আইরিশ শান্তিরক্ষীদের হার না মানা রক্তক্ষয়ী যুদ্ধের গল্প – The Siege of Jadotville (2016)

The Siege of Jadotville (2016)-cinemabaaz.xyz

Share This Post

The Siege of Jadotville (2016) সিনেমা রিভিউ 

Charles Cooley: Do you have a Plan?
Patrick Quinlan: Just to pray there’s no need for us. “Because no plan survives contact with the enemy.”
Charles Cooley: That’s a Rommel saying. I never liked Rommel.
Patrick Quinlan: Not many Frenchmen like German tacticians. It only took them two weeks to take over your entire country.

The Siege of Jadotville (2016) মুভিটি ১৯৬১ সালে ঘটে যাওয়া সত্য ঘটনা অবলম্বনে Declan Power এর লিখিত The Siege at Jadotville: The Irish Army’s Forgotten Battle (2005) অবলম্বনে নির্মিত।

The Siege of Jadotville (2016) সিনেমার শুরুতেই দেখা যায় তৎকালীন কঙ্গোর গৃহযুদ্ধের প্রাদুর্ভাবের মধ্য প্রধানমন্ত্রী প্যাট্রিস লুমুম্বা কে হত্যা করা হয়। অন্যদিকে খনিজ সমৃদ্ধ কতাঙ্গা রাজ্যটি মোইস শোম্বের নেতৃত্বে পৃথক হয়ে যায়। ফলে জাতিসংঘের মহাসচিব দাগ হ্যামারস্কোল্ড কনর ক্রুজ ও’ব্রায়েনকে একটি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেন। ব্যক্তিগতভাবে, হামারস্কোল্ড ও’ব্রায়েনকে বলেন যে কাটাঙ্গা সংকট তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাব্য কারণ হতে পারে।

এদিকে, আইরিশ সেনাবাহিনীর কমান্ড্যান্ট প্যাট কুইনলান আইরিশ শান্তিরক্ষীদের একটি পদাতিক কোম্পানিকে নিয়ে জাডটভিলের পৌঁছান। কমান্ড্যান্ট প্যাট কুইনলান এর নেতৃত্বেই কোম্পানিটি পরিচালিত হয়।

জাদোটভিলেই ১৯৬১ সালে আইরিশ শান্তিরক্ষী বাহিনীর সাথে কাতঙ্গীজ ও মোইস শোম্বের ভাড়াটে বাহিনীর সাথে সংঘটিত হয় রক্তক্ষয়ী এক যুদ্ধের গল্প।

জাদোটভিলের সেই যুদ্ধের কিছু তথ্যঃ (সামান্য স্পয়লার এলার্ট)

আইরিশ শান্তিরক্ষী বাহিনী প্রায় ৫ দিন সেখানে যুদ্ধ করে।
তারা মোট 300 শত্রু সৈন্যকে হত্যা করে এবং 1,000 শত্রু সৈন্যকে আহত করে।
৫ দিন যুদ্ধের পরেও কোন আইরিশ সৈন্য মারা যায়নি। শূন্য মৃত্যু এবং আইরিশদের জন্য মাত্র 16 জন আহত হয়।
৫ দিন যুদ্ধ চালিয়ে যাবার পর আইরিশ কোম্পানি গোলাবারুদ ফুরিয়ে যাওয়ার পর ফকসের সৈন্যদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়।
পরবর্তীতে তারা প্রায় তারা প্রায় এক মাসের জন্য একটি কাতঙ্গিজ কারাগারে বন্দী থাকেন, তারপর একটি বন্দী বিনিময় চুক্তিতে মুক্তি পায় এবং তাদের বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হয়।
আত্মসমর্পন করে দেশে ফেরার পর তারা কোন সম্মান তো পানই নি বরং তাদেরকে কাপুরুষ বলে আখ্যায়িত করা হয়। তাদের পরিচিতি হয় JADOTVILLE JACKS নামে।
অবশেষে ২০০৫ সালে আইরিশ সরকার তাদের বীরের সম্মান প্রদান করেন এবং তাদের অবদান স্বীকৃতি পায়।

Movie info:

Name: The Siege of Jadotville (2016)
IMDB: 7.2
Rotten Tometoes: 64%
Director: Richie Smyth
Stars: Jamie Dornan, Mark Strong, Sam Keeley, Mikael Persbrandt, Danny Sapani, Jason O’Mara
Runtime: 1h 48min

Facebook page: Cinemabaaz

অন্যান্য মুভি ডাউনলোড ও ব্লগের জন্য ভিজিট করুনঃ Blog

More To Explore

Westworld-cinemabaaz.xyz

আপনি যে স্বীধান্ত নিচ্ছেন তা আপনার নিজস্ব সীদ্ধান্ত নয় বরঞ্চ আপনি এখন যা কিছু করছেন সব পূর্বনির্ধারিত!

যদি আপনার মনে হয় আপনি এখন যে জীবনটা উপোভোগ করছেন সেটা আপনার আসল জীবন নয়, আপনি যে স্বীধান্ত নিচ্ছেন তা আপনার নিজস্ব সীদ্ধান্ত নয় বরঞ্চ

Read More »

চোখের অন্তরালে অদৃশ্য ছায়ার উপস্থিতি

❝চোখের অন্তরালে অদৃশ্য ছায়ার উপস্থিতি❞আমাদের খালি চোখে দেখা দুনিয়ার সবটা দৃশ্য মানসপটে ভেসে উঠে না।তাঁর বাইরে ও আছে এক অদৃশ্য জগৎ। যে জগতে রয়েছে সঙ্গাহীন

Read More »

অকল্পনীয় লোভ আর পবিত্র ভালোবাসার মেলবন্ধন

১।জ্ঞান ফিরে নিজেকে যখন হাসপাতালের বেডে আবিষ্কার করে বসবেন আশেপাশের কাউকেই চিনতে পারছেন না তখন কেমন অনুভূতি হবে?২। ধরুন আপনি হঠাৎই কোন ঘটনা চোখের সামনে

Read More »
Axone (2019) cinemabaaz.xyz

একটি সুন্দর ও উপভোগ্য সিনেমা তৈরির জন্য যা যা উপাদান থাকা দরকার এর প্রায় সবই উপস্থিত ছিল এই সিনেমায়।

🎬 Axone (Akhuni) (2019) 🔰 IMDB: 7.0 🔰 Genre: Comedy-drama 🔰Actors: Sayani Gupta, Vinay Pathak, Dolly Ahluwalia, Lin Laishram, Adil Hussain. ভৌগোলিক অবস্থান, জাতিগত ভিন্নতা,

Read More »

রাম প্রসাদ কি তেহরভি সিনেমা রিভিউ: অসাধারণ অভিনয় ও চিত্রনাট্যের সংমিশ্রণে এক টুকরো জীবনের গল্প।

মুভি ইনফোঃ Name:Ramprasad Ki Tehrvi (2021) IMDB: 7.8Rotten Tomatoes: 86%Genre: Comedy, Drama, FamilyActors: Naseeruddin Shah, Vikrant Massey, Konkona Sen Sharma, Parambrata Chatterjee, Vinay Pathak, Supriya

Read More »