Flower Of Evil Drama Review

Flower Of Evil-cinemabaaz.xyz

Share This Post

ড্রামা রিভিউ
🔮 Name : Flower Of Evil অশুভের ফুল….🌺🌺
🔮Genre: Melodrama,Thriller
🔮Country: Korea
🔮Release : 29 July -23 Sep2020
🔮Imdb: 8.7/10
98% google like it💚💚

“Killing people does not satisfy the soul rather….inferior thoughts spread and thousands of souls perish in the light”

–অর্থাৎ মানুষ কে খুন করলেই আত্মার তৃপ্ত সাধিত হয়না,বরঞ্চ নিকৃষ্ট চিন্তার প্রসারন ঘটে যার আলোকোজ্জ্বলে নিঃশেষ হয়ে যায় হাজারো আত্মা..!!

সিরিয়াল কিলিং বা সিরিয়াল কিলারদের নিয়ে আমাদের আগ্রহের কমতি নেই…!!!
আর তাদের মনস্তত্ব নিয়ে মনোবিজ্ঞানী থেকে অপরাধবিজ্ঞানীদের গবেষণারও শেষ নেই…!!কিন্তু তাদের বিকৃতচিন্তা ভাবনার সাথে পাল্লা দেওয়া সত্যি কঠিন।সাধারণ মুখোশের ছায়ায় অস্বাভাবিক কর্মকান্ড তাদের দ্বারাই সম্ভব।

কিন্তু ধরুন সব অশুভ ছায়ার ছোঁয়া থেকে যদি আপনি বের হতে চান তাহলে কি সত্যি সত্যিই কখনো আপনার পিছু ছাড়বে সেই অশুভ ছায়া???স্বাভাবিক জীবনে কি অতীতের ধাক্কা লাগবেনা????সুন্দর একটা সাধারণ পরিবার কি সবারই কাম্য নয়?
কিন্তু আমরা ভাবি এক হয় আরেক…সাধারণ নোংরা জীবন টাও অসম্ভব সুন্দর হয়ে উঠতে পারে প্রকৃত ভালোবাসার বন্ধনে আবৃত হয়ে…!!!

No metter how captivating the night sky is, the spot on the moon will catch everyone’s eye..!!
Everyone will enjoy the light of the moon and say that there is moon and stigma..!!!
Believe it or not..that’s true
যা বলছিলাম আজকের ড্রামাটা ঠিক তেমনি….! নো স্পয়লার ♥️♥️

🔮প্লটঃ
একটা ছোট সুখী পরিবার..Cha ji won আর তার স্বামী ও ৬বছরের ছোট বাচ্চা নিয়ে…..পেশায় Cha ji won একজন ডিটেকটিভ আর স্বামী Baek hee jong ম্যাটাল শো -পিছ ক্রাফটের ব্যবসা।এমন একটা সম্পর্ক যা cha ji won এর শশুর বাড়িতে কেউই মেনে নিতে পারেনি তাকে।
কিন্তু স্বামীর অসম্ভব ভালোবাসায় তার দুঃখ ছিলনা।

Cha ji won পেশায় গোয়েন্দা হওয়ায় বিভিন্ন খুনের তদন্ত করে।কিন্তু একদিন এমন একটা লাশ খুজে পায় পুলিশ যার সূত্রপাত ছিল ১৮বছর আগের কোন একটা সিরিয়াল কিলিং নিয়ে।

১৮ বছর আগে একটা গ্রামে পরপর সাতটা খুন হয় কিন্তু পুলিশ তার হদিস জানতে পারেনি,তার পরই বের হয়ে যায় যখন খুনি দ্যো মিন সিউক নিজে আত্মহত্যা করে আর তার খুনের সব লাশ বের করে পুলিশ শুধু একটা লাশ ছাড়া।এদিকে গ্রামের মোড়ল ও খুন হয় যার দোষপরে দ্যো মিন সিউকের ছেলে দ্যো হিউন সুর উপর সে সেই রাতেই পলাতক।

ঘটনা ধামাচাপা পড়ে গেছে সময়ের পরিক্রমায়…কিন্তু ১৮ বছর পর আবার সেই একই ভাবে খুন হয়ে যায় আবার যেভাবে সিরিয়াল কিলার খুন করতো..পায়ের রগ কাটা,বা হাতের বৃদ্ধা আঙ্গুলের নক উপড়ে ফেলা..
এটা ১৮ বছর পর আবার পূনরায় হচ্ছে কেন?
তবে কি সেই সিরিয়াল কিলার দ্যো মিন সিউক আত্মহত্যা করেনি??নাকি তার ছেলে দ্যো হিউন সু?
তদন্তের পর তদন্তে সত্যতার মাত্রা বের হয়ে আসে কিছুটা..যা আরো রহস্যময় ছিল।

এরই মাঝে গোয়েন্দা cha ji won এর স্বামী Baek song এর বেশ কিছু কর্মকান্ড তার সন্দেহ হয়।কিন্তু তা গোছাতে ডিটেকটিভ cha ji won তদন্ত শুরু করাতে তার নিকট বের হয়ে আসে এক দম আটকে আসা সত্যি। "Believe The Name On The breath " জ্বি এটা আসলেই সত্যি..বিশ্বাসের উপর নাম কিন্তু নিঃশ্বাস।

যখন আপনার বিশ্বাস করার মত কিছু থাকবেনা তখন কি আপনার নিঃশ্বাস টা আঁটকে যাবেনা?যেমনটা গলায় বিঁধে যাওয়া কাঁটার মত। কিন্তু সেটা কতটা ভয়াবহ হতে পারে??

উথাপিত হতে থাকে একের পর এক মাথা নষ্ট হাজারো প্রশ্ন, কে করছে ১৮বছরের আগে ঘটে যাওয়া খুনের মতো এখন খুন?দ্যো মিন সিউক কি সত্যি আত্মহত্যা করছিল?? আর তার ছেলে দ্যো হিউন সু কেন সেদিন রাতে পালিয়েছিল?আর ১৮ বছর আগের ঘটে যাওয়া খুনের সাথে গোয়েন্দা cha ji won এর স্বামী Baek song এর সাথে কি সম্পর্ক??

এক হৃদয় ভর্তি ভালোবাসা কি নষ্ট হয়ে যাবে কোন সন্দেহের উৎপত্তিতে?নাকি কোন নিরপরাধ ব্যাক্তির মাথার উপড় থেকে মিথ্যা কালিমা ধুয়ে মুছে যাবে?সব কি আগের মতই হবে? নাকি এই সত্য উদঘাটনে সবতছনছ হয়ে যাবে??

তো জানতে দেখে ফেলেন ১৬ পর্বের অসম্ভব সুন্দর একটা ড্রামা। 💚মতামত💚

Stranger From hell দেখার পর আরো একটা সেম স্মেইলের ড্রামা পেলাম Flower of evil..
কি নেই??ভালোবাসা শুধুই কি ভালোবাসা?এতো রীতিমতো প্রকৃত ভালোবাসা। সাসপেন্সে ভরপুর,অ্যাকশন আর কিছু ভায়োলেন্স।
সবটাই ভালোলাগার মত।প্রথম পর্ব থেকেই আকৃষ্ট করে ফেলার মত ড্রামা।

©️মাহরীন হক মোহো

More To Explore

Westworld-cinemabaaz.xyz

আপনি যে স্বীধান্ত নিচ্ছেন তা আপনার নিজস্ব সীদ্ধান্ত নয় বরঞ্চ আপনি এখন যা কিছু করছেন সব পূর্বনির্ধারিত!

যদি আপনার মনে হয় আপনি এখন যে জীবনটা উপোভোগ করছেন সেটা আপনার আসল জীবন নয়, আপনি যে স্বীধান্ত নিচ্ছেন তা আপনার নিজস্ব সীদ্ধান্ত নয় বরঞ্চ

Read More »

চোখের অন্তরালে অদৃশ্য ছায়ার উপস্থিতি

❝চোখের অন্তরালে অদৃশ্য ছায়ার উপস্থিতি❞আমাদের খালি চোখে দেখা দুনিয়ার সবটা দৃশ্য মানসপটে ভেসে উঠে না।তাঁর বাইরে ও আছে এক অদৃশ্য জগৎ। যে জগতে রয়েছে সঙ্গাহীন

Read More »

অকল্পনীয় লোভ আর পবিত্র ভালোবাসার মেলবন্ধন

১।জ্ঞান ফিরে নিজেকে যখন হাসপাতালের বেডে আবিষ্কার করে বসবেন আশেপাশের কাউকেই চিনতে পারছেন না তখন কেমন অনুভূতি হবে?২। ধরুন আপনি হঠাৎই কোন ঘটনা চোখের সামনে

Read More »
Axone (2019) cinemabaaz.xyz

একটি সুন্দর ও উপভোগ্য সিনেমা তৈরির জন্য যা যা উপাদান থাকা দরকার এর প্রায় সবই উপস্থিত ছিল এই সিনেমায়।

🎬 Axone (Akhuni) (2019) 🔰 IMDB: 7.0 🔰 Genre: Comedy-drama 🔰Actors: Sayani Gupta, Vinay Pathak, Dolly Ahluwalia, Lin Laishram, Adil Hussain. ভৌগোলিক অবস্থান, জাতিগত ভিন্নতা,

Read More »