Upgrade (2018) সিনেমা রিভিউ

Upgrade (2018)-cinemabaaz.xyz

Share This Post

✪ Upgrade ✪
.
➤ Release : 2018
➤ Gener : Action, Horror, Sci-Fi, Thriller
➤ Cast : logan Marshall-Green, Melanie Vallejo
➤ Director : Leigh Whannell
➤ Budget : 5 Million
➤ Box Office : 16 Million (Worldwide)
➤ Rotten Tomatoes : 87%
➤ IMDB Ratting : 7.5/10
———————————————————————————————–
.
(No Spoiler)
.
প্লটঃ- গ্রে ট্রেইস একজন হোম মেকানিক। পৃথিবীর মানুষ এখন প্রযুক্তি নির্ভর হয়ে পড়লেও গ্রে হাতে কলমে কাজে বিশ্বাসী। এই আধুনিক প্রযুক্তির সময়ে সে কোন কম্পিউটার কিংবা অন্য কোন প্রযুক্তি ব্যবহার করেনা। সব কাজ নিজের হাতেই করতে পছন্দ করে। একদিন টেক-জিনিয়াস এরন কিনের বিশ্ময়কর আবিষ্কার এডভান্সড ন্যানোটেকনোলজি এবং অসীম ক্ষমতার অধিকারী এক ক্ষুদে রোবট ‘স্টেম’ কে দেখার জন্য গ্রে তার স্ত্রীকে ল্যাবে নিয়ে আসে। এরপর সেখান থেকে ফেরার পথেই একটা ক্রিমিনালের গ্যাং তাদের আক্রমণ করে৷ তারা গ্রের শরীরে এক ধরনের মেডিসিন প্রয়োগ করে তার পুরো শরীর প্যারালাইজড করে দেয় এবং তার স্ত্রীকে গুলি করে মেরে ফেলে। এরপর অনেকদিন পর যখন গ্রে তার স্ত্রীর মৃত্যু শোক এবং হাটাচলা ও বিভিন্ন কাজকর্ম করতে না পারার দুঃখে কাতর তখন সেই টেক-জিনিয়াস এরন কিন তাকে সাহায্য করে। এরন তার সেই ক্ষুদে রোবট স্টেমকে গ্রের শরীরে অপারেশনের মাধ্যমে প্রতিস্থাপন করে। স্টেম গ্রের শরীরে আলাদা ব্রেইন হিসেবে কাজ করে এবং তাকে আগের মতো হাটাচলা, কাজ করতে সহায়তা করে। কিছুদিন পর গ্রে বুঝতে পারে এই স্টেমের আরোও অনেক ক্ষমতা আছে। তাই সে স্টেমের সাহায্যে নিজের স্ত্রীর খুনিদের খুজতে শুরু করে। এভাবে কাহিনি এগোতে থাকে এবং বাকিটা জানার জন্য পুরো মুভি দেখতে হবে।




.
এ মুভির পরিচালক Leigh Whannell, যিনি পরিচালক James Wan এর সঙ্গে মিলে Saw, Insidious, Conjuring ইত্যাদি হরর, থ্রিলার মুভি সিরিজ গুলো বানিয়েছেন। তিনি মূলত এসব মুভি সিরিজের স্ক্রিপ্ট রাইটার ছিলেন। পরিচালক হিসেবে তার অভিষেক ঘটে Insidious 3 এর মাধ্যমে কিন্তু মুভিটার মান অতোটা ভালো ছিলো না। Upgrade তার ২য় পরিচালিত মুভি এবং এ মুভিতে তিনি যে পূর্বের করা ভুলগুলো শুধরে নিয়েছেন তা বলাই বাহুল্য। একটা সাধারন রিভেঞ্জ কাহিনিকে তিনি সাইফাই এলিমেন্ট দিয়ে দারুন ভাবে উপস্থাপন করেছেন। স্ক্রিনপ্লে অত্যন্ত চমৎকার এবং দ্রুতগতি সম্পন্ন। কাহিনি এদিক সেদিক না হয়ে মূল বিষয়টাকেই কেন্দ্র করে চলতে থাকে এবং শেষ ভাগের চরম বুদ্ধিদীপ্ত টুইস্টটা দেখে পরিচালকের উপর ভালোবাসা আরোও বেড়ে যাবে। এছাড়া এ মুভির গল্পের উপস্থাপনার পাশাপাশি টেকনিক্যাল দিকগুলোও নজর কেড়েছে। মাত্র ৫ মিলিয়ন ডলারে নির্মিত লো বাজেটের এ মুভির ভিএফএক্স, সিনেমাটোগ্রাফির কাজ কোন বিগ বাজেটের মুভির থেকে কম মনে হয়নি। এর পাশাপাশি অত্যন্ত ডার্ক, ডার্টি সেটিং, গ্রে কালার গ্রেডিং ও ভায়োলেন্স অল্প পরিবেশে হরর অ্যাটমোস্ফিয়ার তৈরি করে এ মুভিকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে এবং কড়া লেভেলের থ্রিল দিয়েছে। একশন সিন গুলো দারুন, বেশি বড় কিংবা বাড়াবাড়ি লেভেলের না, প্রয়োজন মাফিক। তবে এই একশন সিনগুলোতেও ভিন্ন স্বাদ এবং মজা দিয়েছে ক্যামেরার যবরদস্ত মুভমেন্টগুলি। এছাড়া ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং লোকেশন গুলা সুন্দর ছিলো।




.
নায়ক Logan Marshall-Green গ্রে ট্রেইস চরিত্রে অসাধারন অভিনয় করেছেন। প্রতিটা সিচুয়েশনে তার বডি ল্যাংগুয়েজ, এক্সপ্রেশন, ডায়লোগ ডেলিভারি একদম পারফেক্ট ছিলো। বিশেষ করে একশন সিনগুলোতে যেখানে তার শরীরের ওপর নিয়ন্ত্রণ থাকে না এমন যায়গা গুলোতে তার কাজ প্রশংসনীয়। নায়িকা Melanie Vallejo এর স্ক্রিনটাইম অনেক কম ছিলো এবং এই কম সময়ে তিনি সাবলীল অভিনয় করেছেন। এছাড়া ভিলেন এবং অন্যান্য পার্শ্বচরিত্রে যারা ছিলেন তাদের অভিনয়ও কমবেশি ভালো ছিলো।
.
বর্তমানে পৃথিবী আধুনিক প্রযুক্তি নির্ভর। মানুষ বেশির ভাগ কাজেই এসব আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। কিন্তু এসব প্রযুক্তি যেনো উল্টো মানুষকেই ব্যবহার করছে। মানুষরা সেটা টের পাচ্ছে না। এভাবে চলতে থাকলে হয়তো অদূর ভবিষ্যতে প্রযুক্তির ওপর মানুষের নিয়ন্ত্রণ থাকবে না৷ তখন নানাবিধ ঝামেলার সৃষ্টি হবে। এমন কিছু হিডেন ম্যাসেজ দিয়েছে Upgrade মুভিটি। মুভিটা মুক্তির পর ক্রিটিক্সদের দ্বারা প্রশংসিত হলেও বক্স অফিসে তেমন তান্ডব চালাতে পারেনি। এজন্য এটি লাগিয়েছে আন্ডাররেটেড তকমা। তবে এটা যে ২০১৮ এর অন্যতম সেরা সাইফাই একশন থ্রিলার মুভি সেটা স্বীকার করতে দোষ নেই। Leigh Whannell দেখিয়ে দিলেন স্বল্প বাজেটে ও স্বল্প পরিবেশেও এমন মুভি বানানো যায়। তবে তিনি মুভির অন্যান্য চরিত্রগুলির আরোও ভালো মতো বিকাশ করতে পারতেন। তিনি শুধু মেইন চরিত্রের ওপরই বেশি ফোকাস রেখেছেন। তবে তার দূর্দান্ত গ্রিটি স্টোরিটেলিং এর জন্য ওসব সেক্টর তেমন চোখে পড়বে না। তাই আরামসে উপভোগ করতে পারবেন মুভিটি।
Leigh এর এ বছরে মুক্তি পাওয়া হরর থ্রিলার মুভি The Invisible Man বেশ আলোচনা সৃষ্টি করেছে এবং বক্স অফিসেও দারুন সাফল্য পেয়েছে৷ Leigh তার প্রাপ্য এটেনশনটাও পাচ্ছেন ধীরে ধীরে। তার পরবর্তী কাজ ক্লাসিক মুভি Escape From New York এর রিমেকের জন্য শুভকামনা রইলো। আর যারা টানটান উত্তেজনা ও টুইস্টফুল সাইফাই একশন থ্রিলার মুভি দেখতে পছন্দ করেন তাদের জন্য Upgrade মাস্টওয়াচ মুভি।



©R.Z Rayshad

Visit Cinemabaaz to Download movies

More To Explore

Westworld-cinemabaaz.xyz

আপনি যে স্বীধান্ত নিচ্ছেন তা আপনার নিজস্ব সীদ্ধান্ত নয় বরঞ্চ আপনি এখন যা কিছু করছেন সব পূর্বনির্ধারিত!

যদি আপনার মনে হয় আপনি এখন যে জীবনটা উপোভোগ করছেন সেটা আপনার আসল জীবন নয়, আপনি যে স্বীধান্ত নিচ্ছেন তা আপনার নিজস্ব সীদ্ধান্ত নয় বরঞ্চ

Read More »

চোখের অন্তরালে অদৃশ্য ছায়ার উপস্থিতি

❝চোখের অন্তরালে অদৃশ্য ছায়ার উপস্থিতি❞আমাদের খালি চোখে দেখা দুনিয়ার সবটা দৃশ্য মানসপটে ভেসে উঠে না।তাঁর বাইরে ও আছে এক অদৃশ্য জগৎ। যে জগতে রয়েছে সঙ্গাহীন

Read More »

অকল্পনীয় লোভ আর পবিত্র ভালোবাসার মেলবন্ধন

১।জ্ঞান ফিরে নিজেকে যখন হাসপাতালের বেডে আবিষ্কার করে বসবেন আশেপাশের কাউকেই চিনতে পারছেন না তখন কেমন অনুভূতি হবে?২। ধরুন আপনি হঠাৎই কোন ঘটনা চোখের সামনে

Read More »
Axone (2019) cinemabaaz.xyz

একটি সুন্দর ও উপভোগ্য সিনেমা তৈরির জন্য যা যা উপাদান থাকা দরকার এর প্রায় সবই উপস্থিত ছিল এই সিনেমায়।

🎬 Axone (Akhuni) (2019) 🔰 IMDB: 7.0 🔰 Genre: Comedy-drama 🔰Actors: Sayani Gupta, Vinay Pathak, Dolly Ahluwalia, Lin Laishram, Adil Hussain. ভৌগোলিক অবস্থান, জাতিগত ভিন্নতা,

Read More »