Photograph (2019) সিনেমা রিভিউ
Photograph (2019) একটি নিরব, নিশ্চুপ মিষ্টি গল্প। শুধুই গল্প বললাম। কেননা এই গল্পটাকে ভালোবাসা বা অন্য কোন নাম দিতে চাইনা। শুধু অনুভভূতি টুকুই থাকুক। গুলজার সাহেবের সেই কালজয়ী গানের কথাগুলোর মত,
আমি দেখেছি সেই চোখে যাদুমাখা সুগন্ধি , হাতে ছুঁয়ে একে সম্পর্কের অপবাদ দিও না, শুধু এই অনুভুতিটাকে অনুভব করো, ভালবাসাকে ভালবাসাই থাকতে দাও, এর কোন নাম দিওনা।
নওয়াজউদ্দিন সিদ্দিকী সিনেমায় রাফি নামের একটি চরিত্রে অভিনয় করেছেন। যে কিনা একজন ফটোগ্রাফারের কাজ করে। অন্যদিকে সানিয়া মালহোত্রা প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন যেখানে তার চরিত্রের নাম মিলনি।
কাহিনী সংক্ষেপঃ
রাফি একদিন হঠাৎ মিলনির ছবি তুলে কিন্তু তাকে ছবিটি দিতে পারেনা। তার আগেই মলিনি সেখান থেকে চলে চায়। রাফি ওই ছবিটা নিজের কাছে রেখে দেয়। এদিকে রাফির দাদী রাফিকে বিয়ের জন্য অনেক তাড়া দিতে থাকে তখন রাফি দাদীর মন রক্ষার জন্য মিলনির ছবি দেখিয়ে বলে যে মেয়েটি তার গার্লফ্রেন্ড যার নাম নুরি। সিনেমার প্রেক্ষাপট সেখান থেকেই বদলাতে শুরু করে কেননা রাফির দাদী নুরির সাথে দেখা করেতে চায়। তাই রাফি মিলনি/নুরি কে খুঁজতে বেড়িয়ে পরে।
২ জগতের ২ ভিন্ন মানুষ রাফি আর মিলনি। সবদিক থেকেই তাড়া ভিন্ন। হোক তা ধর্ম, বর্ণ, শিক্ষাগত যোগ্যতা কিংবা অন্যকিছু। ব্যপার টা রাফির দাদীর ভাষায় বলতে গেলে, “একই প্লেটে একটি রসগোল্লা আর একটি কালোজাম”।
Photograph (2019) খুবই শান্ত ও বাস্তবধর্মী একটি সিনেমা। যেটাকে নওয়াজ তার ক্যারিয়ারের প্রিয় লাভ স্টোরি বলেছিল।সিনেমাটা খানিকটা ধীরগতির। অনেকের কাছে হয়তোবা বোরিং লাগতে পারে কিছুটা, কিন্তু শেষে গিয়ে হয়তো বলবে এটা ঠিক হলোনা। মুভিটা আরো কিছু সময় দীর্ঘ হলোনা কেন!
বিশেষ কিছু দিকঃ
- লাঞ্চবক্স সিনেমার পর Ritesh Batra এর ২য় সিনেমা ফটোগ্রাফ। সিনেমায় তিনি কোন অপ্রয়োজনীয় গান নাচের দৃশ্য বা অপ্রাসঙ্গিক কিছু রাখেননি যেটা একজন দর্শক হিসেবে খুবই উপভোগ্য।
- নওয়াজউদ্দিন এর অভিনয় দক্ষতা নিয়ে নতুন করে বলার কিছু নেই। এই সিনেমায় এক ভিন্ন নওয়াজকে দেখা যাবে যার সাথে আগে দেখা হয়নি। খুব শান্ত একটা চরিত্র। আর হয়তোবা নওয়াজ বলেই এই চরিত্রটাও এত দারুণ ভাবে ফুটে উঠেছে।
- সানিয়া মালহোত্রাও একজন সু অভিনেত্রী। ইতিমধ্যেই সে তার দক্ষতার প্রমাণ রেখেছেন। তবে আমার কাছে সানিয়ার এই পারফরমেন্স টা চিরস্মরনীয় হয়ে থাকবে।
- ভালোবাসার সম্পর্কগুলোর মাঝে একটা বিশেষ বিষয় হলো অনুভুতি, আর সেই অনুভূতিটাকে আমরা এক্সপ্রেশনের মাধ্যমে প্রকাশ করি। তবে এই সিনেমার মূল ২ চরিত্রের এক্সপ্রেশনের দৃশ্যগুলো আপনাকে সেই পরিস্থির অনুভূতি অনুভব করতে বাধ্য করবে।
- সিনেমাটোগ্রাফি আর ব্যাকগ্রাউন্ড স্কোর ও চমৎকার ছিল।
যারা ভাল মুভি দেখতে পছন্দ করেন (যেমনঃ লাঞ্চবক্স,অক্টোবর) তাদের জন্য মাস্ট ওয়াচ।
হ্যাপি ওয়াচিং🙂
অন্যান্য মুভির জন্য ভিজিট করুনঃ HOME
মুভি ডাউনলোড করতে ভিজিট করুনএই লিংকেঃ সিনেমাবাজ