Forrest Gump (1994)
আসলে এই Forrest Gump (1994) মুভি নিয়ে বেশি কিছু বলার যোগ্যতা নেই আমার !
ইতিহাসের সেরা ৩টি মুভির মধ্যে এটি একটি!
ঠিক কয়বার এই মুভিটি দেখেছি তার হিসেব নেই !
এখনো দেখি, মন খারাপ থাকলেই দেখি এবং প্রতিবারের মতোই এই মুভিটি আমার মন ভালো করে দেয় , এই অদ্ভুদ ক্ষমতাটি আছে এই মুভিটির
কি নেই এই এই ২.২২মি এর মুভিটিতে !
হাসি,কান্না,যুদ্ধ , রোমাঞ্চ , মা ছলের ভালবাসা , বাবা ছেলের ভালবাসা,একজন একা মা এর তার প্রতিবন্ধি ছেলেকে নিয়ে জিবন যুদ্ধ, শৈশবের প্রেম-পরিনতি, বুন্ধত্ব,প্রতিশ্রুতি , জিবনের উথান-পথন !! সব মানে সব সব পাবেন এইখানে !
কাহিনি সম্পর্কে একটু বলি-
বোকাসোকা ফরেস্ট গাম্প, কোনো এক বাস স্টেশনে বসে আছে ৯ নম্বর বাসটি ধরে গন্তব্যে পৌছানোর জন্যে… বাস আসতে দেরি আছে। এমনিতে প্রচুর কথা বলে সে। একা একা চুপচাপই ছিলো, যেই পাশে এক মহিলা এসে বসলো – অমনি তার কথার ফুলঝুড়ি ছুটিয়ে দিলো, একে একে একমনে বলতে লাগলো সেই ছোট্টবেলার কথা, যখন তার মা স্কুলে ভর্তির জন্যে নিয়ে গেলে তার আইকিউ লেভেল দেখে টিচার ভর্তি নিতে চায় নি। সেই ছোট্টবেলার কথা, যখন জেনি নামের মেয়েটা তার মন দখল করে বসলো আজীবনের জন্যে! তারপর বড় হয়ে যেসব বিচিত্র পরিস্থিতি আর অনুভূতির সম্মুখীন হতে হয়েছিলো তাকে!! জীবন বিচিত্রময়! বড্ড বেশি বিচিত্র… বাস্তবে অত বেশি বিচিত্র কারো লাইফে হয় না যদিও, তবে এমনই তো হয় জীবন! পদে পদে নতুন এবং অপ্রত্যাশিত কিছু!
হাসি পাচ্ছিলো খুব অটিজমে আক্রান্ত গাম্পের বোকাসুলভ আচরন দেখে, আবার গম্ভিরও হতে হয়েছে ইমোশনাল টাচ দেখে! টম হ্যাঙ্কসের অভিনয়? লোকটা হলিউডের সর্বকালের সেরা অভিনেতাদের একজন!
এরপরও সে কি অভিনয় করেছে, বলার প্রয়োজন নেই!
এত বেশি ইন্সপায়রেশন মুভিটায়, বলার মত না… জেনির সেই প্রার্থনাটুকু, “Dear God, make me a bird. So I could fly far. Far far away from here.”
মুভিটি ৯টি অস্কার সহ দুনিয়ার সকল বড় বড় এ্যাওয়ার্ড অনুষ্ঠানের হিংসভাগ পুরস্কার নিজের ঝুলিতে আনতে সক্ষম হয়েছিলো!! অর্থাৎ বলা যায়, আপনি যদি এখনও মুভিটি না দেখে থাকেন, তাহলে আপনার কপাল খারাপ! রিয়েলি! মানে আমি বলতে চাচ্ছি মুভিটা দেখা মিস করা উচিত না আপনার!
লিখেছেনঃ আরফিন ইফতি।
মুভিটির ডাউনলোড লিংক নিচে দেওয়া আছে। চাইলে দেখে নিতে পারেন অসাধারণ মুভিটি।
যেভাবে টরেন্ট ফাইল ডাউনলোড করবেন।
অন্যান্য মুভির জন্য ভিজিট করুন এই লিংকে।