500 Days of Summer (2009) সিনেমা রিভিউ

Share This Post

🎬 500 Days of Summer (2009)
🔰 Genre: Romance, Drama, Comedy
🔰 Director: Marc Webb
🔰 Actors: Joseph Gordon-Levitt, Zooey Deschanel
🔰 Runtime: 1h 35m
🔰 Imdb: 7.7

“বছরের অধিকাংশ দিনই গুরুত্বপূর্ণ নয়। শুধু শুরু হয় আর শেষ হয়, কিন্তু কোন স্মৃতি রেখে যায়না। অধিকাংশ দিনই জীবনের উপর কোন প্রভাব ফেলে যায়না।”
সিনেমার শেষের দিকের কিছু সংলাপ ছিল এমন।

সিনেমার গল্পঃ টম ও সামার নামের এক যুগলের সম্পর্কের ৫০০ দিনের নানা ঘটনা নিয়ে নির্মিত হয়েছে 500 Days Of Summer সিনেমার গল্প। জানুয়ারির ৮ তারিখে বসের নতুন এসিস্ট্যান্ট হিসেবে যোগ দেয় সামার। সেখান থেকেই টমের সাথে পরিচয়৷ টম আর্কিটেকচার বিষয়ে পড়াশোনা করলেও লস এঞ্জেলস এ একটি শুভেচ্ছা কার্ড প্রস্ততকারক কোম্পানিতে কাজ করে। টমের সাথে সামারের পরিচয় থেকে শুরু করে পরবর্তী ৫০০ দিনের বিভিন্ন স্মৃতিবিজড়িত ভাল-মন্দ ঘটনা নিয়েই সিনেমার মূল গল্প৷ যেখানে দেখানো হয়েছে এই যুগলের সম্পর্কের উত্থান/পতন থেকে শুরু করে ছোট ছোট অনেক ঘটনা।

🔴 সিনেমার মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন Joseph Gordon-Levitt, Zooey Deschanel. একদিকে ছেলেমানুষী স্বভাবের টম অন্যদিকে অদ্ভুদ আচরণের সামার। দুজনের অভিনয়ই ছিল খুব উপভোগ্য৷ বিশেষ করে সামার চরিত্রটির অদ্ভুত আচরণকে অনবদ্য ভাবে ফুটিয়ে তুলেছেন Zooey Deschanel.

🔴 সিনেমার সবচেয়ে শক্তিশালী বিষয় হলো এর সংলাপ৷ সংলাপগুলোর গভীরতা সিনেমাটিকে নিয়ে গেছে ভিন্না মাত্রায়। কমেডি সংলাপ গুলো ছিল খুবই সাধারণ। কিন্তু আপনাকে স্বতঃস্ফূর্ত ভাবে হাসাতে সক্ষম।

🔴 এই সিনেমার প্রেজেন্টেশন টা ছিল ভিন্ন রকম। যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। ৫০০ দিনের বিচ্ছিন ঘটনাগুলোকে যেভাবে উপস্থাপন করা হয়েছে সেটা খুব কম সংখ্যক সিনেমাতেই দেখা যায়।

🔴 সিনেমায় সংগীতের উপস্থিতি ছিল বেশ এবং সিচুয়েশন উপযোগী। যার ফলে গল্পের সাথে মিশে যাওয়াটা আরও মিষ্টি হয়েছে।

সবমিলিয়ে দারুণ সময় কেটেছে আমার।
হ্যাপি ওয়াচিং ❤

@সাজ্জাদ সাদমান

More To Explore

Once in a Summer (2006)-cinemabaaz.xyz

Once in a Summer (2006) Review in Bangla

ভালবাসা একটা তারবার্তার মতো। যখন দুইজন মানুষ দুজনকে ভালোবাসে তখন আপনি যাকে মিস করছেন সেই মুহূর্তে ওই মানুষটাও আপনাকে মিস করছে। এটা এক ঐশ্বরিক শক্তি

Read More »
Perfume: The Story of a Murderer (2006)-cinemabaaz.xyz

The Story of a Murderer (2006) Bangla Review

Perfume: The Story of a Murderer (2006) পঞ্চ ইন্দ্রিয়ের একটি হলো নাসিকা, পৃথিবীর প্রতিটা জিনিষের রয়েছে নিজস্ব আলাদা গন্ধ/দুর্গন্ধ, দু চোখে আমরা এইযে যা দেখি

Read More »
Tumbbad (2018)

Review of the Tumbbad (2018)

মুভিটি বানাতে প্রায় ছয় বছর লেগে যায়। এর আগে সম্পুর্ণ গল্প লেখতে চার বছর লেগেছিল। ৭টি প্রোডাকশন হাউজ মুভিটির কাজ হাতে নিয়েও ফিরে যায়। বলছিলাম

Read More »
Rehana Maryam Noor (2021) cinemabaaz.xyz

কানে বাংলার গর্ব “রেহানা মরিয়ম নূর”

মার্কিন চলচ্চিত্র সমালোচক রজার এবার্টকে বলা যায় তারকা সমালোচক। তিনিই প্রথম চলচ্চিত্র সমালোচনা করে পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন। ২০০৫ সালে তিনি হলিউডের ওয়াক অব ফেমে সম্মানিত

Read More »