Kumbalangi Nights (2019) Movie Review
দক্ষিণ ভারতের সিনেমা ইন্ডাস্ট্রি গুলোর মধ্যে মালায়ালাম সিনেমা ইন্ডাস্ট্রি মৌলিকতা ও পারিবারিক সিনেমা নির্মাণের ক্ষেত্রে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রকাশ করেছে বহুবার। এই ইন্ডাস্ট্রির এমন অসংখ্য সিনেমা আছে যা শুধু ভারতেই নয় বরং পৃথিবীর কোন ইন্ডাস্ট্রিতেই দেখা যায়না। ফলশ্রুতিতে মালায়ালাম সিনেমার জনপ্রিয়তা ও প্রশংসা বেড়েই চলছে দিনকে দিন। ২০১৯ সালের তেমনই একটি অসাধারণ সিনেমা Kumbalangi Nights (2019)
“Kumbalangi Nights” এর অর্থ হচ্ছে কুম্বালাঙ্গির রাতগুলো। কুম্বালঙ্গি ভারতের কেরালা রাজ্যের কোচি শহরের উপকণ্ঠে অবস্থিত একটি দ্বীপপুঞ্জের গ্রাম। এই কুম্বালাঙ্গি গ্রামের রাতের জীবন-যাবন ও পরিবেশই হচ্ছে এর মূল বিষয়।
কাহিনী সংক্ষেপঃ কুম্বালাঙ্গি গ্রামের এক প্রান্তে একপ্রকার একঘরে অবস্থায় একটি পরিবারের বাস। পরিবারে বাবা-মা হীন চার ববি, সাজী, বনি ও ফ্র্যাঙ্কিকে ঘিরেই এই সিনেমার কাহিনী তৈরি। ছন্নছাড়া তাদের জীবনে একে সাথে অপরের সাথে কোন মিল নেই। কিন্তু চলার পথে মোরে মোরে তাদের জীবনের রং বদলায়। ৪ ভাইয়ের সাথে যুক্ত কিছু ঘটনা ও চরিত্র নিয়ে নির্মিত দারুন একটা সিনেমা Kumbalangi Nights (2019)।
তবে এই সাধারণ গল্পের অসাধারণ সিনেমাটিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে সিনেমাটির ক্লাইম্যাক্স। দারুণ একটি চরিত্রের দম বন্ধ করা অভিনয় আপনাকে অবিশ্বাস্য এক রোলার কোস্টার রাইডে নিয়ে যাবে।
✅অভিনয় :প্রধান চরিত্রে ছিলো শেন নিগাম, সৌবিন শাহির, শ্রীনাথ ভাসি, ম্যাথিউ থমাস, আন্না বেন আর ইন্টারেস্টিং এক চরিত্রে ছিলো ফাহাদ ফসিল। সত্যি বলতে সকলের অভিনয় ই ছিল দারুণ। কিন্তু ফাহাদ ফাসিলের হাসিটা ছিল অনবদ্য!
✅সিনেমাটোগ্রাফি :মালায়লাম সিনেমা যারা দেখেছেন তারা খুব ভালো করেই জানেন যে মালায়লাম সিনেমার সিনেমাটোগ্রাফি কতটা চমৎকার হয়। তবে এই মুভিটি আপনাকে একপ্রকার স্বর্গ দর্শনে নিয়ে যাবে। ছোট ছোট দ্বীপ ও নদীর পারের গ্রামের রাতের দৃশ্যে চোখ জুড়িয়ে যাবে।
✅মিউজিক : এই সিনেমার আরোও একটি শক্তিশালী উপাদান হলো এর মিউজিক ট্রাক ও বিজিএম৷ গানগুলো ছিল সময় উপযোগী ও শ্রুতিমধুর। যা আপনার অনুভূতিকে এক অন্য মাত্রা প্রদান করবে৷
সব মিলিয়ে অসাধারণ একটি সিনেমা। না দেখে থাকলে জলদি দেখে ফেলুন।
হ্যাপি ওয়াচিং
লিখেছেনঃ সাজ্জাদ সাদমান
অন্যান্য মুভির জন্য ভিজিট করুনঃ HOME