Dhobi Ghat (2010) সিনেমা রিভিউ

Dhobi Ghat (2010)-cinemabaaz.xyz

Share This Post

🎬 Movie: Dhobi Ghat (Mumbai Diaries) (2010)
🔰 Writer & Director: Kiran Rao
🔰 Actors: Aamir Khan, Monica Dogra, Kriti, Malhotra, Prateik Babbar
🔰 Genre: Drama
🔰 Country: India
🔰 Duration: 1h 40m

বরাবরের মতই মুভি ডাউনলোড করে জমিয়ে রাখার দীর্ঘ সময় পর যখন কোন মুভি দেখি, তখনই দীর্ঘশ্বাস ছেড়ে বলতে হয় আরো আগে কেন দেখলাম না!

এই সিনেমাটাও তেমনই একটা সিনেমা। ৬ মাসের বেশী সময় যাবত ফোনে রেখে দিয়েছি। কিন্তু দেখা হলো আজ।

খুবই সাদামাটা সিম্পল একটা গল্প। কিন্তু এই সাধারণ গল্পটার মাঝেই লুকিয়ে আছে অসাধারণ কিছু অনুভূতি।
মুভিটা শুরু করার কয়েক মিনিট পরই বুঝতে পারছিলাম যে ভাল একটা সময় কাটতে যাচ্ছে। তাই হলো।

সিনেমার গল্প মূলত ৪ টা চরিত্রকে কেন্দ্র করে। চিত্রশিল্পী অরুন (আমির)। আমেরিকান প্রবাসী সাই(মনিকা), ধোপা চরিত্রে মুন্না (প্রতীক) আর ইয়াসমিন (কৃতি) নামে এক গৃহবধূ।
৪ টা চরিত্রই একে অপরের সাথে কোন না কোন ভাবে জড়িয়ে আছে। আর সেই জড়িয়ে যাওয়া আর পরবর্তী অনুভূতি গুলো মনে কড়া নাড়বেই।

যারা The Lunchbox, Photograph এই ধরনের সিনেমা পছন্দ করেন তাদের জন্য মাস্ট ওয়াচ একটা সিনেমা এটা।
এছাড়া অন্যরাও নিঃসন্দেহে দেখতে পারেন।
দেখা শেষে নিঃশ্চয়ই আপনিও অভিভূত হবেন।

হ্যাপি ওয়াচিং

More To Explore

Once in a Summer (2006)-cinemabaaz.xyz

Once in a Summer (2006) Review in Bangla

ভালবাসা একটা তারবার্তার মতো। যখন দুইজন মানুষ দুজনকে ভালোবাসে তখন আপনি যাকে মিস করছেন সেই মুহূর্তে ওই মানুষটাও আপনাকে মিস করছে। এটা এক ঐশ্বরিক শক্তি

Read More »
Perfume: The Story of a Murderer (2006)-cinemabaaz.xyz

The Story of a Murderer (2006) Bangla Review

Perfume: The Story of a Murderer (2006) পঞ্চ ইন্দ্রিয়ের একটি হলো নাসিকা, পৃথিবীর প্রতিটা জিনিষের রয়েছে নিজস্ব আলাদা গন্ধ/দুর্গন্ধ, দু চোখে আমরা এইযে যা দেখি

Read More »
Tumbbad (2018)

Review of the Tumbbad (2018)

মুভিটি বানাতে প্রায় ছয় বছর লেগে যায়। এর আগে সম্পুর্ণ গল্প লেখতে চার বছর লেগেছিল। ৭টি প্রোডাকশন হাউজ মুভিটির কাজ হাতে নিয়েও ফিরে যায়। বলছিলাম

Read More »
Rehana Maryam Noor (2021) cinemabaaz.xyz

কানে বাংলার গর্ব “রেহানা মরিয়ম নূর”

মার্কিন চলচ্চিত্র সমালোচক রজার এবার্টকে বলা যায় তারকা সমালোচক। তিনিই প্রথম চলচ্চিত্র সমালোচনা করে পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন। ২০০৫ সালে তিনি হলিউডের ওয়াক অব ফেমে সম্মানিত

Read More »