন বাজেটের এই মুভি ওয়ার্ল্ড জুড়ে Covid-19 এর ভয়াবহ প্রকট থাকা সত্ত্বেও ২২০মিলিয়ন পর্যন্ত কালেকশন গড়ে। যেটা একটা ফ্যামেলি ড্রামা মুভির জন্যে অনেক কিছু বলাই যায়।
মুভিটা সিম্পল থেকে সিম্পল একটা স্টোরির হলেও, এতো চমৎকার নির্মাণ যে আপনি দেখতে বসলে নিমিষেই হারিয়ে যাবেন মুভির ক্যারেক্টারগুলোর সাথে। ক্যারেক্টারগুলোর কান্নায় আপনি ডুকরে উঠবেন। ক্যারেক্টারগুলোর হাসিতে আপনি হেসে উঠবেন। মুভিতে কি নেই! সিনেমাটোগ্রাফি, মিউজিক, চমৎকার ডায়লগ, মুভি সেট, দৃশ্যপট এবং সর্বোপরি সবার অভিনয় মুভিটাকে অসাধারণত্বের এক অন্য লেভেলে নিয়ে গেছে। সবকিছুর ফুল প্যাকেজ মুভিটি। সিনেমাটোগ্রাফিকে এ মুভি দিয়েছে আলাদা একটা মাত্রা। আবহের সাথে মিশিয়ে মুভির ব্যাকগ্রাউন্ড দৃশ্যপট এতো সুন্দর করে সাজিয়েছে যে চোখকে শিতল করে দেয়। ডায়লগগুলো আপনাকে হারিয়ে নিবে। সফট ব্যাকগ্রাউন্ড মিউজিক দেহকে শীতল করে দেয়। আহা কি সুন্দর মুভি।
এই গল্পের একাধিক মুভি থাকলেও এই মুভির চিট্যনাট্যে ব্যাপক পরিবর্তন এনেছেন পরিচালক। চিট্যনাট্যকে দুটো অংশে ভাগ করে সিক্যুয়েন্স বাই সিক্যুয়েন্স এতো চমৎকার বর্ণনা আসলে দুস্প্রাপ্য। চিট্যনাট্যের একটি ভাগ হচ্ছে চারবোন একসাথে থাকার সময়কালের হাসি কান্না দুঃখ। আরেকটি ভাগ হচ্ছে পরবর্তীতে সময়ের নিরীহ ঘুর্নায়নে চারবোনের স্ট্রাগল এবং পৃথক হয়ে যাওয়ার সময়টা। স্টোরি অতিরঞ্জিত কিছু নয়। সিম্পল একটা ড্রামা ফ্যামেলি স্টোরি। যেখানে একটি ফ্যামেলি, চারজন বোন, একজন মা ও যুদ্ধে যাওয়া একজন বাবা। এবং বোনদের চতুর্মাত্রিক বর্ণনাই এই এই মুভির স্টোরি। ব্যাস এতোটুকুই চমৎকার রকমের ভালো লাগবে আপনার। মুভির কিউটনেসে মন জুড়াবে বারবার।
সিনেমাটি শুধুই সিনেমা নয়, এটা একটি সমাজ ব্যবস্থা, একটি ফ্যামেলি, একটি নারী প্রধান সংসার। পুরুষতান্ত্রিক সমাজের চোখে আঙুল দেওয়া। এটি ভালোবাসা, এটি হাসি, এটি অন্যের প্রতি ভালোবাসা। এটি সেক্রিফাইজ। এটি নারীদের স্বাধীনতা। এটি নারীদের স্ট্রাগল। এটি নারীদের সাংসারী হয়ে উঠা। নারীদের সংসার ত্যাগ করা। নারীদের বয়সন্ধি সময়কাল পেরিয়ে নিজের পায়ে হাটা। হাজারো অভাব অনটনে হাসিমুখে সংসার পরিচালনা করা। এটি স্বপ্ন। এটি দুঃস্বপ্ন। এটি নারীর স্বপ্নভাংগা। এটি নারীর ভালোবাসা। এটি নারীর নারী হয়ে উঠা। এটি নারীর স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠাসহ হাজার রকমের অনুভূতির সংমিশ্রণে গড়ে উঠা একটি গল্প।
দেখে নিন মুভিটি। অবশ্যই ভালোলাগবে। নিজের প্রিয় মুভির লিস্টে অ্যাড করে নিবেন শিউর। হ্যাপি ওয়াচিং অ্যাভ্রিওয়ান।
মুভি নাম: Little Women (2019)
IMDb রেট: 7.8/10
ডিরেক্টর: Greta Gerwig
বেজড অন: Little Women by Louisa May Alcott
অভিনয়ে: Saoirse Ronan, Emma Watson, Florence Pugh, Eliza Scanlen, Laura Dern, (ETC)
পার্সোনাল রেটিং 8/10

অন্যান্য মুভি ডাউনলোড ও ব্লগের জন্য ভিজিট করুনঃ

Blog

More To Explore

Westworld-cinemabaaz.xyz

আপনি যে স্বীধান্ত নিচ্ছেন তা আপনার নিজস্ব সীদ্ধান্ত নয় বরঞ্চ আপনি এখন যা কিছু করছেন সব পূর্বনির্ধারিত!

যদি আপনার মনে হয় আপনি এখন যে জীবনটা উপোভোগ করছেন সেটা আপনার আসল জীবন নয়, আপনি যে স্বীধান্ত নিচ্ছেন তা আপনার নিজস্ব সীদ্ধান্ত নয় বরঞ্চ

Read More »

চোখের অন্তরালে অদৃশ্য ছায়ার উপস্থিতি

❝চোখের অন্তরালে অদৃশ্য ছায়ার উপস্থিতি❞আমাদের খালি চোখে দেখা দুনিয়ার সবটা দৃশ্য মানসপটে ভেসে উঠে না।তাঁর বাইরে ও আছে এক অদৃশ্য জগৎ। যে জগতে রয়েছে সঙ্গাহীন

Read More »

অকল্পনীয় লোভ আর পবিত্র ভালোবাসার মেলবন্ধন

১।জ্ঞান ফিরে নিজেকে যখন হাসপাতালের বেডে আবিষ্কার করে বসবেন আশেপাশের কাউকেই চিনতে পারছেন না তখন কেমন অনুভূতি হবে?২। ধরুন আপনি হঠাৎই কোন ঘটনা চোখের সামনে

Read More »
Axone (2019) cinemabaaz.xyz

একটি সুন্দর ও উপভোগ্য সিনেমা তৈরির জন্য যা যা উপাদান থাকা দরকার এর প্রায় সবই উপস্থিত ছিল এই সিনেমায়।

🎬 Axone (Akhuni) (2019) 🔰 IMDB: 7.0 🔰 Genre: Comedy-drama 🔰Actors: Sayani Gupta, Vinay Pathak, Dolly Ahluwalia, Lin Laishram, Adil Hussain. ভৌগোলিক অবস্থান, জাতিগত ভিন্নতা,

Read More »

রাম প্রসাদ কি তেহরভি সিনেমা রিভিউ: অসাধারণ অভিনয় ও চিত্রনাট্যের সংমিশ্রণে এক টুকরো জীবনের গল্প।

মুভি ইনফোঃ Name:Ramprasad Ki Tehrvi (2021) IMDB: 7.8Rotten Tomatoes: 86%Genre: Comedy, Drama, FamilyActors: Naseeruddin Shah, Vikrant Massey, Konkona Sen Sharma, Parambrata Chatterjee, Vinay Pathak, Supriya

Read More »